দার্জিলিং

Darjeeling: গরমে স্বস্তি পেতে দার্জিলিং ছুটছেন? এই কাজ না করে ভুলেও যাবেন না, বিরাট বিপদে পড়বেন

*গরম যেন ক্রমশ বাড়ছে। আর সেই পরিস্থিতিতে এবার স্বস্তি পেতে পাহাড়মুখী আম জনতা।গরমের তীব্রতা যত বাড়ছে, ততই ভিড় বাড়ছে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের আনাচেকানাচে। পাহাড়ের তাপমাত্রা আগের থেকে বাড়লেও সমতলের থেকে আরামদায়ক হওয়ায় পাহাড়ের বড়, ছোট জনপদ জুড়ে ভিড়। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। ফাইল ছবি।  
*গরম যেন ক্রমশ বাড়ছে। আর সেই পরিস্থিতিতে এবার স্বস্তি পেতে পাহাড়মুখী আম জনতা।গরমের তীব্রতা যত বাড়ছে, ততই ভিড় বাড়ছে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের আনাচেকানাচে। পাহাড়ের তাপমাত্রা আগের থেকে বাড়লেও সমতলের থেকে আরামদায়ক হওয়ায় পাহাড়ের বড়, ছোট জনপদ জুড়ে ভিড়। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। ফাইল ছবি।  
*দার্জিলিংয়ে ভোটপর্ব মিটে গিয়েছে। তবে প্রতিবারের মতো এবারও একেবারে উৎসবের মেজাজে ভোট হয়েছিল পাহাড়়ে। উত্তেজনার লেশমাত্র ছিল না। ভোটের দিনও পর্যটকরা ঘুরেছেন পাহাড়ে। আর ভোট মিটতেই ভিড়ে গিজ গিজ করছে দার্জিলিং। ফাইল ছবি।  
*দার্জিলিংয়ে ভোটপর্ব মিটে গিয়েছে। তবে প্রতিবারের মতো এবারও একেবারে উৎসবের মেজাজে ভোট হয়েছিল পাহাড়়ে। উত্তেজনার লেশমাত্র ছিল না। ভোটের দিনও পর্যটকরা ঘুরেছেন পাহাড়ে। আর ভোট মিটতেই ভিড়ে গিজ গিজ করছে দার্জিলিং। ফাইল ছবি।  
*পর্যটন সংস্থাগুলি জানাচ্ছে এই সময় পাহাড়ে যেতে গেলে আগে থেকে হোটেল বুকিং করে যাওয়াটাই ভাল। কারণ দার্জিলিং শহরে গিয়ে হোটেল খুঁজে থাকার কথা ভাবলে সমস্যায় পড়তে হতে পারে। ফাইল ছবি।  
*পর্যটন সংস্থাগুলি জানাচ্ছে এই সময় পাহাড়ে যেতে গেলে আগে থেকে হোটেল বুকিং করে যাওয়াটাই ভাল। কারণ দার্জিলিং শহরে গিয়ে হোটেল খুঁজে থাকার কথা ভাবলে সমস্যায় পড়তে হতে পারে। ফাইল ছবি।  
*ম্যালের কাছাকাছি যে কয়েকটি বড় হোটেল রয়েছে সেখানেও খোঁজ নিতে পারেন। সেই সঙ্গেই একটু অফবিট জায়গায় থাকার ইচ্ছা হলে হোমস্টের কথা ভাবা যেতে পারে । সেখানে আবার জনপ্রতি খাবার সহ ভাড়ার ব্যবস্থা রয়েছে। তবে আগে থেকে বুক করে আসাই ভাল। তারাই গাড়ি পাঠিয়ে দেয়। না হলে পরিবার নিয়ে সমস্যা হতে পারে। ফাইল ছবি।  
*ম্যালের কাছাকাছি যে কয়েকটি বড় হোটেল রয়েছে সেখানেও খোঁজ নিতে পারেন। সেই সঙ্গেই একটু অফবিট জায়গায় থাকার ইচ্ছা হলে হোমস্টের কথা ভাবা যেতে পারে । সেখানে আবার জনপ্রতি খাবার সহ ভাড়ার ব্যবস্থা রয়েছে। তবে আগে থেকে বুক করে আসাই ভাল। তারাই গাড়ি পাঠিয়ে দেয়। না হলে পরিবার নিয়ে সমস্যা হতে পারে। ফাইল ছবি।  
*এই গরমে পর্যটকদের কাছে মূল আকর্ষণ দার্জিলিং। তবে শৈলশহর ছুঁয়ে অনেকেই চলে যাচ্ছেন পাহাড়ের বিভিন্ন রুটে। পাহাড়ের বিভিন্ন গ্রামে হোম স্টে এবং ক্যাম্পিংয়েও বেড়েছে পর্যটকদের ভিড়। ফাইল ছবি।  
*এই গরমে পর্যটকদের কাছে মূল আকর্ষণ দার্জিলিং। তবে শৈলশহর ছুঁয়ে অনেকেই চলে যাচ্ছেন পাহাড়ের বিভিন্ন রুটে। পাহাড়ের বিভিন্ন গ্রামে হোম স্টে এবং ক্যাম্পিংয়েও বেড়েছে পর্যটকদের ভিড়। ফাইল ছবি।  
*বালুরঘাট থেকে আসা এক পর্যটক পরিমল রায় বলেন, "আমি প্রথমবার দার্জিলিংয়ে যাচ্ছি। আমাদের ওদিকে যা গরম। তার থেকে একটু রেহাই পেতেই দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া। পরিবার নিয়ে আশা করি দু-চার দিন মজায় কাটবে। ফাইল ছবি।  
*বালুরঘাট থেকে আসা এক পর্যটক পরিমল রায় বলেন, “আমি প্রথমবার দার্জিলিংয়ে যাচ্ছি। আমাদের ওদিকে যা গরম। তার থেকে একটু রেহাই পেতেই দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া। পরিবার নিয়ে আশা করি দু-চার দিন মজায় কাটবে। ফাইল ছবি।  
*নদিয়া থেকে ঘুরতে আসা এক পর্যটক বলেন, '৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে দার্জিলিঙে ঘুরে বেশ ভালই লাগছে। আমরা গ্রুপ মিলে এসেছি দারুন মজা করলাম। তবে এখন ভেবে ভয় লাগছে যে আবার ওই গরমের জায়গায় সেখানে যেতে হবে।' ফাইল ছবি।
*নদিয়া থেকে ঘুরতে আসা এক পর্যটক বলেন, ‘৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে দার্জিলিঙে ঘুরে বেশ ভালই লাগছে। আমরা গ্রুপ মিলে এসেছি দারুন মজা করলাম। তবে এখন ভেবে ভয় লাগছে যে আবার ওই গরমের জায়গায় সেখানে যেতে হবে।’ ফাইল ছবি।