তালিকাহীন টোটোর বিরুদ্ধে অভি‌যান

পুজোর আগেই টোটোর বিরুদ্ধে অভিযান! কোমর বাঁধছে প্রশাসন, হতে পারে বড় ঘটনা

দক্ষিণ দিনাজপুর : শহর জুড়ে বেআইনি উচ্ছেদের পর তালিকাবিহীন টোটোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে জেলা প্রশাসন। প্রশাসন সূত্রে জানা যায়, পুজোর আগেই বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষকে নিয়ে এই অভিযান করা হবে।

প্রতি বছরই দুর্গাপুজোর কয়েকদিন শহর জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়ে থাকে। প্রতি বছরের মতো এবারও পথচলতি সাধারণ মানুষ সুষ্ঠুভাবে যতে প্রতিমা দর্শন করতে পারে তার জন্য সচেষ্ট প্রশাসন। আর তাই এবার বেআইনি টোটো ধরতে অভিযান হতে পারে বলে খবর।

অভিযান খুব শীঘ্রই করা হবে বলে পুরসভা সূত্রে খবর। প্রসঙ্গত, টোটো সংক্রান্ত একাধিক ঘটনা সামনে আসার পরেই বেআইনি যানবাহন ধড়পাকড়-সহ শহরাঞ্চল গুলিতে টোটোর দৌরাত্ম্য রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- অনেক ফুচকা তো খেয়েছেন, এ বার খান টকজলের বদলে অন্য জলে! বেড়ানোর মজাই যাবে বদলে

জেলায় জেলায় নির্দেশিকা এসে পৌঁছতেই এই ব্যাপারে শক্ত হাতে মাঠে নামার প্রস্তুতি শুরু করে জেলা প্রশাসন। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশিকা পাওয়ার পরেই এই নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা হয়েছে। শহরে যানজট নিয়ন্ত্রণে পুজোর আগেই টোটোর বিরুদ্ধে অভিযানে নামা হবে। এই ব্যাপারে পরিবহন দফতর সক্রিয় ভুমিকা পালন করবে।”

আরও পড়ুন- সুন্দরবনের মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে বিশেষ পদক্ষেপ! মৎস্য চাষে উৎসাহ

চলতি মাসের শুরুতেই অটো, টোটো, ই-রিকশা, ম্যাজিক, ট্রেকার বেআইনি হলেই তা বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, বেআইনি যানবাহন ধরার জন্য আচমকা পরিদর্শনের নিদানও দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একটি বিশেষ দল তৈরির কথাও বলা হয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে বেশ কয়েকটি জরুরি বৈঠকও সেরেছেন প্রশাসনিক কর্মকর্তারা।

সুস্মিতা গোস্বামী