পার্থ চট্টোপাধ্যায়

Partha Chatterjee: জামিন চেয়ে সর্বোচ্চ আদালতে পার্থ! সব পক্ষকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট

কলকাতাঃ এবার জামিন চেয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার মামলার শুনানি হয় বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভুঁইএার বেঞ্চে। পার্থর হয়ে সওয়াল করেন সিনিয়র আইনজাবী মুকুল রোহাতগি। দীর্ঘদিন জেলে আছেন তিনি। তদন্ত কবে শেষ হবে সে বিষয়ে এখনও স্পষ্ট ধারণা নেই। সব পক্ষকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুনঃ পার্থকে নিয়ে বড় সিদ্ধান্ত…! প্রাথমিক দুর্নীতি মামলায় বিরাট আপডেট! কী হতে চলেছে মঙ্গলবার?

সম্প্রতি গরুপাচার মামলায় জামিনে মুক্তি পেয়েছেন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। তিহাড় জেল থেকে ছাড়া পেয়ে গত মঙ্গলবার বীরভূমের বাড়িতে ফিরেছেন কেষ্ট মণ্ডল। আর এরপরেই গুঞ্জন শুরু হয়েছে প্রাথমিক দুর্নীতি মামলায় জেলবন্দি আরেক হেভিওয়েট তৃণমূল নেতা তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে।

সূত্রের খবর, এবার প্রাথমিক দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিতে তৎপর সিবিআই। শুধু পার্থ চট্টোপাধ্যায় নন এই মামলায় অয়ন শীলকেও হেফাজতে নিতে চাইছে সিবিআই। তাই আপাতত মুক্তি নয়, বরং বড় প্যাঁচে পড়ার সম্ভাবনা পার্থ চট্টোপাধ্যায়ের।

সোমবার নগর ও দায়রা আদালতের বিশেষ সিবিআই কোর্টে ইতিমধ্যেই সিবিআই-এর তরফে এই আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার দুজনকেই আদালতে হাজির করানোর সম্ভাবনা আছে। সূত্রের খবর আজই ‘শোন অ্যারেস্ট’ করা হতে পারে পার্থ চট্টোপাধ্যায় ও অয়ন শীলকে।

সূত্রের খবর, নগর ও দায়রা আদালতে আজ, মঙ্গলবার পার্থ ও অয়নকে তোলা হবে। শুনানির পর তাঁদের হেফাজতে পেতে পারে সিবিআই। সকাল সাড়ে দশটা নাগাদ কোর্টে নিয়ে আসা হবে দুজনকে। ১২ টায় শুনানি শুরু হবে বলেই সূত্রের খবর।