দুটো বিয়ের শাস্তি!

Supreme Court on bigamy: স্বামী থাকতেও আবার বিয়ে! কড়া শাস্তি দিয়ে দম্পতিকে হাজতে পাঠাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: একই সঙ্গে দু’টি করে বিপাকে পড়লেন এক দম্পতি। তাঁদের ছ’মাসের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। শুধু তাই নয়, এই দম্পতির একটি ছ’বছরের শিশুও রয়েছে। তার কথা চিন্তা করে দু’জনের মধ্যে প্রথম ছ’মাস সেই মহিলার দ্বিতীয় স্বামীকে জেলে থাকতে হবে। মেয়াদ শেষ হলে যাবেন স্ত্রী।

আরও পড়ুন: প্রসবের সময় মারা যান স্ত্রী! দেহ সৎকার করে চিতাভস্ম থেকে যা পাওয়া গেল… জানলে আপনিও শিউরে উঠবেন

জানা গিয়েছে, মহিলার প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে মামলা চলছিল। সেই মামলা মেটার আগেই তিনি আবার বিয়ে করেন। ঘটনা জানার পরে মহিলার প্রথম স্বামী তার বিরুদ্ধে একসঙ্গে দু’টি বিয়ে করার অভিযোগে মামলা দায়ের করেন। মাদ্রাজ হাই কোর্ট অভিযুক্ত মহিলা এবং তাঁর দ্বিতীয় স্বামীকে একই সঙ্গে দুই বিয়ে করার জন্য শাস্তি দেয়। শাস্তি হিসাবে ওই দম্পতিকে বলা হয়, যতক্ষণ না ওই দিনের মতো আদালতের কাজ শেষ হয় ততক্ষণ মহিলা এবং তার দ্বিতীয় স্বামীকে এজলাসে আটকে থাকতে হবে।

আরও পড়ুন: বিমানে বারবার বললেও কিছুই খাননি যাত্রী, বিমানসেবিকার সন্দেহ হতেই যা ঘটল… জানলে চোখ কপালে উঠবে

প্রথম স্বামী মাদ্রাজ হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্টে বিচারপতি সিটি রবিকুমার এবং বিচারপতি সঞ্জয় কুমার ওই মহিলা এবং তাঁর দ্বিতীয় স্বামীকে বড় শাস্তির নির্দেশ দেন। এক দিন হাই কোর্টে আটকে থাকা নয়, তাদের ছ’মাসের কারাদণ্ডে দণ্ডিত করে সুপ্রিম কোর্ট। তবে দম্পতির ৬ বছরের সন্তান থাকায় সন্তানের কথা ভেবে দ’জন করে আলাদা আলাদা করে কারাবাসের নির্দেশ দেওয়া হয়। প্রথম পর্বে, মহিলার দ্বিতীয় স্বামীকে জেলে থাকতে হবে। মেয়াদ শেষ হলে হাজতবাস করবে মহিলা।