সুকান্তকে বিরাট 'জবাব' শুভেন্দুর (File Photo)

Suvendu Adhikari: সংখ্যালঘু ‘ত্যাগ’ ইস্যুতে শুভেন্দুর পাশে নেই সুকান্ত, সুকান্তকে বিরাট ‘জবাব’ শুভেন্দুর !

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: সংখ্যালঘু ‘ত্যাগ’ ইস্যুতে শুভেন্দু অধিকারীর ‘মত’ দলের মত নয় বলে আরও একবার স্পষ্ট করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে জবাব দিতে গিয়ে পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, ‘‘বিজেপি রাজ্য সভাপতি হিসেবে উনি স্বীকার করুন বা না করুন আমার মতের সঙ্গে ওনাকে সহমত হতেই হবে।‌ প্রকাশ্যে না করলেও মনে মনে করতেই হবে।’’

আরও পড়ুন– রাশিফল ১৯ জুলাই; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

শুভেন্দু আরও বলেন, ‘‘দলের রাজ্য‌ সভাপতি কিংবা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী হিসেবে যিনি ‘ফর দা পিপল’, ‘বাই দা পিপল’, ‘অফ দ্য পিপল’ বলে শপথ নিয়েছেন, ওনার পক্ষে প্রকাশ্যে আমার বক্তব্যকে সমর্থন করার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে। তাই প্রকাশ্যে বলতে পারবেন না। তবে আমি আমার পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে বলেছি। আমি এই নীতিতেই বিশ্বাস করি। এই নীতিতেই কাজ করি। আমার নির্বাচনী কেন্দ্রেও আমি এই নীতিতেই কাজ করি।’’

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, ‘‘দলের স্ট্যান্ড আমরা পরিষ্কার করে দিয়েছি। যেটা দলের স্ট্যান্ড সেটাই হচ্ছে আমাদের সকলের স্ট্যান্ড। কেউ তাঁর ব্যক্তিগত অভিমত জানাতেই পারেন। তবে পার্টির মত নরেন্দ্র মোদির পথ। সবার সঙ্গে সবার উন্নয়নে পাশে থাকাই আমাদের অবস্থান। আমরা জানি সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেবেন না। ভোট পাব না। তাতে অসুবিধার কিছু নেই। মোদিজির স্লোগানকে পাথেয় করেই আমরা এগিয়ে যাব।’’

আরও পড়ুন– ‘এমন মানুষদের লজ্জা হওয়া উচিত’; আইএএস পূজা খেড়কর মামলায় মুখ খুললেন এক আইপিএস অফিসার

বুধবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে লোকসভা ভোটে বিপর্যয়ের পর প্রথম বর্ধিত রাজ্য কমিটির কর্মসমিতির বৈঠকে প্রকাশ্য সভায় শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আপনারও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আমি আর বলব না। এবার বলব যো হামারে সাথ। হম উনকা সাথ।’’

শুভেন্দু অধিকারীর এই ‘বিতর্কিত’ বক্তব্যের পরপরই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। একুশের পর চব্বিশেও বাংলায় ভরাডুবি হয়েছে বিজেপির। সংখ্যালঘুরাও বিজেপির থেকে মুখ ফিরিয়েছে। এই পরিস্থিতিতে বুধবার কলকাতায় বিজেপির বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে বিস্ফোরক মন্তব্য করে শুভেন্দু অধিকারী এও বলেছিলেন, ‘‘আমি বলেছি রাষ্ট্রবাদী মুসলিম। আপনারও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলব না। বলব, যো হামারে সাথ। হম উনকা সাথ। সবকা সাথ সবকা বিকাশ বনধ করো। নো নিড সংখ্যালঘু মোর্চা।’’

যদিও পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে শুভেন্দু বলেন, ‘‘আমি যা বলেছি সেটা আমার ব্যক্তিগত মত। এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্লোগান বা কেন্দ্রীয় সরকারের উন্নয়নের কোনও সম্পর্ক নেই।’’ এই নিয়ে চর্চা এখনও অব্যাহত বিজেপি অন্দরেও।‌ যার নতুন সংযোজন‌, শুভেন্দুর বক্তব্যকে সরাসরি খারিজ করলেন বিরোধী দলনেতার দলেরই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাল্টা সুকান্তকে তাঁর ‘মত’ মনে মনে মানতেই হবে বলে স্পষ্ট জানালেন শুভেন্দু অধিকারী। ‌