কাবু ডায়াবেটিস, কমাবে ওজন, পেটের সমস‍্যাতেও উপকারী! এক ফলই একাধিক রোগের যম, আছে আরও গুণ

Diabetes Control Tips: কাবু ডায়াবেটিস, কমাবে ওজন, পেটের সমস‍্যাতেও উপকারী! এক ফলই একাধিক রোগের যম, আছে আরও গুণ

শুরু হয়ে গিয়েছে গ্রীষ্ণের মরশুম। প্রবল গরমে শরীর সুস্থ রাখতে ফল খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরাও। কিন্তু ফল খাওয়ার ক্ষেত্রে রয়েছে একাধিক বিধিনিষেধ। সমস্ত ডায়াবেটিস রোগীরা স্বচ্ছন্দে খেতে পারেন না। তবে এই একটি ফল নিশ্চিন্তে খেতে পারবেন মধুমেহ রোগীরা।
শুরু হয়ে গিয়েছে গ্রীষ্ণের মরশুম। প্রবল গরমে শরীর সুস্থ রাখতে ফল খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরাও। কিন্তু ফল খাওয়ার ক্ষেত্রে রয়েছে একাধিক বিধিনিষেধ। সমস্ত ডায়াবেটিস রোগীরা স্বচ্ছন্দে খেতে পারেন না। তবে এই একটি ফল নিশ্চিন্তে খেতে পারবেন মধুমেহ রোগীরা।
আয়ুর্বেদে এই একটি ফলের বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই একটি ফল গরমে অবশ‍্যই খাওয়া উচিত। এতে শরীরের প্রচুর সমস‍্যা দূরে থাকে।

আয়ুর্বেদে এই একটি ফলের বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই একটি ফল গরমে অবশ‍্যই খাওয়া উচিত। এতে শরীরের প্রচুর সমস‍্যা দূরে থাকে।
মাত্র ১ থেকে ২ মাস পাওয়া যায় বেশ কয়েকটি ফল। এ বিষয়ে হাজারীবাগের আয়ুষ বিভাগের ডাঃ মকরন্দ কুমার মিশ্র জানালেন এই ফলটি একাধিক রোগ দূরে রাখতে সক্ষম।
মাত্র ১ থেকে ২ মাস পাওয়া যায় বেশ কয়েকটি ফল। এ বিষয়ে হাজারীবাগের আয়ুষ বিভাগের ডাঃ মকরন্দ কুমার মিশ্র জানালেন এই ফলটি একাধিক রোগ দূরে রাখতে সক্ষম।
ওজন কমানো থেকে শুরু করে হজম শক্তি ভাল করা, এমন একাধিক সমস‍্যায় কাজে আসবে এই ছোট্ট ফল তুঁত। তুঁতে সায়ানাইড এবং গ্লুকোসাইড নামক ফাইটোনিউট্রিয়েন্ট পাওয়া যায়।
ওজন কমানো থেকে শুরু করে হজম শক্তি ভাল করা, এমন একাধিক সমস‍্যায় কাজে আসবে এই ছোট্ট ফল তুঁত। তুঁতে সায়ানাইড এবং গ্লুকোসাইড নামক ফাইটোনিউট্রিয়েন্ট পাওয়া যায়।
চিকিৎসকরা আরও জানান, স্নায়ুতন্ত্র সংক্রান্ত রোগ নিরাময়ে এই ফলটি খুবই উপকারী। এছাড়াও তুঁতের এমন বৈশিষ্ট্য রয়েছে যা মানবদেহে ইনসুলিন তৈরির প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, যার কারণে এটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের অনেক সাহায্য করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সক্ষম তুঁত।
চিকিৎসকরা আরও জানান, স্নায়ুতন্ত্র সংক্রান্ত রোগ নিরাময়ে এই ফলটি খুবই উপকারী। এছাড়াও তুঁতের এমন বৈশিষ্ট্য রয়েছে যা মানবদেহে ইনসুলিন তৈরির প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, যার কারণে এটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের অনেক সাহায্য করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সক্ষম তুঁত।
বর্তমানে অতিরিক্ত ওজন নিয়ে বেশিরভাগ সকলেই সমস‍্যায়। থলথলে মেদ কমাতে বড় ভূমিকা পালন করে এই ফল। তাই বাড়তি ওজন কমাতে নির্ভয়ে খান তুঁত

বর্তমানে অতিরিক্ত ওজন নিয়ে বেশিরভাগ সকলেই সমস‍্যায়। থলথলে মেদ কমাতে বড় ভূমিকা পালন করে এই ফল। তাই বাড়তি ওজন কমাতে নির্ভয়ে খান তুঁত।
ওজনের কমানোর পাশপাশি পরিপাক তন্ত্র উন্নত করতেও সাহায‍্য করে তুঁত। সঙ্গে দৃষ্টিশক্তির উন্নতি, মুখের লালভাব বৃদ্ধি, স্ট্রেস কমাতেও কার্যকরী ভূমিকা পালন করে এই ছোট্ট ছোট্ট ফল।

ওজনের কমানোর পাশপাশি পরিপাক তন্ত্র উন্নত করতেও সাহায‍্য করে তুঁত। সঙ্গে দৃষ্টিশক্তির উন্নতি, মুখের লালভাব বৃদ্ধি, স্ট্রেস কমাতেও কার্যকরী ভূমিকা পালন করে এই ছোট্ট ছোট্ট ফল।
এমনকী চুল ভাল রাখতেও কার্যকরী তুঁত। মাত্র ২ মাস পাওয়া বাজারে পাওয়া যায় এই ফল। তাই চিকিত্‍সকের মতে অবশ‍্যই খাওয়া উচিত।
এমনকী চুল ভাল রাখতেও কার্যকরী তুঁত। মাত্র ২ মাস পাওয়া বাজারে পাওয়া যায় এই ফল। তাই চিকিত্‍সকের মতে অবশ‍্যই খাওয়া উচিত।(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)