Tag Archives: news

Lok Sabha Election 2024: প্রথমবারেই দেশের প্রধানমন্ত্রী নির্বাচনে রায়দান, উৎসাহ তুঙ্গে নতুন ভোটারদের

হাওড়া: প্রথমবার ভোট দিচ্ছেন, আর তাতেই কে হবে দেশের প্রধানমন্ত্রী, কারা পাঁচ বছরের জন্য দেশের দায়িত্ব সামলাবে তা নির্ধারণে অংশগ্রহণের সুযোগ এসে গিয়েছে। ফলে সেটা নিয়ে বেশ উৎসাহিত নতুন ভোটাররা।

দেশের সুরক্ষা, উন্নয়ন ও প্রগতির দায়িত্ব কাদের হাতে থাকবে তা ঠিক করে আমজনতা। গণতান্ত্রিক এ দেশে সাধারণ মানুষ ভোট দানের মাধ্যমে তাঁদের মতামত পোষণ করেন। এভাবেই পঞ্চায়েত পুরসভার স্তর থেকে রাজ্য পেরিয়ে দেশের প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নেয় সাধারণ মানুষ। জীবনে প্রথমবার ভোট দিতে যাবার আগে দারুন উৎসাহিত নতুন ভোটাররা। দেশের নাগরিক হিসাবে ভোটদানের অধিকার পেতে যেকোনও ব্যাক্তির প্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮ বছর হওয়া প্রয়োজন। ভোট গ্রহণ কেন্দ্রে দেখা যায় বড়দের হাত ধরে খুদেরাও ভোটগ্রহণ কেন্দ্রে হাজির হন। এভাবেই শৈশব থেকে দীর্ঘ সময় ধরে ভোটের অভিজ্ঞতা সঞ্চয় হয়। তারপর ১৮ বছর বয়স হলে সেই অভিজ্ঞতার ভিত্তিতে নিজেদের মতদান করে থাকেন।

আরও পড়ুন: জীবনের কথা বলবে নাচ, সারহুল উৎসবে মেতেছে ডুয়ার্স

মাঝে তরুণ প্রজন্ম কিছুটা হলেও রাজনীতি বিমুখ হয়ে উঠেছিল। অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোটদান নিয়ে এবার ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে নতুন ভোটারদের মধ্যে। প্রথমবার ভোট দিতে যাওয়া, ইভিএম মেশিনের সঙ্গে প্রথম সাক্ষাৎ এগুলো নিয়ে তারা বেশ উত্তেজিত। পাশাপাশি যে কটা দফার ভোট হয়ে গেছে তাতে দেখা গিয়েছে দেশ গড়ার আলোচনায় মশগুল তরুণ প্রজন্ম। যে তিন দফার নির্বাচন বাকি আছে সেখানকার ভোটাররাও কাকে ভোট দিলে দেশের মঙ্গল হবে সেই নিয়ে প্রতিনিয়ত আলাপ-আলোচনা করছেন। সেই তালিকায় আছে হাওড়াও

রাকেশ মাইতি

KKR Andre Russell: রাজা রাসেল! KKR-কে শুধু জেতালেন না, ইডেনে এমন এক কাণ্ড ঘটালেন! ক’জনই বা পারে

আইপিএলের প্রথম ম্যাচেই KKR-এর হয়ে ইডেনে ঝড় তুলেছেন আন্দ্রে রাসেল। ব্যাটিংয়ে যেমন ঝড়, তেমনই বল হাতেও ২ উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল।
আইপিএলের প্রথম ম্যাচেই KKR-এর হয়ে ইডেনে ঝড় তুলেছেন আন্দ্রে রাসেল। ব্যাটিংয়ে যেমন ঝড়, তেমনই বল হাতেও ২ উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল।
কলকাতা নাইট রাইডার্সকে কার্যত একার হাতে ম্যাচ জিতিয়েছেন তিনি। ম্যান অফ দ্য ম্যাচও সেই কারণেই বেছে নেওয়া হয়েছে এই ক্যারিবিয়ান তারকাকেই।
কলকাতা নাইট রাইডার্সকে কার্যত একার হাতে ম্যাচ জিতিয়েছেন তিনি। ম্যান অফ দ্য ম্যাচও সেই কারণেই বেছে নেওয়া হয়েছে এই ক্যারিবিয়ান তারকাকেই।
তবে, রাসেল জয়ের কৃতিত্ব দিচ্ছেন সতীর্থ হর্ষিত রানাকেও। যে ভাবে শেষ ওভারে হর্ষিত বল করেছেন, তা মুগ্ধ করেছে রাসেলকেও। মাঠে তাঁর উচ্ছ্বাস প্রকাশ দেখেও তা টের পাওয়া গিয়েছে।
তবে, রাসেল জয়ের কৃতিত্ব দিচ্ছেন সতীর্থ হর্ষিত রানাকেও। যে ভাবে শেষ ওভারে হর্ষিত বল করেছেন, তা মুগ্ধ করেছে রাসেলকেও। মাঠে তাঁর উচ্ছ্বাস প্রকাশ দেখেও তা টের পাওয়া গিয়েছে।
শনিবার ইডেনে ২৫ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আন্দ্রে রাসেল। সেই ঝড়ের মধ্যে ছিল ৩টি চার এবং ৭টি ছক্কা। আর এরই সঙ্গে কেকেআর আলরাউন্ডার আইপিএলে ২০০টি ছয় মারার বিরাট কীর্তি গড়েছেন ইডেনে।
শনিবার ইডেনে ২৫ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আন্দ্রে রাসেল। সেই ঝড়ের মধ্যে ছিল ৩টি চার এবং ৭টি ছক্কা। আর এরই সঙ্গে কেকেআর আলরাউন্ডার আইপিএলে ২০০টি ছয় মারার বিরাট কীর্তি গড়েছেন ইডেনে।
এর আগে মাত্র ৮জন ক্রিকেটারের এই কীর্তি ছিল। নবম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন আন্দ্রে রাসেল। আইপিএলে নিজের ৯৭তম ইনিংসে ২০০ ছয়ের মাইলফলক স্পর্শ করলেন রাসেল।
এর আগে মাত্র ৮জন ক্রিকেটারের এই কীর্তি ছিল। নবম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন আন্দ্রে রাসেল। আইপিএলে নিজের ৯৭তম ইনিংসে ২০০ ছয়ের মাইলফলক স্পর্শ করলেন রাসেল।
আইপিএলে সবথেকে বেশি ছয়ের নজির রয়েছে আরেক ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের। আইপিএলে সব থেকে বেশি ছয় মারার নজির রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটার ক্রিস গেলের। ১৪১ ইনিংসে ৩৫৭টি ছক্কা মেরেছেন গেইল। পরের স্থানেই রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। রোহিত এখনও পর্যন্ত ২৩৮টি ইনিংসে ২৫৭টি ছয় মেরেছেন। তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স। তিনি ১৭০টি ইনিংসে ২৫১টি ছক্কা মেরেছেন। সেই তালিকায় এবার ঢুকে গেলেন আন্দ্রে রাসেলও।
আইপিএলে সবথেকে বেশি ছয়ের নজির রয়েছে আরেক ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের। আইপিএলে সব থেকে বেশি ছয় মারার নজির রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটার ক্রিস গেলের। ১৪১ ইনিংসে ৩৫৭টি ছক্কা মেরেছেন গেইল। পরের স্থানেই রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। রোহিত এখনও পর্যন্ত ২৩৮টি ইনিংসে ২৫৭টি ছয় মেরেছেন। তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স। তিনি ১৭০টি ইনিংসে ২৫১টি ছক্কা মেরেছেন। সেই তালিকায় এবার ঢুকে গেলেন আন্দ্রে রাসেলও।
ইডেনে শনিবার আক্ষরিক অর্থেই উঠেছিল রাসেল ঝড়। শনিবার ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। কেকআরের টপ অর্ডারে অভিষকে নজর কাড়েন ওপেনার ফিল সল্ট। তাঁর অর্ধশতরান ছাড়া কেকেআর টপ অর্ডারে ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানারা কেউ রান পাননি। ফিল সল্টকে কিছুটা সঙ্গ দেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা রমনদীপ সিং। ৫৪ রান জুটিতে যোগ করেন তারা।
ইডেনে শনিবার আক্ষরিক অর্থেই উঠেছিল রাসেল ঝড়। শনিবার ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। কেকআরের টপ অর্ডারে অভিষকে নজর কাড়েন ওপেনার ফিল সল্ট। তাঁর অর্ধশতরান ছাড়া কেকেআর টপ অর্ডারে ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানারা কেউ রান পাননি। ফিল সল্টকে কিছুটা সঙ্গ দেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা রমনদীপ সিং। ৫৪ রান জুটিতে যোগ করেন তারা।
ফিল সল্ট ৫৪ ও রমনদীপ সিং ৩৫ রান করে আউট হতেই ফের চাপে পড়ে যায় কেকেআর। ১১৯ রান ৬ উইকট পড়ে যায় নাইটদের। তারপর কেকেআরর বাকি ইনিংস জুড়ে শুধুই রাসেলের মাসেল পাওয়ার। ইডেনে রীতিমতো তাণ্ডব চালান ক্যারিবিয়ান তারকা। তাকে সঙ্গ দেন রিঙ্কু সিং। ৮১ রানের পার্টনারশিপ করেন তারা।

ফিল সল্ট ৫৪ ও রমনদীপ সিং ৩৫ রান করে আউট হতেই ফের চাপে পড়ে যায় কেকেআর। ১১৯ রান ৬ উইকট পড়ে যায় নাইটদের। তারপর কেকেআরর বাকি ইনিংস জুড়ে শুধুই রাসেলের মাসেল পাওয়ার। ইডেনে রীতিমতো তাণ্ডব চালান ক্যারিবিয়ান তারকা। তাকে সঙ্গ দেন রিঙ্কু সিং। ৮১ রানের পার্টনারশিপ করেন তারা।
রিঙ্কু ২৩ রান করে আউট হন। ২৫ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন রাসেল। ৭টি ছয় ও ৩টি চার মারেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২০৮ রান করে কেকেআর। এরপরই বল হাতেও দুটি মূল্যবান উইকেট নেন রাসেল।
রিঙ্কু ২৩ রান করে আউট হন। ২৫ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন রাসেল। ৭টি ছয় ও ৩টি চার মারেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২০৮ রান করে কেকেআর। এরপরই বল হাতেও দুটি মূল্যবান উইকেট নেন রাসেল।

Bollywood Gossip: কী ছিল কী হয়েছে! এই নায়িকাদের প্লাস্টিক সার্জারির আগের ছবি দেখলে ভিরমি খাবেন… তালিকায় আপনার প্রিয় নায়িকাও রয়েছে

বলিউডের অনেকেই কিন্তু নিজেদের শরীরে কাঁচি চালিয়ে দিয়েছেন। এমনিতেই তাঁরা সুন্দর ছিলেন। কিন্তু প্লাস্টিক সার্জারি করে আরও সুন্দর হতে চেয়েছেন। কেউ স্বীকার করেন, কেউ আবার করেন না।
বলিউডের অনেকেই কিন্তু নিজেদের শরীরে কাঁচি চালিয়ে দিয়েছেন। এমনিতেই তাঁরা সুন্দর ছিলেন। কিন্তু প্লাস্টিক সার্জারি করে আরও সুন্দর হতে চেয়েছেন। কেউ স্বীকার করেন, কেউ আবার করেন না।
বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া এখন হলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। এক সময়ের মিস ওয়ার্ল্ডের শরীরে নানা প্লাস্টিক সার্জারির কথা শোনা যায়। নাক, ঠোঁট, গাল সবেতেই নাকি কাঁচি ঠেকিয়েছেন তিনি।
বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া এখন হলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। এক সময়ের মিস ওয়ার্ল্ডের শরীরে নানা প্লাস্টিক সার্জারির কথা শোনা যায়। নাক, ঠোঁট, গাল সবেতেই নাকি কাঁচি ঠেকিয়েছেন তিনি।
কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান দক্ষিণী দুনিয়ার পাশাপাশি বলিউডেও চেনা মুখ। তিনিও সার্জারির মাধ্যমে নাক বদলেছেন বলে শোনা যায়। তবে বলেছেন, তাঁর নাকের এই সার্জারি শারীরিক সমস্যার কারণেই। তাঁর শ্বাসকষ্টের সমস্যা ছিল বলে এই সার্জারি করতে হয়েছে।
কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান দক্ষিণী দুনিয়ার পাশাপাশি বলিউডেও চেনা মুখ। তিনিও সার্জারির মাধ্যমে নাক বদলেছেন বলে শোনা যায়। তবে বলেছেন, তাঁর নাকের এই সার্জারি শারীরিক সমস্যার কারণেই। তাঁর শ্বাসকষ্টের সমস্যা ছিল বলে এই সার্জারি করতে হয়েছে।
বাজিগরের শিল্পা আর এখনকার শিল্পাকে দেখলে চিনবে কার সাধ্য। দেশিল্পা নিজেই খোলামেলাভাবে জানিয়েছেন তাঁর নাকে দুটি সার্জারি তিনি করিয়েছিলেন। বর্তমানে বড় পর্দায় তাঁকে খুব একটা দেখা যায় না।
বাজিগরের শিল্পা আর এখনকার শিল্পাকে দেখলে চিনবে কার সাধ্য। দেশিল্পা নিজেই খোলামেলাভাবে জানিয়েছেন তাঁর নাকে দুটি সার্জারি তিনি করিয়েছিলেন। বর্তমানে বড় পর্দায় তাঁকে খুব একটা দেখা যায় না।
শুদ্ধ দেশি রোম্যান্স, বেফিকরেতে নজর কেড়েছিলেন বাণী কাপুর। শোনা যায় কসমেটিক সার্জারি করে নিজের লুক বদলে ফেলেন বাণী। তিনি যদিও তা স্বীকার করেননি।
শুদ্ধ দেশি রোম্যান্স, বেফিকরেতে নজর কেড়েছিলেন বাণী কাপুর। শোনা যায় কসমেটিক সার্জারি করে নিজের লুক বদলে ফেলেন বাণী। তিনি যদিও তা স্বীকার করেননি।
বলিউডের অন্যতম সফল অভিনেত্রী করিশ্মা কাপুর। ইদানীং তাঁকে আর পর্দায় দেখা যায় না। শোনা যায়, নাক এবং ঠোঁট সার্জারি করিয়েছেন করিশ্মা।
বলিউডের অন্যতম সফল অভিনেত্রী করিশ্মা কাপুর। ইদানীং তাঁকে আর পর্দায় দেখা যায় না। শোনা যায়, নাক এবং ঠোঁট সার্জারি করিয়েছেন করিশ্মা।
ক্যাটরিনা কাইফের রূপে মুগ্ধ নয় এমন মানুষ কমই আছেন। এক কালে সলমনের নায়িকা এখন ভিকি কৌশলের স্ত্রী। সম্প্রতি টাইগার-৩-এ শেষ তাঁকে দেখা গিয়েছে। তিনিও সার্জারি করিয়েছেন বলে শোনা যায়। যদিও ক্যাটরিনা নিজে কখনও স্বীকার করেননি।
ক্যাটরিনা কাইফের রূপে মুগ্ধ নয় এমন মানুষ কমই আছেন। এক কালে সলমনের নায়িকা এখন ভিকি কৌশলের স্ত্রী। সম্প্রতি টাইগার-৩-এ শেষ তাঁকে দেখা গিয়েছে। তিনিও সার্জারি করিয়েছেন বলে শোনা যায়। যদিও ক্যাটরিনা নিজে কখনও স্বীকার করেননি।
শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুরও প্লাস্টিক সার্জারি করে লুক বদল করেছেন বলে শোনা যায়। নাক, ঠোঁট আর থুতনিতে কিছু বদল চোখে পড়ে।
শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুরও প্লাস্টিক সার্জারি করে লুক বদল করেছেন বলে শোনা যায়। নাক, ঠোঁট আর থুতনিতে কিছু বদল চোখে পড়ে।
নিজের নাচে সবাইকে মাতিয়ে রাখেন নোরা ফতেহি। তবে বিগ বসের ঘরে নোরা আর এখনকার নোরাকে চিনতে পারবেন না। তিনি নিজের স্বীকার না করলেও মনে করা হয় তিনিও সার্জারি করেছেন।
নিজের নাচে সবাইকে মাতিয়ে রাখেন নোরা ফতেহি। তবে বিগ বসের ঘরে নোরা আর এখনকার নোরাকে চিনতে পারবেন না। তিনি নিজের স্বীকার না করলেও মনে করা হয় তিনিও সার্জারি করেছেন।

SSC: এবার জোড়া ফলা! SSC দুর্নীতিতে ঘটল বড় ঘটনা! সিবিআই-কে কী জানাল ইডি?

কলকাতা: এবার এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে গতি বাড়াতে তৎপর ইডি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তের মাঝেই এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই-কে চিঠির ইডির। চিঠি দিয়ে এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি সিবিআইয়ের কাছে চেয়ে পাঠানো হয়েছে ইডির তরফে

গত দেড় বছরের বেশি সময় ধরে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করছে সিবিআই। তদন্তে কি পেয়েছে সিবিআই, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য কতখানি মিলেছে? চিঠি দিয়ে নথি চেয়েছে ইডি।

আরও পড়ুন: ডিয়ার লটারির টিকিট কাটেন? যা ঘটল, আর টিকিট কাটতে ভয় পাবেন! কারণ নতুন নিয়ম

ইতিমধ্যে কিছু নথি পাঠানো হয়েছে সিবিআইয়ের তরফে। বাকি কিছু নথি পাঠানো হবে। সেই নথি থেকেই মানি লন্ডারিং বা আর্থিক লেনদেনের অংশ যাচাই করেই তদন্ত এগোবে ইডি।

আরও পড়ুন: ভারতের আছে, অথচ ভারতীয়দেরই প্রবেশের অধিকার নেই! আসলে কী চলে এই ক্যাফের ভিতর?

এসএসসির শিক্ষক ও গ্রুপ সি-ডি এর নিয়োগে যে দুর্নীতি হয়েছে, তদন্ত করতে গিয়ে যাদের গ্রেফতার করেছে সিবিআই, তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছিল ইডির তরফে। তাদের আর্থিক লেনদেন, এজেন্টদের মাধ্যমে যে লেনদেন হয়েছে, তা নিয়েই তদন্ত এগোতে চাইছে ইডি।

Jalpaiguri News: লাগাতার হামলায় অতিষ্ঠ হয়ে উঠেছিল জীবন! অবশেষে স্বস্তি পেল ডুয়ার্সবাসী

জলপাইগুড়ি: বেশ কিছু দিন ধরেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল একটি চিতা বাঘ। লাগাতার চলছিল হামলা। আতঙ্কে ত্রস্ত ছিল ডুয়ার্সের মেটেলি থানার অন্তর্গত নাগেশ্বরী চা বাগানের এলাকাবাসী। সাধারণ মানুষের পাশাপাশি বাড়ির গৃহপালিতরাও রেহাই পায়নি হামলা থেকে। রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়েছে বেশ কয়েকটি গরু-ছাগল। অবশেষে বৃহস্পতিবার সকালে মিলল স্বস্তি।

চিতা বাঘের লাগাতার হামলার ফলে বন দফতরে অভিযোগ জানিয়েছিল স্থানীয় বাসিন্দারা। বন দফতরের তরফ থেকে চা বাগানের বিভিন্ন জায়গায় পাতা হয় ফাঁদ। বৃহষ্পতিবার শ্রমিকেরা লক্ষ্য করে চা বাগানের ১২ এবং ১৩ নম্বর সেকশনের মাঝামাঝি পাতা খাচায় বন্দী হয়েছে পূর্ন বয়স্ক একটি চিতা বাঘ।

আরও পড়ুনঃ IPL 10 Team Full Squad: বদলে গেল সব! কোন দল হল বেশি শক্তিশালী? আইপিএল নিলামের পর দেখে নিন ১০ দলের পুরো স্কোয়াড

বিগত কয়েক দিন ধরে চিতা বাঘের হানায় জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিস য়ার্সের মেটেলি থানার অন্তর্গত নাগেশ্বরী চা বাগানের শ্রমিক মহল্লার দৈনন্দিন জীবন। অবশেষে চিতা বাঘটি ধরা পড়ায় শান্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। খাচা বন্দি হওয়া চিতা বাঘটি চিকিৎসার পর তাঁকে লোকলয় থেকে দূরে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে খবর।

সুরজিৎ দে

বয়স ৯৫, করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন উত্তরপ্রদেশের বৃদ্ধ !

#নয়ডা: বিশ্বব্যাপি করোনার প্রকোপ কমার নয় ৷ বরং প্রত্যেকদিন, প্রত্যেক মুহূর্তে করোনার প্রকোপ বেড়েই চলেছে ৷ দেশেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে রোজ ৷ ঠিক এই আবহে করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন উত্তরপ্রদেশের বাসিন্দা ৯৪ বছরের এক বৃদ্ধ !

উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে প্রায় ৬০ জন করোনা আক্রান্ত মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷ এই সুস্থ ৬০ জনের মধ্যে রয়েছেন একজন ৯৪ বছরের বৃদ্ধও ৷ তাঁর সুস্থ হওয়ার খবর পেয়ে উত্তপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের জেলা শাসক সুহাস লালিনাকেরে ইয়াথিরাজ ট্যুইট করে তাঁকে শুভেচ্ছা জানান, সঙ্গে জানান, আপনিই আমাদের কাছে অনুপ্রেরণা ৷

দেখুন সেই ট্যুইট—

‘আঁখ মারে’র সঙ্গে শ্যুটিং ফ্লোরে দুরন্ত নাচ সুস্মিতার, সোশ্যাল মিডিয়াতে হইচই

#মুম্বই: সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ থাকেন তিনি৷ বয়ফ্রেন্ডের সঙ্গে ভিডিও দেন ৷ মেয়েদের সঙ্গে ভিডিও দেন৷ সুযোগ পেলে নিজের ছবি শেয়ার করেন ৷ তবে এবার অনলাইন প্ল্যাটফর্মে ফিরলেন অভিনেত্রী সুস্মিতা সেন৷ ইতিমধ্যেই সুস্মিতার ‘আর্য’ ছবির ট্রেলার দেখে নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ ৷

সেই ‘আর্য’র শ্যুটিং ফ্লোরের এক নাচের ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় ৷ ভিডিওতে দেখা গেল রণবীর সিং ও সারা আলি খান অভিনীত সিম্বা ছবির গান আঁখ মারে-তে ছবির অন্যান্য কলাকুশলীর সঙ্গে জমিয়ে নাচলেন সুস্মিতা সেন ৷ তাঁর এই নাচ দেখে ইন্টারনেট পাড়ায় বেশ হইচই ৷

দেখুন সেই নাচের ভিডিও—-

‘আমার হৃদয়ের রানি তুমি’, শিল্পার জন্মদিনে রোমান্টিক পোস্ট রাজ কুন্দ্রার!

#মুম্বই: সত্যিই দেখলে হতবাক হতে হয় ৷ বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির বয়স বাড়তে চায় না ৷ কে বলবে, ৮ জুন, তিনি ৪৫ এ পা দিয়েছেন ! এখনও ছিপছিপে কোমর, মোহময়ী রূপ ৷ পুরুষদের মনে হিল্লোল তোলার জন্য আজও শিল্পার এক চাউনিই কাফি৷ তবে অন্য পুরুষদের কথা না হয় জানা দুষ্কর ৷ শিল্পার স্বামী রাজ কুন্দ্রা যে শিল্পার প্রেমে এখনও ঘায়েল, তা কিন্তু প্রকাশ্যে স্বীকার করেন বার বার ৷

সেই স্বীকারোক্তিই রাজ আবার করে ফেললেন এক প্রেমের মেসেজে ৷ যেখানে জন্মদিনের শুভেচ্ছার অজুহাতে, স্ত্রী শিল্পাকে প্রেমের গল্প শুনিয়ে দিলেন রাজ ৷

একটি ভিডিও পোস্ট করে শিল্পাকে রাজ লিখলেন, ‘তোমার ভালাবাসা দিয়ে আমার জীবনকে অর্থে ভরিয়ে তুলেছ ৷ তোমার হাসি একটা অন্ধকার দিনকেও আলোকিত করে দেয় ৷ শুধু তুমি আমার সন্তানের মা নয়, তুমি আমার জীবনের ও হৃদয়ের রানি !’

দেখুন রাজ কুন্দ্রার পোস্ট—

নেই পার্টি, নেই দেখা-সাক্ষাত, সোশ্যাল মিডিয়াতে ইদের শুভেচ্ছা বলিউডের !

#মুম্বই: এরকম ইদ গোটা বিশ্ব দেখল প্রথমবার ৷ যে ইদ মিলনের উৎসব ৷ যে ইদ ভালবাসা ছড়িয়ে দেওয়ার উৎসব ৷ সেই উৎসবেই প্রবেশ করল কোয়ারেন্টাইন শব্দ ৷ গোটা বিশ্ব যেখানে করোনায় নাজেহাল, তখন ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা জলদি সব ঠিক হয়ে যাক ৷

বলিউডের তাবড় অভিনেতারা লকডাউনে বসেই তাঁদের ফ্যানেদের জানিয়ে দিলেন ইদের শুভেচ্ছা ৷ সোশ্যাল মিডিয়াতেই তাঁরা শেয়ার করলেন নতুন-পুরনো ছবি ৷

সাদা চাদর গায়ে ছবি পোস্ট করে দেশের মানুষকে ইদের শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন ৷

ছোটবেলার ছবি পোস্ট করে ইদের শুভেচ্ছা জানালেন সারা আলি খান ৷

 

View this post on Instagram

 

Eid Mubarak??✨?? #staysafe #stayhome #staypositive

A post shared by Sara Ali Khan (@saraalikhan95) on

শুভেচ্ছা জানালেন রবীনা ট্যান্ডন৷

 

View this post on Instagram

 

#EidMubarak! Wishing you all happiness and peace . ?? good health and prosperity. Credits- Edit- @bhavikphotography ♥️??

A post shared by Raveena Tandon (@officialraveenatandon) on

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ইদের শুভেচ্ছা জানালেন সোনম কাপুর ৷

লকডাউনে ছায়াসঙ্গী আমোসের শেষকৃত্যে অংশ নিলেন আমির খান ও কিরণ রাও

#মুম্বই: আমির খান এমন একজন অভিনেতা যে শুধু বেছে বেছে ছবিই করেন এমন না। তিনি নিজের জীবনে চট করে সবাইকে এন্ট্রিও দেন না। কাউকে বিশ্বাস করতে তাঁর সময় লাগে। কিন্তু যাকে তিনি বিশ্বাস করেন একবার তাঁকে সারা জীবন নিজের সঙ্গে জুড়ে রাখেন। তেমনই ছিলেন আমোস। তার সহকারী পরিচালক। শুধু তাই নয় আমোসকে বলা হত আমিরের ছায়সঙ্গী।

কিন্তু আমিরের এই ছায়সঙ্গী তাঁকে ছেড়ে চলে গেলেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ মৃত্যু হয় আমোসের। হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর। তবে এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে বলিউডে ও আমির খানের পরিবারে।

লকডাউনের মধ্যে মুখে মাস্ক পরে আমোসের শেষকৃত্যে অংশ নিলেন আমির খান ও স্ত্রী কিরণ রাও ৷ পরিবারকে জানালেন সমবেদনা ৷

দেখুন সেই ছবি—