Tag Archives: A.R Rahman

A R Rahman: হিন্দিতে নয়, তামিলে বলো! জনসমক্ষে স্ত্রীকে বললেন রহমান, ভাইরাল ভিডিও নিয়ে চর্চা

কলকাতা: আরও একবার শিরোনামে অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। নেটমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকেই যাবতীয় চর্চার সূত্রপাত।

সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সস্ত্রীক এ আর রহমান। সেখানে পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন শিল্পী। তাঁর পাশেই ছিলেন স্ত্রী সায়রা বানু। সেখানেই স্বামীকে নিয়ে নিজের বক্তব্য রাখতে যাচ্ছিলেন তিনি। তখনই স্ত্রীকে হিন্দিতে কথা বলতে বারণ করেন রহমান।

ভাইরাল সেই ভিডিওয় প্রথমে রহমানকে কথা বলতে দেখা যায়। তিনি বলেন, “আমার বারবার নিজের সাক্ষাৎকার দেখতে ভাল লাগে না। কারণ আমার নিজের কণ্ঠস্বর পছন্দ নয়।”

আরও পড়ুন: সলমন খানের প্রথম প্রেমিকা কে? কিয়ারার এই কাকিমার জন্য দীর্ঘক্ষণ কলেজের বাইরে অপেক্ষা করতেন ভাইজান

আরও পড়ুন: ভূস্বর্গে শাহরুখ, বরণ করে নেওয়া হল ফুলের তোড়া এবং কাশ্মীরি শালে

এর পরেই সঞ্চালক রহমানের স্ত্রীকে নিজের বক্তব্য রাখার জন্য অনুরোধ করেন। সায়রা কথা শুরু করার আগেই রহমান তাঁকে বলেন, “হিন্দি নয়, তামিলে কথা বলো।” এর পরেই খানিক লজ্জা পেয়ে যান সায়রা। দর্শকদের মধ্যে ওঠে হাসির রোল। সায়রা স্বীকার করে নেন, তিনি বিশেষ ভাল তামিল বলতে পারেন না। মঞ্চে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলেন সায়রা।

 

দীর্ঘ কেরিয়ারে নানা ভাষায় গান তৈরি করেছেন রহমান। তবে আগাগোড়াই তামিল ভাষার পক্ষে আওয়াজ তুলেছেন তিনি।

চোখে দেখতে পায় না ছোট্ট সাহানা, কিবোর্ডে বাজাল ফিল্মি সুর, ট্যুইট করলেন রহমান !

#চেন্নাই: ছোট্ট সাহানা ৷ বয়স মাত্র ৭ ৷ তবে এই বয়সেই কিবোর্ড, পিয়ানো ও সারেগামা-র সুরকে যেন গুলিয়ে খেয়ে নিয়েছে সে ৷ তাঁর কাছে সুর সৃষ্টি যেন একেবারে জলভাত ৷ তবে শুধু কিবোর্ড বা পিয়ানো নয়, গানের গলাতেও সবাইকে তাক লাগিয়েছে ছোট্ট সাহানা ৷ সারেগামাপা তামিলের লিটল চ্যাম্পে দর্শক-বিচারকদের থেকে প্রশংসাও কুড়িয়েছে প্রচুর ৷


কিন্তু দুঃখের বিষয় হল, তাঁর গলায় সু্ন্দর সুরের মাঝেও, সাহানার জীবন কিন্তু ঘন অন্ধকারে ঢাকা ৷ চোখে দেখতে পায় না সাহানা ৷ একদিকে প্রতিভার আলোতে যেমন আলোকিত সাহানা তেমনি চোখের সামনেটা পুরো অন্ধকার ৷

তবে এই চোখে না দেখাটাকে একেবারেই সামনে আনে না ছোট্ট সাহানা ৷ বরং মনের ভিতর সুরের রামধনু এঁকে হারিয়ে যায় সুরের সমুদ্রে ৷

সম্প্রতি এ আর রহমানের সুর করা ‘কোবরা’ ছবির একটি গানের সুর তুললেন কিবোর্ডে ৷ সাহানার এই প্রতিভা দেখে আপ্লুত রহমান নিজেই ৷ রহমান নিজেই ট্যুইট করলেন সাহানার সেই ভিডিও ৷ আর লিখলেন ‘সুইট’ ৷

‘হিংসা বন্ধ হোক !’ ট্রাম্পের জন্য গান গাইলেন এ আর রহমান

#চেন্নাই: গতকালই ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ আহমেদাবাদ বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানাতে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভারতীয় সংস্কৃতির সঙ্গে ট্রাম্পকে পরিচয় করানোর জন্য বিমানবন্দর থেকেই শুরু হয়েছিল বিশেষ বিনোদনের ব্যবস্থা ৷ এমনকী, ট্রাম্পকে স্বাগত জানাতে মোতারেন স্টেডিয়ামে হাজির হয়েছিলেন এ আর রহমানও৷

তবে এবার ট্রাম্পকে অন্যভাবে স্বাগত জানালেন রহমান ৷ বাঁধলেন এক গান ৷ যে গানে উঠে এল ‘অহিংসা’র কথা ৷

তবে এই গান নতুন নয় ৷ ২০১৯ সালে একটি লাইভ কনসার্টের জন্যই রহমান তৈরি করেছিলেন এই গান ৷ সোমবার এই গান তিনি উৎস্বর্গ করলেন ট্রাম্পকে ৷ ট্যুইট করলেন সেই গান ৷

দেখুন রহমানের সেই ট্যুইট—-