গরমে গাছের পরিচর্যার মাধম্যে সাজিয়ে রাখুন বাগান

Summer Gardening Tips: গরমে গাছের পরিচর্যা নিন ‘এই’ ভাবে, ফুলে-ফলে উপচে পড়বে বাগান, চোখের আরাম গ্যারান্টি

বসিরহাট: জুনে মাসের শেষ সপ্তাহ চলতে শুরু করলেও দক্ষিণবঙ্গে এখনও সেভাবে দেখা নেই বর্ষার। বরং গ্রীষ্মের তীব্র দহনে নাজেহাল হাল দক্ষিণবঙ্গ জুড়ে। তবে এই গরমে মানুষের দহনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় বাগানও। গরমের দিনে সঠিকভাবে পরিচর্যা না করলে বাগানের সমস্ত গাছ মারা যেতে পারে। কিন্তু এই তীব্র দাবদাহের গরমে বাগানের যত্ন কীভাবে নেবেন তা ভেবে পাচ্ছেন না! সহজ কিছু পদ্ধতিতে তীব্র গরমে বাড়ির সামনে বাগান বা ছাদে টবে যত্নে লাগানো আপনার গাছ-গাছালি কীভাবে রক্ষা করতে পারবেন।

তীব্র রোদে বা গরমের দিনে বাগানের গাছ রক্ষা করার উপায় জানালেন বসিরহাটের ছাদবাগানি কমল হোসেন। গরমের ফলে গাছের সমস্যাগুলির মধ্যে অন্যতম গাছের পাতা শুকিয়ে যাওয়া। বিশেষ করে ছাদে টবে লাগানো গাছের যত্ন নেওয়ার জন্য আগেই চড়া রোদে পড়া জায়গা থেকে টবগুলি অন্যত্র সরিয়ে নিতে হবে। বাগান বাঁচাতে হলে বাগানের ওপর সবুজ শেড দিয়ে আচ্ছাদন করতে হবে। প্রতিদিন সকাল সন্ধ্যা গাছের পরিচর্যা পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ জল সরাসরি গাছের গোড়ায় না দিয়ে পাতায় স্প্রে করা প্রয়োজন। এসময় জলের পাশাপাশি গাছের পর্যাপ্ত ছায়া প্রয়োজন হয় না হলে অনেক সময় দেখা যায় সকাল সন্ধ্যা দুই বেলা গাছে জল দেওয়ার পরেও গাছ শুকিয়ে যেতে পারে।

সব থেকে বেশি সমস্যা দেখা যায় ছাদের ওপর টবে লাগানো গাছের। খোলা আকাশের নিচে একদিকে রোদের তাপ অন্যদিকে ছাদের ওপর টবে থাকায় ছাদের গরমে টবের মাটি তাড়াতাড়ি শুকিয়ে যায়। ফলে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হয়। গাছগুলি শুকিয়ে মারা যায়। তাই সেজন্য এসময় পুরোপুরি রোদে না রেখে অর্ধেক ছায়াযুক্ত স্থানে গাছ রাখুন। আর এভাবেই এই গরমের সবুজ সতেজ রাখতে পারবেন গাছকে।

জুলফিকার মোল্যা