Share Market: বিশ্বজুড়ে শেয়ার বাজারে ব্যাপক পতন, ভারতে সেনসেক্স কমল ২,৫০০ পয়েন্ট, নিফটি রয়েছে ২৪ হাজারের ঘরে

বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারে ব্যাপক পতন। তার ধাক্কা এসে লাগল ভারতেও। সোমবার সকালে বিএসই সেনসেক্স ২,৫০০ পয়েন্ট কমে ৭৮,৫০০-এর স্তরে নেমে যায়। নিফটি ৫০ সূচক রয়েছে ২৪,০০০-এর ঘরে। সেনসেক্স ৩০-এর মধ্যে সবচেয়ে ক্ষতি হয়েছে টাটা মোটরসের। এরপর রয়েছে টাটা স্টিল, মারুতি, আদানি পোর্টস, এসবিআই এবং জেএসডব্লিউ স্টিল।
বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারে ব্যাপক পতন। তার ধাক্কা এসে লাগল ভারতেও। সোমবার সকালে বিএসই সেনসেক্স ২,৫০০ পয়েন্ট কমে ৭৮,৫০০-এর স্তরে নেমে যায়। নিফটি ৫০ সূচক রয়েছে ২৪,০০০-এর ঘরে। সেনসেক্স ৩০-এর মধ্যে সবচেয়ে ক্ষতি হয়েছে টাটা মোটরসের। এরপর রয়েছে টাটা স্টিল, মারুতি, আদানি পোর্টস, এসবিআই এবং জেএসডব্লিউ স্টিল।
শেয়ার বাজারের ছাপ পড়েছে বিস্তৃত বাজারে। মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সূচক প্রায় ৪ শতাংশ নেমেছে। প্রায় সব সেক্টরেই লেনদেন চলছে লাল রঙে। নিফটি রিয়েলটি কমেছে ৫ শতাংশ। নিফটি মেটাল, নিফটি মিডিয়া, নিফটি অটো, প্রতিটি ৩ থেকে ৪ শতাংশের রেঞ্জে নেমে গিয়েছে।
শেয়ার বাজারের ছাপ পড়েছে বিস্তৃত বাজারে। মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সূচক প্রায় ৪ শতাংশ নেমেছে। প্রায় সব সেক্টরেই লেনদেন চলছে লাল রঙে। নিফটি রিয়েলটি কমেছে ৫ শতাংশ। নিফটি মেটাল, নিফটি মিডিয়া, নিফটি অটো, প্রতিটি ৩ থেকে ৪ শতাংশের রেঞ্জে নেমে গিয়েছে।
এদিনের ইন্ট্রাডে ডিলে টাইটানের শেয়ার বিএসই-তে শেয়ার প্রতি ৩২০১ টাকা কমেছে। ২০২৪-২৫ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে নিট মুনাফা কমে কোম্পানির। তারপর এদিন শেয়ার বাজারে এমন পতনের সাক্ষী থাকল টাইটান। বিএসই-তে এসবিআই-এর শেয়ার প্রতি দাম ৮.৪ শতাংশ কমে ৮০৪ টাকায় দাঁড়িয়েছে। এপ্রিল-জুন ত্রৈমাসিকের ফলাফল প্রকাশের পর এমন ধাক্কা খেল দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক।
এদিনের ইন্ট্রাডে ডিলে টাইটানের শেয়ার বিএসই-তে শেয়ার প্রতি ৩২০১ টাকা কমেছে। ২০২৪-২৫ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে নিট মুনাফা কমে কোম্পানির। তারপর এদিন শেয়ার বাজারে এমন পতনের সাক্ষী থাকল টাইটান। বিএসই-তে এসবিআই-এর শেয়ার প্রতি দাম ৮.৪ শতাংশ কমে ৮০৪ টাকায় দাঁড়িয়েছে। এপ্রিল-জুন ত্রৈমাসিকের ফলাফল প্রকাশের পর এমন ধাক্কা খেল দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক।
শুধু ভারত নয়, গোটা এশিয়ার শেয়ার বাজারেরই একই অবস্থা। দক্ষিণ কোরিয়ার কোস্পি, হংকং-এর হ্যাং সেং এবং অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০, সবই ৩ শতাংশ থেকে ১১ শতাংশ নেমেছে। জাপানে নিক্কেই ২২৫ এবং টপিক্স ১৩ শতাংশ কমেছে।
শুধু ভারত নয়, গোটা এশিয়ার শেয়ার বাজারেরই একই অবস্থা। দক্ষিণ কোরিয়ার কোস্পি, হংকং-এর হ্যাং সেং এবং অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০, সবই ৩ শতাংশ থেকে ১১ শতাংশ নেমেছে। জাপানে নিক্কেই ২২৫ এবং টপিক্স ১৩ শতাংশ কমেছে।
আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, ১৯৮৭ সালের ‘ব্ল্যাক মনডে’-এর পর এমন পতন দেখেনি বাজার। গত শুক্রবার ন্যাসডাক কম্পোজিট ২.৪৩ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ কমেছে ১.৮৪ শতাংশ। সব মিলিয়ে বিশ্ব জোড়া মন্দার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।
আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, ১৯৮৭ সালের ‘ব্ল্যাক মনডে’-এর পর এমন পতন দেখেনি বাজার। গত শুক্রবার ন্যাসডাক কম্পোজিট ২.৪৩ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ কমেছে ১.৮৪ শতাংশ। সব মিলিয়ে বিশ্ব জোড়া মন্দার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।
চাকরির বাজারও মন্দার দিকেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। চলতি বছরের জুলাই মাসেও টেক সেক্টরে ছাঁটাই অব্যাহত। দেশ জুড়ে ৩৪টি প্রযুক্তি সংস্থার ৮ হাজারের বেশি কর্মী চাকরি হারিয়েছেন।
চাকরির বাজারও মন্দার দিকেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। চলতি বছরের জুলাই মাসেও টেক সেক্টরে ছাঁটাই অব্যাহত। দেশ জুড়ে ৩৪টি প্রযুক্তি সংস্থার ৮ হাজারের বেশি কর্মী চাকরি হারিয়েছেন।
সারা বিশ্বে ৩৮৪টি কোম্পানিতে এক বছরে মোট ১২৪,৫১৭ কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলে খবর। অন্য দিকে, এমন বাজার পরিস্থিতির জন্য ফেডারেল রিজার্ভের সুদের হার স্থির রাখার সিদ্ধান্তকে দায়ী করেছেন জিওজিত-এর বিশ্লেষকরা। যা গোটা বিশ্বকে সম্ভাব্য আর্থিক মন্দার দিকে ঠেলে দিতে পারে বলে অনুমান তাঁদের।
সারা বিশ্বে ৩৮৪টি কোম্পানিতে এক বছরে মোট ১২৪,৫১৭ কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলে খবর। অন্য দিকে, এমন বাজার পরিস্থিতির জন্য ফেডারেল রিজার্ভের সুদের হার স্থির রাখার সিদ্ধান্তকে দায়ী করেছেন জিওজিত-এর বিশ্লেষকরা। যা গোটা বিশ্বকে সম্ভাব্য আর্থিক মন্দার দিকে ঠেলে দিতে পারে বলে অনুমান তাঁদের।