চিন্তায় গ্রামের বাসিন্দারা 

South 24 Parganas News: হঠাৎ জি-প্লটের সত্যদাসপুরে বাড়ছে বাঘ ও কুমিরের আতঙ্ক, কেন জানুন

দক্ষিণ ২৪ পরগনা:  ছবির মত সুন্দর একটি এলাকা জি-প্লট। যার একপ্রান্তে রয়েছে বঙ্গোপসাগর, অন্যদিকে সুন্দরবন। এই জি-প্লটেই রয়েছে একটি গ্রাম সত্যদাসপুর।গ্রামের মানুষজন বেশ হেসে খেলেই সময় কাটাচ্ছিলেন। কিন্তু তাল কাটছে বেশ কয়েকবছর ধরে‌। এই গ্রামের অনেকেই কুমির ও বাঘের আক্রমণের শিকার হয়েছেন। তবে লোকালয়ে নয়। জঙ্গল লাগোয়া এলাকায় গিয়ে এই ঘটনা ঘটেছে। গ্রামের কাছেই বন। সেখানে মধু সংগ্রহ করতে যান অনেকেই, নদীতে ধরেন মাছ ও কাঁকড়া।আর যার ফলে এই ঘটনা ঘটছে। ফলে আতঙ্ক বাড়ছে গ্রামে।

আরও পড়ুন: মাছ-কাঁকড়া প্রেমীদের জন্য দারুণ সুখবর! নোনা জলের মাছ এবার মিলবে লোকালয়ে

পরিসংখ্যান বলছে এখানকার ৯০% শতাংশ বাসিন্দা আদিবাসী। তারা জল-জঙ্গলে থাকতে ভালোবাসেন। তাদেরকে বুঝিয়েও মাছ-কাঁকড়া মধু সংগ্রহ করা থেকে বিরত করা যাচ্ছেনা। এই গ্রামের জনসংখ্যা প্রায় ২০০০, অধিকাংশ মানুষজন মাছ-কাঁকড়া ধরাই প্রধান জীবিকা। তাদেরকে নিরবিভিন্নভাবে সচেতন করেও কাজ হচ্ছেনা বলে জানিয়েছেন স্থানীয় উপপ্রধান আশিষ কুমার বর্মন। একই কথা জানিয়েছেন স্থানীয় সমাজসেবী সাহজামাল গায়েন। তিনি জানিয়েছেন যত বারণ করা হয় মোটেই তারা সেই কথা শোনেনা। ফলে বিপদ বাড়ছে। এই জিনিস রুখতে লাগাতার সচেতনতা মূলক প্রচার করাই প্রয়োজন বলে মত তাঁর। এখন দেখার এই গ্রামে মানুষ কবে সচেতন হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নবাব মল্লিক