বর্ষার জমা জলে দুর্ভোগ সমস্যায় ছাত্র-ছাত্রী থেকে স্থানীয় মানুষ

Howrah News: ছেলেমেয়েদের এই স্কুলে পাঠিয়ে স্বস্তি নেই অভিভাবকদের! চিন্তা বাড়ে বর্ষা এলেই

হাওড়া: ছেলেমেয়েদের এই স্কুলে পাঠিয়ে চিন্তায় পড়েন অভিভাবক! এই চিন্তা বাড়ে বর্ষা এলেই। আসলে চিন্তা হল, পঠন-পাঠান করতে গিয়ে শরীর খারাপ না হয়ে বসে ছেলে-মেয়ের। যতদিন গড়াচ্ছে বাড়ছে সমস্যা। তার ফলে বেড়ে চলেছে দুশ্চিন্তাও। বর্ষা এলেই জল থৈ থৈ স্কুলে। একই সঙ্গে নর্দমার নোংরা জলে টইটম্বুর মানুষের ঘরবাড়ি। এর ফলে জ্বর জ্বালা চামড়ার সমস্যা দেখা দিচ্ছে শরীরে। একটু বৃষ্টি হলেই জল জমছে স্কুলের বাইরে-ভিতরে। নোংরা জল পেরিয়ে যাতায়াতে সমস্যায় ছাত্র-ছাত্রীরা।

আরও পড়ুন:  মাটির শৌখিন জিনিসের বাড়ছে চাহিদা! রথের মেলায় আশার আলো দেখছে মৃৎশিল্পীরা

বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে একই সমস্যা। এই সমস্যার সূত্রপাত গত প্রায় পাঁচ বছর আগে। নিকাশী ব্যবস্থা না থাকার ফলেই জমা জল সমস্যায় মানুষ। যতদিন গড়াচ্ছে সমস্যা আরও প্রকট হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, একটু বৃষ্টি হলে মানুষের বাড়ি ও মাদ্রাসায় জল জমে। এই ঘটনা হাওড়ার বাঁকড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকা জুড়ে। জমা জলের দুর্ভোগে স্থানীয় মানুষ এবং বাঁকড়া দারুল কুরাআন হাই মাদ্রাসা। এ প্রসঙ্গে স্থানীয় মানুষের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত এবং পঞ্চায়েত সদস্যকে জানিয়েও কোনো রকম সুরাহা মেলেনি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাকেশ মাইতি