চোপড়া-কোচবিহার নিয়ে উত্তাল রাজ্য

Suvendu Adhikari: চোপড়া-কোচবিহার নিয়ে উত্তাল রাজ্য, ‘গণপিটুনি’ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি, মুখ্যসচিবকে চিঠি লিখছেন শুভেন্দু

কলকাতা: চোপড়া এবং কোচবিহারের ঘটনা নিয়ে মুখ্যসচিবকে চিঠি লিখতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,’ দুটি ঘটনায় সিবিআই তদন্তের বিষয়ে রাজ্য যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, মুখ্য সচিবের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে দুটি ঘটনায় সিবিআইকে ঘটনার তদন্তভার যাতে উনি দেন সেই মর্মেই চিঠি লিখে সেই দাবি জানাবো।’‌

মুখ্য সচিবকে চিঠি লেখার পরেও পদক্ষেপ না নিলে সোমবার রাতে সাংবাদিকদের কাছে আদালতে যাওয়ার ইঙ্গিতও দেন শুভেন্দু।‌ প্রসঙ্গত, কোচবিহারে বিজেপি করার অপরাধে এক মহিলার ওপর অমানবিক অত্যাচারের অভিযোগের রেশ কাটতে না কাটতেই চোপড়া ভিডিও কাণ্ডে এখন সরগরম রাজ্য রাজনীতি৷

যুগল নিগ্রহের ভিডিও প্রকাশ্যে এনে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বিষয়টি নিয়ে সোমবার রাজ্য বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির মহিলা বিধায়করা। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে কোচবিহারে ঘটনা সরেজমিনে খতিয়ে দেখতে‌ যান রাজ্য বিজেপির মহিলা মোর্চার এক প্রতিনিধি দল। নিউজ 18 বাংলা চোপড়ার ভিডিওর সত্যতা যাচাই না করলেও সেই হাড়হিম ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণীকে রাস্তায় ফেলে কঞ্চির ছড়া দিয়ে বেধড়ক মারধর করছেন এক ব্যক্তি৷ মারধর করা হচ্ছে পাশে থাকা এক তরুণকেও৷ যিনি মারধর করছেন তাঁকে স্থানীয়রা তৃণমূল নেতা তাজম্মুল বলে চিহ্নিত করেছেন। ওই নেতা এলাকায় পরিচিত ‘জেসিবি’ নামে৷ পরে অবশ্য অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে৷

অভিযুক্ত তৃণমূল নেতাকে চোপড়ার শাহজাহান বলে কটাক্ষ করে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে চোপড়া এবং কোচবিহার ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়া হোক এই দাবি আগেই জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখে মুখ্যমন্ত্রী যাতে ঘটনার তদন্তভার সিবিআইকে হস্তান্তর করেন সেই দাবি জানাতে চলেছেন বিরোধী দলনেতা। তাঁর চিঠি লেখার পরও যদি নীরব থাকে সরকার তাহলে সিবিআই তদন্তের আবেদন জানিয়ে আদালতে যাওয়ারও স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু অধিকারী।

ভেঙ্কটেশ্বর লাহিড়ী