শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: ‘পরিবর্তন অবশ্যম্ভাবী, সোচ্চার হলেই গারদের ভেতরে ভরে দিচ্ছে সরকার…!’ সায়নের মুক্তির নির্দেশের পর বললেন শুভেন্দু অধিকারী

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘‘আজ, শনিবার বেলা দু’টোর মধ্যে সায়ন লাহিড়ীকে মুক্তি দিতে হবে।’’ গতকাল, শুক্রবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এমনটাই নির্দেশ দিয়েছেন। নবান্ন অভিযানের ডাক দেওয়া ছাত্র সমাজের অন্যতম আহ্বায়ক সায়ন লাহিড়ীকে গ্রেফতার করার পরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘‘কলকাতা পুলিশ অন্যায় ভাবে গ্রেফতার করেছে সায়নকে। আমরা ওর নিঃশর্ত মুক্তি চাই।’’

আরও পড়ুন– ভারতের তৃতীয় ধনী অভিনেতা, তাঁর প্রেমে পাগল ছিলেন টাবু, ৬৫ বছর বয়সে ৩১০০ কোটি টাকার মালিক এই সুপারস্টার

পাশাপাশি আইনি লড়াইয়েও সায়ন লাহিড়ী এবং তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু। আর এবার সায়নকে আজ, শনিবার বেলা দুটোর মধ্যে মুক্তির নির্দেশের পরপরই শুভেন্দু অধিকারী নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এগিয়ে চলো। তরুণী ও তরুণদের হাতেই পরিত্রাণ পাবে পশ্চিমবঙ্গ। রাজ্যে অন্যায় অবিচার অরাজকতার বিরুদ্ধে সোচ্চার হলেই গারদের ভেতরে ভরে দিচ্ছে সরকার।লড়াই চালিয়ে যাও, আওয়াজ ওঠাও, পরিবর্তন অবশ্যম্ভাবী…।’’

আরও পড়ুন– একই নামের তিনটি সিনেমা! তিনটিই ঝড় তুলেছিল বক্স অফিসে, বলিউডের এই কাহিনি আপনাকেও অবাক করবে

প্রসঙ্গত, ২৭ অগাস্ট আরজি কর কাণ্ডের প্রতিবাদে ‘নবান্ন অভিযান’-এর ডাক দিয়েছিল ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’। অভিযান শেষ হওয়ার পর একটি টেলিভিশন টক শো-তে অংশগ্রহণ করে বেরলেই পুলিশ সায়নকে প্রথমে আটক করে। এবং পরে একাধিক জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয় সায়নকে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ সংগঠনের অন্যতম মুখ সায়ন লাহিড়ীকে এরপর আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার আবেদন জানানো হয় আদালতে। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলার পরিপ্রেক্ষিতে সায়ন লাহিড়ীকে আদালত ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পরবর্তী সময়ে সায়নের মা অঞ্জলি লাহিড়ীর পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা শুক্রবার বেলা দুটোর মধ্যে সায়ন লাহিড়ীকে মুক্তি দেওয়ার পাশাপাশি সায়নের বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না বলেও জানান।