North Bengal Trip Dooars: রং-তুলির টানে সাজানো! প্রকৃতির কোলে সুইমিংপুলের দেদার মজা! চেটেপুটে উপভোগ করছে ডুয়ার্স, আপনিও ঘুরে আসুন

*প্রাকৃতিক সুইমিংপুল পাহাড়ে। আনন্দে আত্মহারা কচিকাচারা। এই সুইমিংপুল যেন ওয়াটার পার্কের অত্যাধুনিক কৃত্রিম সুইমিং পুলকেও হার মানায়। ফাইল ছবি।
*প্রাকৃতিক সুইমিংপুল পাহাড়ে। আনন্দে আত্মহারা কচিকাচারা। এই সুইমিংপুল যেন ওয়াটার পার্কের অত্যাধুনিক কৃত্রিম সুইমিং পুলকেও হার মানায়। ফাইল ছবি।
*ভাবছেন কীভাবে? সদ্য বঙ্গ ছুঁয়ে যাওয়া সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তরের সমতল থেকে সিকিম-সহ পাহাড় এলাকায় পাল্লা দিয়ে চলছে বৃষ্টিপাত। আর এতেই খানিক আনন্দ খুঁজে নিয়েছে পাহাড় এলাকার কচিকাঁচারা। প্রতিবেদনঃ সুরজিৎ দে। ফাইল ছবি।
*ভাবছেন কীভাবে? সদ্য বঙ্গ ছুঁয়ে যাওয়া সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তরের সমতল থেকে সিকিম-সহ পাহাড় এলাকায় পাল্লা দিয়ে চলছে বৃষ্টিপাত। আর এতেই খানিক আনন্দ খুঁজে নিয়েছে পাহাড় এলাকার কচিকাঁচারা। প্রতিবেদনঃ সুরজিৎ দে। ফাইল ছবি।
*পাহাড়ের জল একত্র করে প্রাকৃতিক সুইমিং পুলের স্বাদ লুটেপুটে নিচ্ছে তারা। ভারী বর্ষণের ফলে একদিকে যেমন প্রাকৃতিক দুর্যোগের ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছে কিছু মানুষ আর অন্যদিকে, পাহাড়ে চোখে পড়ল এমন অভিনব দৃশ্য। ফাইল ছবি।
*পাহাড়ের জল একত্র করে প্রাকৃতিক সুইমিং পুলের স্বাদ লুটেপুটে নিচ্ছে তারা। ভারী বর্ষণের ফলে একদিকে যেমন প্রাকৃতিক দুর্যোগের ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছে কিছু মানুষ আর অন্যদিকে, পাহাড়ে চোখে পড়ল এমন অভিনব দৃশ্য। ফাইল ছবি।
*জলপাইগুড়ি জেলার মেটেলি থানার অন্তর্গত নাগেশ্বরী চা বাগান লাগোয়া নাগরাজ মন্দিরের ঠিক নিচেই আছে কুর্তি ঝোরা। সিকিমের পাহাড় থেকে নেমে আসা এই পাহাড়ি ঝোরাতেই সকাল থেকে ভিড় আর্থ সামাজিক দুর্বলতায় ভরা মূলত চা বাগান শ্রমিক পরিবারের খুদেদের। ফাইল ছবি।
*জলপাইগুড়ি জেলার মেটেলি থানার অন্তর্গত নাগেশ্বরী চা বাগান লাগোয়া নাগরাজ মন্দিরের ঠিক নিচেই আছে কুর্তি ঝোরা। সিকিমের পাহাড় থেকে নেমে আসা এই পাহাড়ি ঝোরাতেই সকাল থেকে ভিড় আর্থ সামাজিক দুর্বলতায় ভরা মূলত চা বাগান শ্রমিক পরিবারের খুদেদের। ফাইল ছবি।
*বড় বড় পাহাড়ি পাথরের মাঝে সামান্য একটু জায়গায় থাকা জলে ঝাঁপিয়েই অত্যাধুনিক সুইমিং পুলে স্নানের ইচ্ছে পূরণ চলেছে নিত্যদিন। প্রসঙ্গত, মঙ্গলবার গভীর রাত থেকেই চলছে অবিরাম বৃষ্টিপাত। ফাইল ছবি।
*বড় বড় পাহাড়ি পাথরের মাঝে সামান্য একটু জায়গায় থাকা জলে ঝাঁপিয়েই অত্যাধুনিক সুইমিং পুলে স্নানের ইচ্ছে পূরণ চলেছে নিত্যদিন। প্রসঙ্গত, মঙ্গলবার গভীর রাত থেকেই চলছে অবিরাম বৃষ্টিপাত। ফাইল ছবি।
*আজ বৃহস্পতি বারও সকাল থেকেই রয়েছে মেঘলা আকাশ। বর্ষার আগমনের আগেই জলের স্রোত নেমেছে পাহাড়ি নদী থেকে বিভিন্ন ঝোরাগুলোতে, আর এতেই যেন টিভি চ্যানেলে দেখা অত্যাধুনিক সুইমিং পুলে স্নানের ইচ্ছে পূরণ হয়ে যাচ্ছে চার থেকে চোদ্দ বছরের সঞ্চারিয়া লোহার থেকে এগ্নেস ওঁরাও-দের। ফাইল ছবি।
*আজ বৃহস্পতি বারও সকাল থেকেই রয়েছে মেঘলা আকাশ। বর্ষার আগমনের আগেই জলের স্রোত নেমেছে পাহাড়ি নদী থেকে বিভিন্ন ঝোরাগুলোতে, আর এতেই যেন টিভি চ্যানেলে দেখা অত্যাধুনিক সুইমিং পুলে স্নানের ইচ্ছে পূরণ হয়ে যাচ্ছে চার থেকে চোদ্দ বছরের সঞ্চারিয়া লোহার থেকে এগ্নেস ওঁরাও-দের। ফাইল ছবি।