ভেঙে দেওয়া হচ্ছে বেআইনি নির্মাণ 

South 24 Parganas News: ভাঙা হল বেআইনি নির্মাণ! জয়নগরে হুঁশিয়ারি দিল পৌরসভা

জয়নগর: কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বেআইনি নির্মাণ ভেঙে দিলো প্রশাসন জয়নগরে।২০১৮ সালে জয়নগর মজিলপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের উওরপাড়ার বাসিন্দা অভিজিৎ সরকার কলকাতা হাইকোর্টে পৌরসভার ১১ নং ওয়ার্ডের ডোম পাড়ায় আলম লস্কর নামে এক ব্যক্তির বেআইনি নির্মাণ কাজ নিয়ে জনস্বার্থে মামলা দায়ের করেন। তিনি মামলায় উল্লেখ করেন আলম লস্কর নামে এক ব্যক্তি সরকারি জলনিকাশী নালার ওপর বেআইনি নির্মাণ কাজ করায় জল পথ বন্ধ হয়ে গেছে,জলপথ পরিস্কার করার জায়গা পর্যন্ত নেই। তাই অবিলম্বে এই বেআইনি নির্মাণ কাজ ভেঙে জলনিকাশী নালার জলপথ বের করার আবেদন জানায়।

আরও পড়ুন: গঙ্গাসাগরে সেতুবন্ধন! শুরু হল মুড়িগঙ্গায় সেতু তৈরির প্রক্রিয়া 

দীর্ঘ কয়েক বছর ধরে এই মামলা চলার পর অবশেষে গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি এই বেআইনি নির্মাণ কাজ ভেঙে দেওয়ার পক্ষে রায় দেয়। আর তার পরেই জয়নগর ১ নং বিডিও পূর্ণেন্দু স্যানাল, জয়নগর থানার আই সি পার্থ সারথি পাল,জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার,ভাইস চেয়ারম্যান রথীন কুমার মন্ডল, স্থানীয় কাউন্সিলার নব গোপাল গাঙ্গুলি, মামলাকারী অভিজিৎ সরকারের উপস্থিতিতে ওই বেআইনি নির্মাণ কাজ ভেঙে দেওয়া হয়।এদিন এই নির্মাণ কাজ ভেঙে দেওয়ার সময় যে কোনও ধরনের অশান্তি এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার বলেন,রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বেআইনি নির্মাণ নিয়ে কঠোর সমালোচনা করেছেন। আর এই পৌরসভায় বেআইনি ভাবে নির্মাণ কাজ ভেঙে দেওয়া হবে এবার সরকারি নিয়ম মেনেই।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা