চুপির চর

Summer Vacation Trip: কলকাতার একেবারে কাছেই অপরূপ এই জায়গা! গরমের ছুটিতে একদিন অবশ্যই ঘুরে আসুন, না গেলে মিস করবেন

*পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর পাখিরালয় খুবই জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। জেলার এই পর্যটন কেন্দ্রে শীতকালে ঢল নামে পর্যটকদের। তবে কেবল শীতকালেই নয়, এ বার গ্রীষ্মেও আনাগোনা শুরু হয়েছে পর্যটকেদের। প্রতিবেদনঃ বনোয়ারীলাল চৌধুরী। ফাইল ছবি। 
*পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর পাখিরালয় খুবই জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। জেলার এই পর্যটন কেন্দ্রে শীতকালে ঢল নামে পর্যটকদের। তবে কেবল শীতকালেই নয়, এ বার গ্রীষ্মেও আনাগোনা শুরু হয়েছে পর্যটকেদের। প্রতিবেদনঃ বনোয়ারীলাল চৌধুরী। ফাইল ছবি।
*পূর্বস্থলীর পাখিরালয়ে পরিযায়ী পাখিদের টানে ছুটে আসেন বহু মানুষ। মূলত শীতের মরশুমে দেখা মেলে পরিযায়ী পাখিদের। তবে এবার আর শুধু শীতকালই নয়। গ্রীষ্মের মরশুমেও দেখা মিলছে নানান প্রজাতির পাখির। আর যাকে ঘিরে অফ সিজেনেই পূর্বস্থলীতে ভিড় করছেন পাখি প্রেমী তথা পর্যটকেরা। ফাইল ছবি। 
*পূর্বস্থলীর পাখিরালয়ে পরিযায়ী পাখিদের টানে ছুটে আসেন বহু মানুষ। মূলত শীতের মরশুমে দেখা মেলে পরিযায়ী পাখিদের। তবে এবার আর শুধু শীতকালই নয়। গ্রীষ্মের মরশুমেও দেখা মিলছে নানান প্রজাতির পাখির। আর যাকে ঘিরে অফ সিজেনেই পূর্বস্থলীতে ভিড় করছেন পাখি প্রেমী তথা পর্যটকেরা। ফাইল ছবি।
*এ প্রসঙ্গে পূর্বস্থলীর পাখিরালয়ের মাঝি জয়ন্ত প্রামানিক বলেন, "গ্রীষ্মকালীন পাখি এসেছে দেখেই আমাদের কাছ থেকে খবর পেয়েছেন পক্ষী প্রেমীরা৷ তাঁরা বড় বড় ক্যামেরা নিয়ে ছবি তুলতে এসেছেন। আমরা দূর্লভ পাখির সন্ধান দিয়েছি৷" ফাইল ছবি। 
*এ প্রসঙ্গে পূর্বস্থলীর পাখিরালয়ের মাঝি জয়ন্ত প্রামানিক বলেন, “গ্রীষ্মকালীন পাখি এসেছে দেখেই আমাদের কাছ থেকে খবর পেয়েছেন পক্ষী প্রেমীরা৷ তাঁরা বড় বড় ক্যামেরা নিয়ে ছবি তুলতে এসেছেন। আমরা দূর্লভ পাখির সন্ধান দিয়েছি৷” ফাইল ছবি।
*গ্রীষ্মকালে পূর্বস্থলীতে দেখা মিলছে ব্ল্যাক নেপড মোনার্ক, ইণ্ডিয়ান প্যারাডাইসের মতো পাখিদের। আর দূর্লভ প্রজাতীর পাখির ছবি তুলতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপক ভিড় করছেন চিত্রগ্রাহক তথা পর্যটকের। ফাইল ছবি। 
*গ্রীষ্মকালে পূর্বস্থলীতে দেখা মিলছে ব্ল্যাক নেপড মোনার্ক, ইণ্ডিয়ান প্যারাডাইসের মতো পাখিদের। আর দূর্লভ প্রজাতীর পাখির ছবি তুলতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপক ভিড় করছেন চিত্রগ্রাহক তথা পর্যটকের। ফাইল ছবি।
*এবার শুধু শীতকালেই নয়, সারাবছর ধরেই পূর্বস্থলীর পাখিরালয় পর্যটকদের পছন্দের জায়গা হতে চলেছে। সারা বছর ধরেই দেখা মিলছে বিভিন্ন প্রজাতির পাখির। পাখিপ্রেমী চিত্রগ্রাহকদের পছন্দের জায়গা হতে চলেছে এই পূর্বস্থলী। ফাইল ছবি। 
*এবার শুধু শীতকালেই নয়, সারাবছর ধরেই পূর্বস্থলীর পাখিরালয় পর্যটকদের পছন্দের জায়গা হতে চলেছে। সারা বছর ধরেই দেখা মিলছে বিভিন্ন প্রজাতির পাখির। পাখিপ্রেমী চিত্রগ্রাহকদের পছন্দের জায়গা হতে চলেছে এই পূর্বস্থলী। ফাইল ছবি।
*এ প্রসঙ্গে দমদমের বাসিন্দা চিত্রগ্রাহক কৃষ্ণেন্দু দাস বলেন, পাখিটির নাম কালো ঘাড় রাজন। আগে খুব দেখা যেত পাখিটি৷ এখন সচরাচর দেখা মেলেনা৷ গ্রীষ্মকালে এরা ডিম দেয়৷ দেখতে খুব ভালো লাগে৷ তাছাড়া এদের বাসাটা খুব সুন্দর করে৷ চায়ের কাপের মতো দেখতে৷ তাই আমরা এখন পূর্বস্থলীতে এমন সময় এসেছি। ফাইল ছবি। 
*এ প্রসঙ্গে দমদমের বাসিন্দা চিত্রগ্রাহক কৃষ্ণেন্দু দাস বলেন, পাখিটির নাম কালো ঘাড় রাজন। আগে খুব দেখা যেত পাখিটি৷ এখন সচরাচর দেখা মেলেনা৷ গ্রীষ্মকালে এরা ডিম দেয়৷ দেখতে খুব ভালো লাগে৷ তাছাড়া এদের বাসাটা খুব সুন্দর করে৷ চায়ের কাপের মতো দেখতে৷ তাই আমরা এখন পূর্বস্থলীতে এমন সময় এসেছি। ফাইল ছবি।
*পূর্বস্থলী ২ ব্লকের চুপির ছাড়ি গঙ্গায় তিন দশকেরও বেশি সময় ধরে উত্তর এশিয়া, ইউরোপ, সাইবেরিয়া, তিব্বত সহ বিভিন্ন দেশ থেকে আসে পরিযায়ী পাখি। তবে এ বার গ্রীষ্মকালেও দেখা মিলছে বিভিন্ন পাখির। শীতকাল নয় এবার গ্রীষ্মকালেও পাখি দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। ফাইল ছবি।
*পূর্বস্থলী ২ ব্লকের চুপির ছাড়ি গঙ্গায় তিন দশকেরও বেশি সময় ধরে উত্তর এশিয়া, ইউরোপ, সাইবেরিয়া, তিব্বত সহ বিভিন্ন দেশ থেকে আসে পরিযায়ী পাখি। তবে এ বার গ্রীষ্মকালেও দেখা মিলছে বিভিন্ন পাখির। শীতকাল নয় এবার গ্রীষ্মকালেও পাখি দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। ফাইল ছবি।