রাজ্যপালকে চিঠি সুকান্ত মজুমদারের

Sukanta Majumdar: নবান্ন অভিযানে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে রাজ্যপালকে চিঠি সুকান্তর

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।

নবান্ন অভিযানে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানালেন সুকান্ত মজুমদার ।

আরও পড়ুন– বুধ-বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম, শুক্রবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন

এই মুক্তির জন্য রাজ্যপাল অবিলম্বে রাজ্যের সরকারের সঙ্গে কথা বলুক।এবং মুক্ত করার ব্যবস্থা গ্রহণ করুক। রাজ্যপালকে লেখা চিঠিতে আবেদন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। গতকাল, মঙ্গলবার ছাত্রসমাজের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ডের পরিস্থিতি তৈরি হয়। ছাত্র সমাজের উপর লাঠিচার্জের গুরুতর অভিযোগ করে বঙ্গ বিজেপি।

আরও পড়ুন– তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আজ এক মঞ্চে মমতা-অভিষেক, সাম্প্রতিক পরিস্থিতিতে কী বার্তা দেবেন ?

নবান্ন অভিযান করতে গেলে পুলিশ আন্দোলনকারীদের উপর নির্মম অত্যাচার করে বলেও অভিযোগে সুর চড়ান সুকান্ত মজুমদার। নবান্ন অভিযানে গ্রেফতার হওয়াদের মুক্তির দাবিতে এবার রাজ্যপালকে চিঠি লিখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন সুকান্ত।