Superhit Formula Of Money Making: প্রতি মাসে ৩ হাজার টাকা বিনিয়োগে ৪.৫০ কোটি রিটার্ন! জেনে নিন ‘এই’ সুপারহিট ফর্মুলা

কথায় বলে, মানুষ অভ্যাসের দাস। সকাল থেকে রাত পর্যন্ত সে ঘুম থেকে ওঠে, কাজ করে, খায়, আবার ঘুমোতে যায়। সবটাই অভ্যাস। কিন্তু সবচেয়ে ভাল অভ্যাস হল বিনিয়োগ। এমনটাই বলেন আর্থিক বিশেষজ্ঞরা।
কথায় বলে, মানুষ অভ্যাসের দাস। সকাল থেকে রাত পর্যন্ত সে ঘুম থেকে ওঠে, কাজ করে, খায়, আবার ঘুমোতে যায়। সবটাই অভ্যাস। কিন্তু সবচেয়ে ভাল অভ্যাস হল বিনিয়োগ। এমনটাই বলেন আর্থিক বিশেষজ্ঞরা।
বিনিয়োগ যত তাড়াতাড়ি শুরু করা যায়, তত ভাল। কারণ সময় বেশি পাওয়া যাবে। ফলে কমপাউন্ডিংয়ের সুবিধা মিলবে বেশি। আর যত বেশি কমপান্ডিংয়ের সুবিধা মিলবে, রিটার্নও তত বাড়বে। অনেকে প্রশ্ন করেন, অল্প রোজগার বিনিয়োগ করব কীভাবে? বিশেষজ্ঞরা বলছেন, সামান্য টাকা বিনিয়োগ করেও শুধু মোটা টাকা নয়, কোটিপতি হওয়া যায়। শুধু বিনিয়োগের অভ্যাস তৈরি করতে হবে।
বিনিয়োগ যত তাড়াতাড়ি শুরু করা যায়, তত ভাল। কারণ সময় বেশি পাওয়া যাবে। ফলে কমপাউন্ডিংয়ের সুবিধা মিলবে বেশি। আর যত বেশি কমপান্ডিংয়ের সুবিধা মিলবে, রিটার্নও তত বাড়বে। অনেকে প্রশ্ন করেন, অল্প রোজগার বিনিয়োগ করব কীভাবে? বিশেষজ্ঞরা বলছেন, সামান্য টাকা বিনিয়োগ করেও শুধু মোটা টাকা নয়, কোটিপতি হওয়া যায়। শুধু বিনিয়োগের অভ্যাস তৈরি করতে হবে।
দীর্ঘমেয়াদি বিনিয়োগকে সবচেয়ে লাভজনক বলা হয়। ১০, ১৫ বা ২০ বছর টানা বিনিয়োগকে দীর্ঘমেয়াদ বলা যেতে পারে। তবে এসআইপির জন্য ৩০ বছর মেয়াদ আদর্শ। এখন কেউ যদি প্রতি মাসে ৩ হাজার টাকা ৩০ বছর ধরে একটানা বিনিয়োগ করে যান, তাহলে তিনি কত টাকা রিটার্ন পাবেন?
দীর্ঘমেয়াদি বিনিয়োগকে সবচেয়ে লাভজনক বলা হয়। ১০, ১৫ বা ২০ বছর টানা বিনিয়োগকে দীর্ঘমেয়াদ বলা যেতে পারে। তবে এসআইপির জন্য ৩০ বছর মেয়াদ আদর্শ। এখন কেউ যদি প্রতি মাসে ৩ হাজার টাকা ৩০ বছর ধরে একটানা বিনিয়োগ করে যান, তাহলে তিনি কত টাকা রিটার্ন পাবেন?
এসআইপি ক্যালকুলেটর অনুযায়ী, ১৫ শতাংশ গড় রিটার্ন ধরে নিলে ৩ হাজার টাকার মাসিক বিনিয়োগ থেকে ৩০ বছরে ৪.৫০ কোটি টাকা পাওয়া যাবে। তবে এর জন্য প্রতি বছর বিনিয়োগের উপর ১০ শতাংশ হারে স্টেপআপ করতে হবে।
এসআইপি ক্যালকুলেটর অনুযায়ী, ১৫ শতাংশ গড় রিটার্ন ধরে নিলে ৩ হাজার টাকার মাসিক বিনিয়োগ থেকে ৩০ বছরে ৪.৫০ কোটি টাকা পাওয়া যাবে। তবে এর জন্য প্রতি বছর বিনিয়োগের উপর ১০ শতাংশ হারে স্টেপআপ করতে হবে।
তাহলে হিসাব কী দাঁড়াচ্ছে? এই বছর যদি কেউ ৩ হাজার টাকা বিনিয়োগ করেন, তাহলে পরের বছর ১০ শতাংশ তিনি বাড়াবেন। অর্থাৎ ৩,৩০০ টাকা বিনিয়োগ করবেন। পরের বছর আবার ১০ শতাংশ বাড়াতে হবে। এভাবে ৩০ বছর ধরে চালালে তাঁর মোট রিটার্ন দাঁড়াবে ৪,৫০,৬৬, ৮০৯ টাকা।
তাহলে হিসাব কী দাঁড়াচ্ছে? এই বছর যদি কেউ ৩ হাজার টাকা বিনিয়োগ করেন, তাহলে পরের বছর ১০ শতাংশ তিনি বাড়াবেন। অর্থাৎ ৩,৩০০ টাকা বিনিয়োগ করবেন। পরের বছর আবার ১০ শতাংশ বাড়াতে হবে। এভাবে ৩০ বছর ধরে চালালে তাঁর মোট রিটার্ন দাঁড়াবে ৪,৫০,৬৬, ৮০৯ টাকা।
এসআইপি ক্যালকুলেটরের হিসাব অনুযায়ী, এভাবে ১০ শতাংশ স্টেপআপে বিনিয়োগ চালিয়ে গেলে ৩০ বছরে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৫৯,২১,৭৮৫ টাকা। ১৫ শতাংশ হারে রিটার্ন ধরলে সুদ থেকে মিলবে ৩ কোটি ৯১ লাখ ৪৫ হাজার টাকা। তাহলে সুদ এবং আসল মিলিয়ে মোট রিটার্ন দাঁড়াচ্ছে ৪.৫০ কোটি টাকা। মাথায় রাখতে হবে, মিউচুয়াল ফান্ডে ঝুঁকি রয়েছে। তাই বিনিয়োগের আগে আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করা উচিত।
এসআইপি ক্যালকুলেটরের হিসাব অনুযায়ী, এভাবে ১০ শতাংশ স্টেপআপে বিনিয়োগ চালিয়ে গেলে ৩০ বছরে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৫৯,২১,৭৮৫ টাকা। ১৫ শতাংশ হারে রিটার্ন ধরলে সুদ থেকে মিলবে ৩ কোটি ৯১ লাখ ৪৫ হাজার টাকা। তাহলে সুদ এবং আসল মিলিয়ে মোট রিটার্ন দাঁড়াচ্ছে ৪.৫০ কোটি টাকা। মাথায় রাখতে হবে, মিউচুয়াল ফান্ডে ঝুঁকি রয়েছে। তাই বিনিয়োগের আগে আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করা উচিত।