সুপ্রিম-নির্দেশ

Supreme Court: ‘আমাকে খুন করা হতে পারে’, বাংলার আইনজীবীর মামলা খারিজ করে সুপ্রিম-জবাব, ‘হাইকোর্টে যান’

নয়াদিল্লি: সন্দেশখালি এবং আরজি কর মামলায় অংশগ্রহণের জন্য কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসন সুনির্দিষ্ট ভাবে টার্গেট করছে। এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ পশ্চিমবঙ্গের আইনজীবী সংযুক্তা সামন্ত। তাকে খুন করা হতে পারে বলেও সুপ্রিম কোর্টে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সরাসরিভাবে অভিযোগ তোলেন কলকাতা হাইকোর্টে পাবলিক প্রসিকিউটরের বিরুদ্ধে। তিনি অভিযুক্তদের পক্ষেই কাজ করছেন।

সোমবার বিচারপতি বি আর গাভাইয়ের এজলাসে অভিযোগকারী আইনজীবীর তরফে দাবি করা হয়, কলকাতা হাইকোর্টে পাবলিক প্রসিকিউটর তৃণমূল ক্যাডারের মতো কাজ করছেন। তার কেস ডায়েরি পরিবর্তন করা হয়েছে। পশ্চিমবঙ্গের সিআইডি তথ্য প্রমাণ লোপাটে সহযোগিতা করছে। তৃণমূল শাসিত রাজ্যে মামলা করার জন্যই তাকে এই বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ ওই আইনজীবীর।

আরও পড়ুন: ‘কীসের ভিত্তিতে গ্রেফতার, কেনই বা ছেড়ে দেওয়া!’ নবান্ন অভিযানে চার ছাত্রকে নিয়ে প্রশ্ন বিচারপতির

যদিও আইনজীবী সংযুক্তা সামন্তর আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। তাকে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেওয়া হয়।

অভিযোগকারী আইনজীবী কেন কলকাতা হাইকোর্টে যাননি, সুপ্রিম কোর্টের এই প্রশ্নে তিনি জানান, ”সকলে তাকে হেনস্থা করছে। তার বক্তব্য নিয়ে হাসাহাসি করছে।”