রেল নিয়ে বিস্ফোরক দাবি মমতার

Mamata Banerjee: ‘পুরনো ট্রেনকে রঙ করে…’ বিস্ফোরক দাবি মমতার! বিজেপির ইস্তেহার নিয়ে দিলেন বিরাট খোঁচা

কোচবিহার: উত্তরবঙ্গ জুড়ে মমতা ঝড়। প্রথম দফার নির্বাচনের আগে কোচবিহার, আলিপুরদুয়ারে একের পর এক প্রচার পর্ব, সভা। বিরোধীদের আক্রমণেও আরও তীব্র মমতা বন্দ্যোপাধ্যায়। আজ উত্তরবঙ্গের কোচবিহারের সভা থেকে মমতা বলেন, “আমি রেল করে দিয়েছি। আর বাবুরা ট্রেন ডিপারমেন্ট তুলে দিয়েছে। পুরনো ট্রেনকে রঙ করে নতুন বলছে। আমি রেলমন্ত্রী থাকাকালীন লক্ষ লক্ষ টাকার প্রকল্প দিয়েছি। তোমরা কি দিয়েছ?”

পাশাপাশি বিজেপির ইস্তেহার প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া দিয়ে মমতা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী সমীপেষু, ভেবেছিলাম আপনি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের ঝড়ে বিধ্বস্ত মানুষের কথা বলবেন। কিন্তু আপনি তৃণমূলের দূর্নীতির কথা বললেন। ‘চ্যারিটি বিগিনস অ্যাট হোম’। বিজেপি মাফিয়াদের দল। আপনি সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। ক্ষমতা থাকলে বাংলার কোথায় কটা দূর্নীতি হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করুন। সঙ্গে সঙ্গে উত্তর প্রদেশ, গুজরাতেরটাও করুন। বাংলা চোর নয়।

আরও পড়ুন: ‘মানুষ একসময় আসল সত্যিটা ধরে ফেলবেন…’, মমতা-অভিষেককে চরম নিশানা শুভেন্দুর

মমতা বললেন, “ইস্তাহারে কী বলেছে দেখেছেন? আমি যেটা আগে বলি, সেটা অনেকে পরে বোঝে। কাল ইস্তাহারে সিএএ, এনআরসি রেখেছে। আমি আগে বলেছিলাম মাথা সিএএ, ল্যাজা এনআরসি আর পেট হল ইউসিসি।” মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, “আপনি কী খাবেন সেটা ওরা ঠিক করে দেবে। চায়ের সঙ্গে গোমূত্র, গোবর। কিছু একটা ঠিক করে দেবে খাবার। কী খাবেন, কী ঘুমোবেন সেটা ঠিক করে দেবে।”