(Photo Courtesy- AP)

IND vs BAN: পঞ্চম দিনের সকালেই ধসে গেল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস, জয়ের জন্য ভারতের টার্গেট ৯৫

কানপুর: ৩ দিন বৃষ্টি হওয়ায় ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ড্র হবে বলে অনেকেই মনে করেছিল। কিন্তু চতুর্থ দিন পুরো খেলা হতেই পাল্টে যায় সব হিসেব। ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে জয়ের পথ বার করে ফেলে টিম ইন্ডিয়া। পঞ্চম দিনের সকালে বাংলাদেশের একের পর এক উইকেট ধসিয়ে দিয়ে জয়ের দোরগোড়ায় পৌছে গিয়েছে টিম ইন্ডিয়া। ১৪৬ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।

চতুর্থ দিনের শেষে বাংলাদেশের স্কোর ছিল ২ উইকেটে ২৬ রান। পঞ্চম দিনের সকাল থেকেই ভারতীয় বোলারদের দাপটে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ওপেনার শাদমান ইসলামের ৫০ রানের ইনিংস ও মুশফিকুর রহমিরে ৩৭ রানের ইনিংস ছাড়া কোনও বাংলাদেশি ব্যাটার দাঁড়াতেই পারেনি ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে। বিশেষ করে অশ্বিন-জাদেজার ভেলকির কাছে দ্বিতীয় ইনিংসে আত্মসমর্পন করে ‘টাইগার্সরা’।

পঞ্চম দিনের প্রথম সেশনেই ৮ উইকেট নিয়ে নেয় ভারতীয় দল। সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া একটি উইকেট নেন আকাশ দীপ। চতুর্থ দিনে খেলা শুরু হওয়ার পর যেভাবে আক্রমণাত্মক অধিনায়কত্ব করেছেন রোহিত শর্মা তার প্রশংসা করেছেন সকলেই। ১৪৬ রানে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে যায়। জয়ের জন্য ভারতের টার্গেট ৯৫ রান।

আরও পড়ুনঃRavichandran Ashwin: বিশ্বের প্রথম বোলার হিসেবে ইতিহাস তৈরি করলেন রবিচন্দ্রন অশ্বিন, গর্বিত করলেন দেশকে

প্রসঙ্গত, কানপুর টেস্টে প্রথম দিন যখন বৃষ্টির কারণে খেলা বন্ধ হয় বাংলাদেশের স্কোর ছিল ৩৫ ওভারে ১০৭ রানে ৩ উইকেট। তারপর তৃতীয় দিন পর্যন্ত একবলও খেলা হয়নি। চতুর্থ দিন খেলা শুরু হতেই ম্যাচের ফলাফলের জন্য মরিয়া হয়ে ওঠে ভারত। বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২৩৩ রানে। প্রথম ইনিংসে রান তাড়া করতে নেমে টি-২০ ক্রিকেটের মেজাজে ব্যাট করে ভারতীয় দল। ৩৪.৪ ওভারে ২৮৫ রানে ইনিংস ডিক্লেয়ার করে দেয় টিম ইন্ডিয়া। ৫২ রানের লিড পেয়েছিল রোহিতরা।