শুভেন্দু অধিকারী (ফাইল ছবি)

Suvendu Adhikari on Bengal BJP Result: বঙ্গে লোকসভা ভোটে ভরাডুবির দায় কার? শুভেন্দু অধিকারী বললেন, ‘আমার না’, তাহলে?

কলকাতা: দিলীপ ঘোষদের বার্তা শুভেন্দু অধিকারীর। বঙ্গে লোকসভা ভোটে ভরাডুবির দায় কার? পদ্ম শিবিরের অন্দরেই যখন শুরু হয়েছে তরজা ঠিক তখনই এবার নাম না করে সেই সমস্ত নেতাদের ‘জবাব’ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ-সহ অন্যান্যরা যখন নাম না করে লোকসভা ভোটে বঙ্গে পদ্মের বিপর্যয় ইস্যুতে একাধিক নেতারা নিশানা করে টার্গেট করছেন শুভেন্দু অধিকারী-সুকান্ত মজুমদারদের, তখন কিছুটা অভিমানের সুর শুভেন্দু অধিকারীর গলায়। লোকসভা নির্বাচনে ভরাডুবির দায় যে তাঁর নয় তা স্পষ্ট করে শুভেন্দু বললেন, ‘আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়া ও নানাভাবে অনেকেই তির্যক মন্তব্য করছেন। আমি দলের ভিতরের কথা কখনও প্রকাশ্যে বলি না। আমি বিজেপি করি, অনেকে আমাকে পুরস্কার দেন না কেউ তিরস্কারও দিতে পারেন। ফল ভাল হলে নিজেরা ক্রেডিট নেন। আর খারাপ হলে আমার ঘাড়ে দোষ চাপান। কিন্তু আমি কখনওই দলের অভ্যন্তরীণ বিষয় বাইরে বলি না। সামগ্রিক ভাবে আমি পার্টিকে প্রতিনিধিত্ব করিও না। সংগঠন করি। আমি সাংগঠনিক বিষয়ে হস্তক্ষেপ করি না। আগামী দিনেও করব না।’

আরও পড়ুন: JEE পাশ না করলেও চিন্তা নেই, এই ৮ জায়গায় B-TECH করার দারুণ সুযোগ! কলকাতার কোন কলেজ?

শুভেন্দু অধিকারীর দাবি, ‘প্রার্থী বাছাই থেকে প্রচার, দল যে দায়িত্ব দেয় সেটাই আমি পালন করি। আমার জেলার ক্ষেত্রেও রাজ্য কমিটির নির্দেশ পালন করে সাংগঠনিক নেতারা। আমি শুধুমাত্র পরামর্শ দি । আমি শুধুমাত্র কোর কমিটির সদস্য। সেই বৈঠকে কখনও কখনও বলি। আবার অনেক সময় বলিও না। আমি সরকারি কোনও গাড়িও ব্যবহার করি না। দলের টাকায় গাড়ির তেলও ভরাই না।’ কয়েকদিন পরেই রাজ্যে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ পদ্ম শিবির।

আরও পড়ুন: তীব্র গরমে আর স্কুল নয়, বিরাট সিদ্ধান্ত সরকারের! লাখ-লাখ পড়ুয়ার জন্য বড় স্বস্তির খবর

এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কে প্রার্থী হবেন কে হবেন না সেটা একেবারেই সাংগঠনিক বিষয়। আমাকে দল যেখানে প্রচারে যেতে বলবে বা যা কাজ দেবে তা পালন করব। দল যদি বলে রায়গঞ্জে যেতে হবে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে আমি যাব। সেখানে গাড়ির তেলের খরচ থেকে হোটেলে থাকার প্রয়োজন হলে সেই খরচও দলের তহবিল থেকে নয়, আমার ব্যক্তিগত বৈধ রোজগারের টাকা থেকেই করব।’

প্রসঙ্গত, লোকসভা ভোটের ফলাফল সামনে আসার পরপরই বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁর পরাজয়ের নেপথ্যে দলের একাংশের চক্রান্তকে দায়ী করে নাম না করে দলীয় নেতাদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ভোটে জিতলেও দলের সামগ্রিক বিপর্যয়ের কারণ হিসেবে দলের শীর্ষ নেতাদের একাংশকেই নিশানা করেন। ঠিক এই প্রেক্ষাপটে বুধবার সন্ধেয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবার শুভেন্দু অধিকারী স্পষ্ট বুঝিয়ে দিলেন বঙ্গে লোকসভা ভোটে বিপর্যয়ের দায় তাঁর নয়।

ভেঙ্কটেশ্বর লাহিড়ী