দেশ ছাড়ছেন হাসিনা

Bangladesh News: শেখ হাসিনার বাসভবনে ঢুকে পড়ল হাজার-হাজার মানুষ! ছাড়লেন দেশ, গেলেন কোথায়?

ঢাকা: আর ক্ষমতা ধরে রাখতে পারলেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বেলা আড়াইটা নাগাদ বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে উড়ে যায়। এই সময় তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানাও ছিলেন। সূত্রের খবর, তাঁরা হেলিকপ্টারে ‘সেফ হাউজের’ উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শেখ হাসিনা এবং তাঁর বোন ঢাকার বাসভবন গণভবন ছেড়ে কুর্মিটোলা এয়ারবেসে পৌঁছেছেন। সেখান থেকে তিনি দেশ ছাড়ছেন বলে খবর সূত্র মারফত। ইতিমধ্যেই গণভবনে বিক্ষোভকারীরা ঢুকে পড়েছে। ঠিক যেমন চিত্র দেখা গিয়েছিল শ্রীলঙ্কার ক্ষেত্রে। আর কিছু সময়ের মধ্যেই বাংলাদেশের সেনাবাহিনীর প্রধাণ জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

সংবাদসংস্থা জানিয়েছে, শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গিয়েছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। কিন্তু তিনি সে সুযোগ পাননি।

আরও পড়ুন: ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন হাসিনা? বৈঠকে সেনাপ্রধান, বাংলাদেশে বড় বদল সময়ের অপেক্ষা

প্রসঙ্গত, সোমবার ‘ঢাকা চলো’র ডাক দিয়েছিল বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। আর সোমবারই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দফতরে এক বৈঠক বসে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে এই বৈঠকে অন্যদের মধ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলও ডাক পেয়েছেন বলে জানা গিয়েছে।

সোমবারও রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব এলাকা সহ বিভিন্ন জায়গায় জমায়েতও করতে শুরু করেন তাঁরা৷ পাল্টা তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ এবং সেনাবাহিনী৷ গতকাল থেকে আন্দোলনকারী, আওয়ামি লিগের সমর্থক এবং পুলিশের মধ্যে শুরু হওয়া সংঘর্ষে ইতিমধ্যেই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বাংলাদেশে৷ নতুন করে শুরু হওয়া বিক্ষোভ, আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ৷ গতকাল পর্যন্ত আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানেরই ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী৷ কিন্তু নিজের ক্ষমতা আর ধরে রাখতে পারলেন না তিনি। পদত্যাগ তো বটেই, দেশই ছাড়তে হল শেখ হাসিনাকে।