সুন্দরবনের ভবিষ্যত প্রজন্ম

South 24 Parganas News: পাল্টে ‌যাচ্ছে জলবায়ু! সুন্দরবনের ছাত্র-ছাত্রীদের সচেতন করা হচ্ছেবিশ্ব উষ্ণায়ন নিয়ে

দক্ষিণ ২৪ পরগনা: জলবায়ু পরিবর্তন নিয়ে সুন্দরবনের ছেলেমেয়েদের সচেতনতা বাড়াতে এবার প্রশিক্ষণের আয়োজন করা হল মথুরাপুরে। বিশ্ব উষ্ণায়নের প্রভাব কতটা মারাত্মক আকারে পড়তে চলেছে সেই জিনিস সম্বন্ধে সকলের সচেতন করাই লক্ষ্য ছিল এই প্রশিক্ষণের।

এ নিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে দেবাশিস মিথিয়া জানান,”মূলত তাদের লক্ষ্য একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রী যারা ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে। তাদের মনেই এই জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে তুলে ধরতে হবে।”

তিনি আরো জানান,”পরিবেশের অবস্থা খুব খারাপ। এটা এখন বহু চর্চিত বিষয়। সুন্দরবন অঞ্চলের অবস্থা আরো খারাপ। সমুদ্রের জলস্তর বাড়া, বিশ্ব উষ্ণায়নের প্রভাব এগুলি নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে যতটা সচেতন করা যায় সেজন্যই এই কর্মসূচি।”

এ নিয়ে শ্রীকান্ত শেখর সাউ নামের এক পরিবেশপ্রেমী জানান,”জলবায়ু পরিবর্তনের প্রভাব সুন্দরবনে সবথেকে বেশি করে পড়ছে।যা লক্ষ্য করতে পারছে সবাই। একাধিক দ্বীপ জলের তলায় তলিয়ে যেতে বসেছে।”

আরও পড়ুনঃ West Medinipur News: টইটম্বুর কংসাবতী, গড়িয়ে পড়া জল যেন ঝর্ণার রূপ, সূর্যাস্ত উপভোগ করুন এই জায়গায়

এ নিয়ে এখন থেকেই সকলকে সচেতন হতে হবে। তা না হলে আগামীদিনে এর বড় মূল্য দিতে হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এর ঠিক সেই কারণেই ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করতে হবে সাম্ভাব্য বিপর্যয় নিয়ে।

নবাব মল্লিক