সুকান্ত মজুমদার

Sukanta Majumdar: বিধানসভায় দলীয় বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ,পুজোর উপহারও দিলেন সুকান্ত মজুমদার

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বিধানসভায় গিয়ে দলীয় বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি পুজোর উপহারও দিলেন সুকান্ত মজুমদার। দলের সমস্ত বিধায়কদের জন্য পাজামা ও পাঞ্জাবি মঙ্গলবার উপহার দেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

আরও পড়ুন- ‘ব্ল্যাক পেপার’ পুস্তিকা প্রকাশ সুকান্তর, কী আছে বঙ্গ বিজেপির পুস্তিকায়?

পুজোর আগাম শুভেচ্ছা জানানোর পাশাপাশি পদ্ম বিধায়কদের সঙ্গে বৈঠকে বন্যা দুর্গতদের পাশে থাকার এদিন বার্তাও দেন সুকান্ত বলে বিজেপি সূত্রের খবর। বিধানসভায় বিজেপির সমস্ত বিধায়করা হাজির না থাকলেও যে সমস্ত বিধায়করা ছিলেন তাঁদের প্রত্যেকের হাতেই এদিন সুকান্ত মজুমদারের তরফে পুজোর উপহার হিসেবে পাজামা -পাঞ্জাবি তুলে দেওয়া হয়। সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফেও বিধানসভায় বিজেপি বিধায়কদের পুজোর উপহার দেওয়া হয় বলে খবর।

আরও পড়ুন– ‘এখানকার সব ভাল, শুধু ছেলেদের দেখলে…’ মথুরায় এসে এ কী বললেন রাশিয়ান তরুণী! শুনলে তাজ্জব হয়ে যাবেন

পূর্ব কর্মসূচি অনুযায়ী আজ, মঙ্গলবার রাজ্য বিধানসভায় যান বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বিধানসভার গেটে সুকান্ত মজুমদারের কনভয় এসে পৌঁছতেই তাঁকে স্বাগত জানান বিধানসভায় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ-সহ অন্যান্য বিজেপি বিধায়করা। বিধানসভার গেট থেকে পায়ে হেঁটে সোজা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে পৌঁছন সুকান্ত মজুমদার। যদিও শুভেন্দু অধিকারী কলকাতার বাইরে থাকায় সুকান্ত- শুভেন্দু সাক্ষাত হয়নি এদিন। সুকান্ত মজুমদারকে গেরুয়া উত্তরীয় ও মিষ্টিমুখ করানো হয় পরিষদীয় দলের তরফে। বিধানসভা থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর বিধানসভায় আসা প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ‘‘বিধায়কদের সঙ্গে পুজোর আগে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম।’’