Maniktala by election

West Bengal Assembly by elections 2024: দুয়ারে উপনির্বাচন, মানিকতলায় প্রার্থী হওয়ার সম্ভাবনা সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তির

কলকাতা: লোকসভা ভোট মিটতেই ঘোষণা হয়েছে গিয়েছে বিধানসভা উপনির্বাচনের। চারটি কেন্দ্রে উপনির্বাচনের মধ্যে উপনির্বাচনের মধ্যেই উপনির্বাচন হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের ছেড়ে যাওয়া আসনে। সেই নিয়ে মঙ্গলবার বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: বড় বিপর্যয়, বন্ধ করে দেওয়া হল সিকিম-বাংলা সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক

এদিন প্রায় ৪০ মিনিটের মতো বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধন পাণ্ডেরর স্ত্রী সুপ্তি পাণ্ডের প্রতি এদিন আস্থা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে সুপ্তি পাণ্ডেকে মানিকতলা কেন্দ্রের প্রার্থী করার পক্ষে অনেকে মত দিয়েছেন বলেই সূত্রের খবর। শুধু তাই নয়, মানিকতলার উপনির্বাচনে ওই কেন্দ্রের কনভেনরের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই সঙ্গে মানিকতলা বিধানসভার চিফ ইলেকশন এজেন্ট করা হয়েছে অনিন্দ্য কিশোর রায়ুতকে। বৈঠকে আজ মমতা ব্যানার্জী বলেন “সাধনদা আমাদের অনেক পুরনো দিনের কর্মী, বৌদি আমার খুব প্রিয়, তোমরা সবাই মিলে একসাথে কাজ করবে, দল নাম ঘোষণা করবে খুব দ্রুত”।

নির্বাচন কমিশন ১০ জুলাই ভোট হওয়ার কথা ঘোষণা করেছে চারটি বিধানসভা কেন্দ্রে। ১৩ তারিখ ভোট গণনা হওয়ার কথা ওই চারটি কেন্দ্রে। মানিকতলা বিধানসভা কেন্দ্রটি প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুর পরে ফাঁকা হয়ে যায়।  প্রসঙ্গত, মানিকতলা বিধানসভায় কলকাতা পুরসভার অন্তর্গত ৮টি ওয়ার্ড রয়েছে। যার মধ্যে দু’টি ওয়ার্ডে লোকসভা নির্বাচনে পিছিয়ে রয়েছে তৃণমূল।