ভাদ্রমাস এখনও আসেনি। কিন্তু বাজারে এসে গিয়েছে প্রচুর পরিমাণে পাকা তাল। ফলে ঘরে ঘরে তৈরি হচ্ছে তালের বড়া। এছাড়াও পাকা তালের শাঁস দিয়ে তৈরি হয় তালসত্ত্ব, তালক্ষীর, তালের সেঁকা পিঠে, তালসাপটা-সহ রকমারি পদ। বাঙালির কাছে এর স্বাদ এড়িয়ে যাওয়া বেশ কঠিন। জন্মাষ্টমীর আগে ও পরে এ সময় বাঙালির ঘরে ঘরে আমোদিত হয় তালের সুবাসে।

Taaler Bora in Blood Sugar: আসছে ভাদ্রমাস, অঢেল উপকারী হলেও ডায়াবেটিসে কি তালের বড়া খাওয়া যায়? পাকা তাল খেলে কতটা বাড়ে ব্লাড সুগার? জানুন

ভাদ্রমাস এখনও আসেনি। কিন্তু বাজারে এসে গিয়েছে প্রচুর পরিমাণে পাকা তাল। ফলে ঘরে ঘরে তৈরি হচ্ছে তালের বড়া। এছাড়াও পাকা তালের শাঁস দিয়ে তৈরি হয় তালসত্ত্ব, তালক্ষীর, তালের সেঁকা পিঠে, তালসাপটা-সহ রকমারি পদ। বাঙালির কাছে এর স্বাদ এড়িয়ে যাওয়া বেশ কঠিন। জন্মাষ্টমীর আগে ও পরে এ সময় বাঙালির ঘরে ঘরে আমোদিত হয় তালের সুবাসে।
ভাদ্রমাস এখনও আসেনি। কিন্তু বাজারে এসে গিয়েছে প্রচুর পরিমাণে পাকা তাল। ফলে ঘরে ঘরে তৈরি হচ্ছে তালের বড়া। এছাড়াও পাকা তালের শাঁস দিয়ে তৈরি হয় তালসত্ত্ব, তালক্ষীর, তালের সেঁকা পিঠে, তালসাপটা-সহ রকমারি পদ। বাঙালির কাছে এর স্বাদ এড়িয়ে যাওয়া বেশ কঠিন। জন্মাষ্টমীর আগে ও পরে এ সময় বাঙালির ঘরে ঘরে আমোদিত হয় তালের সুবাসে।

 

পুষ্টিবিদ ঋজুতা দ্বিবেকর তালশাঁস ও পাকা তালের একাধিক গুণের কথা বলেছেন। তাঁর মতে অ্যান্টি অক্সিড্যান্ট সমৃদ্ধ পাকা তাল ক্যানসার প্রতিরোধ শক্তি গড়ে তোলে শরীরে। স্বাস্থ্য সার্বিকভাবে ভাল রাখে তাল। ক্ষুরধার শানিত করে স্মৃতিশক্তি। ভিটামিন বি পর্যাপ্ত পরিমাণে আছে পাকা তালে।
পুষ্টিবিদ ঋজুতা দ্বিবেকর তালশাঁস ও পাকা তালের একাধিক গুণের কথা বলেছেন। তাঁর মতে অ্যান্টি অক্সিড্যান্ট সমৃদ্ধ পাকা তাল ক্যানসার প্রতিরোধ শক্তি গড়ে তোলে শরীরে। স্বাস্থ্য সার্বিকভাবে ভাল রাখে তাল। ক্ষুরধার শানিত করে স্মৃতিশক্তি। ভিটামিন বি পর্যাপ্ত পরিমাণে আছে পাকা তালে।

 

 যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস আছে পাকা তালে। ফলে দাঁত ও হাড় মজবুত হয়ে ওঠে। কোষ্ঠকাঠিন্য-সহ পেটের নানা সমস্যা দূর করে পাকা তালের রস। পরিপাক ক্রিয়া মসৃণ করে।
যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস আছে পাকা তালে। ফলে দাঁত ও হাড় মজবুত হয়ে ওঠে। কোষ্ঠকাঠিন্য-সহ পেটের নানা সমস্যা দূর করে পাকা তালের রস। পরিপাক ক্রিয়া মসৃণ করে।

 

 কিন্তু তালের বড়া কি ডায়াবেটিসে খাওয়া যায়? ব্লাড সুগার কি চড়চড়িয়ে বেড়ে যাবে তালের বড়া বা অন্য কোনও পদ খেলে? জেনে নিন তালের মরশুম জমিয়ে পড়ার আগেই।
কিন্তু তালের বড়া কি ডায়াবেটিসে খাওয়া যায়? ব্লাড সুগার কি চড়চড়িয়ে বেড়ে যাবে তালের বড়া বা অন্য কোনও পদ খেলে? জেনে নিন তালের মরশুম জমিয়ে পড়ার আগেই।

 

পাকা তালের গ্লাইসেমিক ইনডেক্স এবং গ্লাইসেমিক লোড দুই-ই বেশ বেশি। গরমে কচি তালশাঁস ব্লাড সুগারে খেতে সমস্যা না হলেও পাকা তালের রস মধুমেহ রোগে সমস্যা বাড়াতে পারে।
পাকা তালের গ্লাইসেমিক ইনডেক্স এবং গ্লাইসেমিক লোড দুই-ই বেশ বেশি। গরমে কচি তালশাঁস ব্লাড সুগারে খেতে সমস্যা না হলেও পাকা তালের রস মধুমেহ রোগে সমস্যা বাড়াতে পারে।

 

গরমে আম যেমন নিয়ন্ত্রিত হারে খান, শ্রাবণ ভাদ্রে ব্লাড সুগার রোগীরা তালও খান বুঝে শুনে। ডাক্তার বা ডায়েটিশিয়ানের পরামর্শ অবশ্য নিন। চেষ্টা করুন তালের বড়া বা অন্য পদকে ব্লাড সুগার ফ্রেন্ডলি করে বানাতে।
গরমে আম যেমন নিয়ন্ত্রিত হারে খান, শ্রাবণ ভাদ্রে ব্লাড সুগার রোগীরা তালও খান বুঝে শুনে। ডাক্তার বা ডায়েটিশিয়ানের পরামর্শ অবশ্য নিন। চেষ্টা করুন তালের বড়া বা অন্য পদকে ব্লাড সুগার ফ্রেন্ডলি করে বানাতে।

 

মিষ্টির জন্য তালের রসে চিনির বিকল্প দিন। ময়দার বদলে দিন হোল গ্রেইন আটা। তবে সুজি দিতেই পারেন। ডুবো সাদা তেলে ভাজলে বাড়ে তালের বড়ার স্বাদ। তবুও চেষ্টা করুন তেল জবজবে করে তালের বড়া না ভাজতে।
মিষ্টির জন্য তালের রসে চিনির বিকল্প দিন। ময়দার বদলে দিন হোল গ্রেইন আটা। তবে সুজি দিতেই পারেন। ডুবো সাদা তেলে ভাজলে বাড়ে তালের বড়ার স্বাদ। তবুও চেষ্টা করুন তেল জবজবে করে তালের বড়া না ভাজতে।

 

একসঙ্গে বেশি তালের বড়া খাবেন না। নিয়ন্ত্রিত পরিমাণে তালের বড়া খান ব্লাড সুগার রোগীরা। এতে স্বাদ ও স্বাস্থ্য-দুই-ই বজায় থাকবে।
একসঙ্গে বেশি তালের বড়া খাবেন না। নিয়ন্ত্রিত পরিমাণে তালের বড়া খান ব্লাড সুগার রোগীরা। এতে স্বাদ ও স্বাস্থ্য-দুই-ই বজায় থাকবে।