হঠাৎই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করে সকলকে চমকে দিয়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। বৃহস্পতিবার সকালে অবসরের কথা ঘোষণা করেন ছেত্রী।

Sunil Chhetri Retirement: ভারতীয় ফুটবলে একটি যুগের অবসান, অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, ৬ জুন শেষ ম্যাচ খেলবেন যুবভারতীতে

কলকাতা: ভারতের তারকা ফুটবলার তথা জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী বৃহস্পতিবার সকালে অবসরের কথা ঘোষণা করলেন। ৩৯ বছর বয়সে অবসর ঘোষণা সুনীলের ৷ আগামী ৬ জুন তিনি নিজের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নামবেন কলকাতার যুবভারতীতেই।

৬ জুন বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের যোগ্যতা অর্জনকারী পর্বে কুয়েতের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। ম্যাচটি কলকাতার সল্টলেক স্টেডিয়ামে হবে। সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য জানিয়ে এদিন ভিডিও পোস্ট করেন সুনীল ছেত্রী ৷

আরও পড়ুন- ফের ভোটের বঙ্গে নরেন্দ্র মোদি, ১৯-২০ মে দু’দিনে রাজ্যে ৬টি সভা করার কথা প্রধানমন্ত্রীর

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করেন সুনীল ছেত্রী। তিনি বলেন, “একটা দিনও জীবনে কখনও ভুলতে পারব। যে দিন দেশের জার্সি গায়ে প্রথম বার ভারতের হয়ে খেলতে নেমেছিলাম। অবিশ্বাস্য অনুভূতি ছিল। তবে তার আগের দিন সকালে জাতীয় দলে আমার প্রথম কোচ সুখী স্যর (সুখবিন্দর সিং) এসে আমাকে জানিয়েছিলেন, প্রথম একাদশে আমি রয়েছি। বলে বোঝাতে পারব না সেই অনুভূতিটা কেমন ছিল।”