প্রশিক্ষণ নিচ্ছেন পড়ুয়ারা 

Purba Bardhaman News: বর্ধমানের এই শিল্পের প্রশিক্ষণ নিল ওড়িশার ৩৯ জন পড়ুয়া 

পূর্ব বর্ধমান :  এই গ্রামের সকলেই যুক্ত শোলা শিল্পের সঙ্গে। শোলা শিল্পের উপরে নির্ভর করেই জীবন জীবিকা অতিবাহিত করেন এই গ্রামের বেশিরভাগ মানুষ। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বনকাপাশি গ্রাম শোলা শিল্পের জন্য দেশজুড়ে বিখ্যাত। প্রতিবছর গ্রামের শোলা শিল্পীরা দেশের বিভিন্ন রাজ্যে বড় বড় দুর্গা প্রতিমা বা মণ্ডপ সাজাতে যান। শুধু দূর্গা পুজো নয়, জগদ্ধাত্রী এবং কালীপুজোর জন্যও রমরমা বাজার থাকে এখানকার শিল্পীদের। এখানকার শিল্পীরা শোলার বিভিন্ন ধরনের চাঁদমালা, শোলার উপর চুমকি বা জড়ি বসিয়ে প্রতিমার সাজ নিয়ে পাড়ি দেন ভিন রাজ্যে। আবার ভিনরাজ্যে শোলার সাজের প্যান্ডেলের জন্যও বরাত পান এখানকার শিল্পীরা। এককথায় এই গ্রামের শোলা শিল্পের ভাল খ্যাতি রয়েছে।

এবার এই শোলা শিল্পের কাজ শিখতে পূর্ব বর্ধমান জেলায় এল ওড়িশা রাজ্যের পড়ুয়ারা। ওড়িশা সরকারের হস্তশিল্প বিভাগের অধীনে থাকা শিল্প ও কারুকলা উন্নয়নের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাতে কলমে শিখতে এসেছেন বাংলার হস্তশিল্প। ৩৯ জন পড়ুয়াকে নিয়ে ওড়িশা রাজ্যের সরকারি আধিকারিকরাও এসেছেন৷ ওড়িশার ভুবনেশ্বরের গণ্ডামুণ্ডা এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানটি অবস্থিত এবং সেটি ভুবনেশ্বরের হস্তশিল্প দফতরেরঅধীনে। ওই শিক্ষা প্রতিষ্ঠানে ছ’ টি বিভিন্ন রকমের হস্তশিল্পের উপরে প্রশিক্ষণ দেওয়া হয়। পটচিত্র, তালপাতার উপরে হস্তশিল্প, কাঠ ও পাথর খোদাই এসবের উপরেই সেখানকার শিক্ষার্থীরা হস্তশিল্পের উপরে প্রশিক্ষণ পেয়ে থাকেন৷ পড়ুয়াদের জ্ঞান বাড়াতে ওড়িশার বাইরেও তাঁদের নিয়ে গিয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়৷ হয়।

আরও পড়ুন : আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকাতেও রয়েছে ছাত্র? ‘আমি সব ভুলে যাই’, শ্রীখোল বাজিয়েই জনপ্রিয়তার শীর্ষে নদীয়া নন্দন

সেরকমই এবারে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বনকাপাশির শোলা শিল্পের প্রশিক্ষণ নিতে দেখা গেল পড়ুয়াদের। মঙ্গলকোটের বনকাপাশি গ্রামে রাষ্ট্রপতি ও শিল্পগুরু পুরষ্কার প্রাপ্ত শোলাশিল্পী আশীষ মালাকারের বাড়িতে প্রশিক্ষণ নেন ওড়িশা রাজ্যের পড়ুয়ারা। রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত আশীষ মালাকার জানিয়েছেন, “বনকাপাশির শোলাশিল্পের কথা তাঁরা দীর্ঘদিন ধরে শুনেছেন৷ তাঁদের প্রশিক্ষণ দিতে পেরে আমাদেরও ভালো লাগছে৷ শিল্পের খুঁটিনাটি সবই তাঁদের শেখানো হয়েছে কিভাবে একটা শোলা কেটে নকশা তুলতে হয় তাও তাঁদের দেখিয়ে শিখিয়ে দেওয়া হয়েছে৷”

আরও পড়ুন : ঠোঙা বানিয়েই বাজিমাত, পূর্ব বর্ধমানের গীতার সাফল্যের কহিনী চমকে দেবে

ওড়িশা রাজ্যের পড়ুয়াদের সঙ্গে রয়েছেন ওড়িশার হস্তশিল্প প্রচার অফিসার সান্তা নিবেদিতা সাহু, টেরাকোটা প্রশিক্ষক শান্তিলতা প্রধান, প্রকল্প সমন্বয়কারী বিশ্বজিৎ পাত্র।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F 

ওড়িশার পড়ুয়ারা বর্ধমানের হস্তশিল্পের কাজ দেখে চরম খুশি হয়েছে বলেও জানিয়েছেন।

বনোয়ারীলাল চৌধুরী