সাগর মেলাতে লেজার শো

Gangasagar Mela 2024: গঙ্গাসাগরে এই প্রথম লেজার শো, ফুটে উঠছে পুণ্যভূমির আদি কথা

দক্ষিণ ২৪পরগনা : গঙ্গাসাগর মেলা শুরু হয়েছে ইতিমধ্য়ে। দেশ, বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসছেন সাগরে। ইতিমধ্যেই আলোয় আলোয় সেজে উঠেছে গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম। গঙ্গাসাগর মেলাতে এ বছর এক বিশেষ আকর্ষণ তুলে ধরেছে জেলা ও রাজ্য প্রশাসনের তরফ থেকে। গঙ্গাসাগর মেলায় এই প্রথম লেজার শো। আর এই লেজার শো মাধ্যমে কপিলমুনির মন্দিরে প্রতিষ্টা ও সাগর মেলার আদি কথা তুলে ধরা হয়েছে।

গঙ্গাসাগর কপিল মুনির মন্দিরে ইতিহাস তুলে ধরা হবে এই লেজারের মাধ্যমে। লেজার শোয়ের পাশাপাশি আরও বিশেষ ধরনের পরিষেবা হেলিপ্যাড, এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রয়েছে। রয়েছে স্থায়ী শৌচালয়, ফুড কোর্ট, ডালা অর্কিড, কপিলমুনি প্রাঙ্গনের গেস্ট হাউস, নতুন জেটিসহ একাধিক সুযোগ সুবিধা থাকছে গঙ্গাসাগর মেলায় আগত সমস্ত পূর্ণার্থী জন্য। তার পাশাপাশি এবারের মেলায় মোট ২১টি জেটি ব্যবহার করা হবে। আড়াই হাজার বাস, ৬টি বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ, অতিরিক্ত ট্রেন থাকছে পরিষেবায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জিপিএস ট্র্যাকিং, স্যাটেলাইট ট্র্যাকিং, ২৪০০ সিভিল ডিফেন্স এবং অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে। তীর্থযাত্রী-সহ আগত সকলের স্বাস্থ্যের কথা মাথায় রেখে গৃহীত একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে জেলা ও রাজ্য প্রশাসনের তরফ থেকে। মকর সংক্রান্তির দুদিন বাকি থাকলেও তার আগে থেকেই দেশ-বিদেশের পুণ্য়ার্থী থেকে শুরু করে সাধসন্তরা ভিড় জমাতে শুরু করে দিয়েছেন গঙ্গাসাগর মেলা কপিলমুনির মন্দির দর্শন করতে।

সুমন সাহা