Table Fan Or Ceiling Fan: সিলিং ফ্যান না টেবিল ফ্যান! কিসের হাওয়া ঠান্ডা বেশি, এই নিয়ম মানলে হবে ম্যজিক

গ্রীস্মের দুপুরে এখন ত্রাহিত্রাহি রব উঠছে গরমে! এসিতে গরম কমলেও অনেকসময়েই সারাক্ষণের জন্য ভরসা করতে হয় ফ্যানে৷ কিন্তু কোথাও গিয়ে শুরু একটা দ্বন্দ্ব৷ কোন ফ্যানে এই দারুণ গরম থেকে মুক্তি মিলবে? টেবিল ফ্যান না সিলিং ফ্যান?

গ্রীস্মের দুপুরে এখন ত্রাহিত্রাহি রব উঠছে গরমে! এসিতে গরম কমলেও অনেকসময়েই সারাক্ষণের জন্য ভরসা করতে হয় ফ্যানে৷ কিন্তু কোথাও গিয়ে শুরু একটা দ্বন্দ্ব৷ কোন ফ্যানে এই দারুণ গরম থেকে মুক্তি মিলবে? টেবিল ফ্যান না সিলিং ফ্যান?
এমনই এক প্রশ্নের মুখে দাঁড়িয়ে প্রথম যা বিচার করতে হয়, তা হলে, টেবিল ফ্যান বা ওয়াল ফ্যান না সিলিং ফ্যান, কোনটি আপনাকে শান্তি দেবে এই গরমে৷ সিলিং ফ্যানের হাওয়া বেশি ঠান্ডা না টেবিল বা ওয়াল ফ্যানের?
এমনই এক প্রশ্নের মুখে দাঁড়িয়ে প্রথম যা বিচার করতে হয়, তা হলে, টেবিল ফ্যান বা ওয়াল ফ্যান না সিলিং ফ্যান, কোনটি আপনাকে শান্তি দেবে এই গরমে৷ সিলিং ফ্যানের হাওয়া বেশি ঠান্ডা না টেবিল বা ওয়াল ফ্যানের?
সিলিং ফ্যান সাধারণত মাথার উপরে থাকে, এর ফলে এই ফ্যানের হাওয়া চারিদিকে ছড়িয়ে পড়ে৷ এর ফলে একটি ঘরের মধ্যে চারিদিকে হাওয়া হয়৷ উল্টোদিকে টেবিল ফ্যান অপেক্ষাকৃত ছোট ব্লেডের৷ ফলে এর হাওয়ার এলাকাও কম৷
সিলিং ফ্যান সাধারণত মাথার উপরে থাকে, এর ফলে এই ফ্যানের হাওয়া চারিদিকে ছড়িয়ে পড়ে৷ এর ফলে একটি ঘরের মধ্যে চারিদিকে হাওয়া হয়৷ উল্টোদিকে টেবিল ফ্যান অপেক্ষাকৃত ছোট ব্লেডের৷ ফলে এর হাওয়ার এলাকাও কম৷
তবে ঠান্ডা হাওয়ার ভিত্তিতে বিচার করলে কিন্তু সিলিং ফ্যানের থেকে টেবিল ফ্যান অনেকটা এগিয়ে থাকবে৷ কারণ, সিলিং ফ্যানে থাকে সিলিংয়ে, তীব্র রোদের সেই সিলিং গরম হয়ে থাকে৷ আর সেই গরম হাওয়া ছড়িয়ে পড়ে ঘরে৷
তবে ঠান্ডা হাওয়ার ভিত্তিতে বিচার করলে কিন্তু সিলিং ফ্যানের থেকে টেবিল ফ্যান অনেকটা এগিয়ে থাকবে৷ কারণ, সিলিং ফ্যানে থাকে সিলিংয়ে, তীব্র রোদের সেই সিলিং গরম হয়ে থাকে৷ আর সেই গরম হাওয়া ছড়িয়ে পড়ে ঘরে৷
আর তাতেই ঘরের হাওয়া আরও বেশি গরম হয়ে পড়ে৷ কিন্তু টেবিল ফ্যানের ক্ষেত্রে সেটি প্রযোজ্য নয়৷ টেবিল ফ্যান ঘরের মধ্যেই হাওয়াকে সার্কুলেট করে৷ আর সেই হাওয়া ছাদের গরম থেকে মুক্ত৷ ফলে সেই হাওয়া কিছুটা ঠান্ডা হয়৷
আর তাতেই ঘরের হাওয়া আরও বেশি গরম হয়ে পড়ে৷ কিন্তু টেবিল ফ্যানের ক্ষেত্রে সেটি প্রযোজ্য নয়৷ টেবিল ফ্যান ঘরের মধ্যেই হাওয়াকে সার্কুলেট করে৷ আর সেই হাওয়া ছাদের গরম থেকে মুক্ত৷ ফলে সেই হাওয়া কিছুটা ঠান্ডা হয়৷