এসি, কুলার দরকার নেই, বিছানাই হবে বরফ শীতল! ঠান্ডা গদিতেই হবে ম‍্যাজিক

গ্রীষ্মের মরশুমে বিছানায় পিঠ ঠেকানোও দায়। তোষক পর্যন্ত গরম হয়ে রয়েছে। শীতকালেও একই অবস্থা হয়। বিছানা ঠান্ডা হয়ে থাকে। এমন পরিস্থিতি থেকে মুক্তি দিতে এআই চালিত স্লিপ সলিউশন স্যুট Wakefit Zense লঞ্চ করল ওয়েকফিট। এতে রয়েছে টেম্পারেচর অ্যাডজাস্টেবল ম্যাট্রেস Regul 8 এবং আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স কন্টাক্টলেস স্লিপ ট্র্যাকিং ডিভাইস Track 8।

যে কোনও মরশুমে গ্রাহককে নিশ্চিন্ত ঘুমের পরিবেশ দিতেই এই ম্যাট্রেস নিয়ে এসেছে ওয়েকফিট। উন্নত ঘুমের পরিবেশ তৈরির জন্য প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। দুটি ডিভাইসেই দেওয়া হয়েছে ডুয়েল জোন সেন্সর। যাতে বিছানার দুই পাশে কাস্টম ঘুমের পরিবেশ তৈরি করা যায়। শুরু হয়েছে স্লিপ সলিউশন স্যুট Wakefit Zense-এর প্রিবুকিং।

আরও পড়ুন: ‘প্রার্থনা করুন’, অসুস্থ অলকা ইয়াগনিক! বিরল স্নায়ুরোগে আক্রান্ত গায়িকা, শোনার ক্ষমতা হারালেন

Regul 8-এর দাম ৪৪,৯৯৯ টাকা। দু’রকম আকারে পাওয়া যাচ্ছে, কিং (৭৮x৭২ ইঞ্চি) এবং কুইন (৭৮x৬০ ইঞ্চি)। Track8 এর দাম রাখা হয়েছে ১০,৪৯৯ টাকা। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রিবুকিং করতে পারবেন গ্রাহক।

Regul 8-এর ফিচার: কোম্পানি জানিয়েছে, Regul 8 ম্যাট্রেসের উপরিভাগের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য জল ভিত্তিক সিস্টেম রয়েছে। গদির তাপমাত্রা ১৫ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সেট করতে পারবেন গ্রাহক। এর জন্য রয়েছে অ্যাপ। তাতে ডুয়েল জোন টেম্পারেচর কন্ট্রোলার দেওয়া হয়েছে, যাতে গ্রাহক দুটো বিছানার জন্য আলাদা আলাদা তাপমাত্রা সেট করতে পারেন।

পাশাপাশি দেওয়া হয়েছে ইন্টিগ্রেটেড টেম্পারেচর সেন্সরও। এর মাধ্যমে গদির তাপমাত্রা নিরীক্ষণ করা যাবে। দেওয়া হয়েছে ৫টি মোড – ন্যাচরাল, কোল্ড, ওয়ার্ম, আইস এবং ফায়ার। কোম্পানির দাবি, ১.৫ টন এসির তুলনায় এতে ৬০ শতাংশ কম বিদ্যুৎ খরচ হয়।

আরও পড়ুন: বলুন তো কোন জিনিস শুকনো অবস্থায় ২ কেজি, ভিজে গেলে ১ কেজি, আবার পুড়লে ৩ কেজি হয়ে যায়? ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

Track8-এর ফিচার: ফ্যাব্রিকের পাতলা আয়তকার শীট দিয়ে মোড়া রয়েছে এই ডিভাইস। দেওয়া হয়েছে দুটি শীট সেন্সর। পাশাপাশি ডুয়েল জোন সেন্সরও রয়েছে। ডিভাইস সংগৃহীত ডেটা সরাসরি অ্যাপে পাঠিয়ে দেয়। কোম্পানির দাবি অনুযায়ী, এই ডিভাইস এআই এবং মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহারের মাধ্যমে ঘুমের পর্যায়, শ্বাস-প্রশ্বাসের হার, নড়াচড়া, ঘুম ও জেগে ওঠার সময় এবং ঘুমনোর সময় এবং নাক ডাকার ডেটা সংগ্রহ করে। তারপর এই সমস্ত ডেটা বিশ্লেষণ করে সমষ্টিগত ঘুমের স্কোর জানায়।