উত্তাল বাংলাদেশ

Bangladesh quota protest: সুপ্রিম কোর্টের রায়েও শান্তি ফিরল না বাংলাদেশে, সংরক্ষণ সম্পূর্ণ তোলার দাবি বিক্ষোভকারীদের

ঢাকা: রবিবারই সংরক্ষণ নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। হাইকোর্টের পূর্ববর্তী রায় খারিজ করে সে দেশের সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগই হবে মেধার ভিত্তিতে৷ বাকি ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধাদের আত্মীয়-উত্তরপুরুষের জন্য, ১ শতাংশ আদিবাসী এবং বাকি ১ শতাংশ তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধীদের জন্য।

আরও পড়ুন: ছাত্রকে আপত্তিকর ছবি পাঠিয়ে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ! গ্রেফতার স্কুল শিক্ষিকা

মনে করা হচ্ছিল, সুপ্রিম কোর্টের এই রায়ে গত কয়েক দিন ধরে চলা রক্তাক্ষয়ী সংঘর্ষ কিছুটা থামবে। কিন্তু বাস্তবে তা ঘটল না। আন্দোলনকারীরা জানিয়েছেন, বাংলাদেশে সংরক্ষণ ব্যবস্থা সম্পূর্ণ না ওঠা পর্যন্ত আন্দোলন চলবে, সুপ্রিম কোর্টের রায়ে তা শান্ত হওয়ার কোনও প্রশ্নই নেই। তাই সরকারি চাকরিতে আসন সংরক্ষণের পরিমাণ ৫৬ শতাংশ থেকে কমে ৭ শতাংশ হলেও বাংলাদেশে শান্তি ফেরার কোনও লক্ষণই নেই।

আরও পড়ুন: আগামী আইপিএলে মুম্বই দলে বড় ভাঙনের সম্ভাবনা, দল ছাড়তে পারেন দুই বিশ্বকাপজয়ী তারকা

প্রসঙ্গত বাংলাদেশে শান্তি ফেরাতে সেখানকার পুলিশ এর আগেই কঠোর ভাবে কার্ফু জারি করেছিল, সেই সঙ্গে ‘শুট অ্যাট সাইট’ নির্দেশও জারি করা হয়। শেষ খবর পাওয়া খবর পর্যন্ত জানা গিয়েছে, বাংলাদেশে আন্দোলনকারী এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত মোট ১৩৩ জনের মৃত্যু হয়েছে। বিক্ষোভ থামাতে পুলিশের সঙ্গেই পথে নামতে হয়েছে সেনাকে। দেশের নিরাপত্তা এবং শান্তি ফেরাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী পদক্ষেপ নেন সেটাই দেখার।