Tag Archives: Aaron Finch

ফিরেই যেন মিসাইল ছুড়লেন! বুমরাহর ইয়র্কারে বোল্ড হয়ে হাততালি ফিঞ্চের

#নাগপুর: বাবা ছাড়া যেমন বাড়ির ছেলের পক্ষে সংসার সামলানো কঠিন হয়ে পড়ে, তেমনই জসপ্রীত বুমরাহকে ছাড়া ভারতের ফাস্ট বোলিং ইউনিট যেন পিতৃহারা ছিল। আজ তাতে প্রাণ প্রতিষ্ঠা হল। শুক্রবার নাগপুর আউটফিল্ড ভিজে থাকায় নির্দিষ্ট সময় শুরু হয়নি ম্যাচ। শেষপর্যন্ত আট ওভারের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক। পঞ্চম ওভারে বল করতে আসেন বুমরাহ। চোটের পরে মাঠে ফিরে প্রথম বলটা ওয়াইড করেন। পরের বলে চার মারেন অজি অধিনায়ক ফিঞ্চ। ওভারের শেষ বলে ‘বুমরাহ স্পেশাল’ ধেয়ে আসে ফিঞ্চের দিকে। ডিফেন্ড চেয়েছিলেন ফিঞ্চ। যদি সেটা করতে পারেননি। প্রবল গতিতে লেগ স্টাম্পে আছড়ে পড়ে বল। নিখুঁত ইয়র্কার।

সেই ইয়র্কারে বোল্ড হয়ে বুমরাহের প্রশংসা করেন খোদ অজি অধিনায়ক ফিঞ্চ। ড্রেসিংরুমে দিকে হাঁটা দেওয়ার সময় ব্যাট দিয়ে হাততালি দেন। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তবে শুধু ফিঞ্চ নয়, প্রবল গতিতে বুমরাহের মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার তারকা স্টিভ স্মিথ। সপ্তম ওভারের তৃতীয় বলে স্মিথকে দুর্দান্ত ইয়র্কার করেন বুমরাহ।

স্মিথের পায়ের আঙুলের দিকে লক্ষ্য করে ইয়র্কার করেন। ভারসাম্য রাখতে না পেরে মাটিতে লুটিয়ে পড়েন স্মিথ। নাগপুরের গ্যালারিতে উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে অভিবাদন জানান ভারতের এই ফাস্ট বোলারকে। ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর ম্যাচে নেমে বুম বুম বুঝিয়ে দিলেন নিজের ধার হারিয়ে ফেলেননি।

তবে আজ মোটে দুই ওভার বল করতে পারলেন ৮ ওভারের খেলা হওয়ার কারণে। তাতেই নিজের ঝলক দেখিয়ে দিলেন। হায়দ্রাবাদে সিরিজ নির্ণায়ক ম্যাচে বুমরাহকে বড় ভূমিকা পালন করতে দেখা যাবে সেটাই আশা করেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। ম্যাচ শেষে রোহিত শর্মাও জানিয়ে দিলেন দলের প্রধান স্ট্রাইক বোলার ফিরে আসায় বোলিং ইউনিট অনেকটাই শক্তি বৃদ্ধি করতে পারবে।

Aaron Finch, KKR : বাংলা নববর্ষে ইলিশ মাছ খেয়ে কেকেআরকে জেতাবেন! কথা দিলেন অ্যারন ফিঞ্চ

#মুম্বই: শুধু প্রথম ম্যাচে ৪৪ করেছিলেন। তারপর থেকে চার ম্যাচে ব্যর্থ অজিঙ্কা রাহানে। শুক্রবার সানরাইজার্স হায়দারাবাদ ম্যাচে তিনি খেলবেন না এমন সম্ভাবনা প্রবল। তার জায়গায় ওপেন করতে পারেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। ফলে বসতে হতে পারে স্যাম বিলিংসকে। চার জন বিদেশি হতে পারেন ফিঞ্চ, রাসেল, নারিন, প্যাট কামিন্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে সম্প্রতি নাইট শিবিরে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার অ্যারন ফিঞ্চ।

আরও পড়ুন – MI vs PBKS match : ব্রেভিস, সূর্যের লড়াই ব্যর্থ! আইপিএলের টানা পঞ্চম হার মুম্বই ইন্ডিয়ান্সের

মঙ্গলবার তাঁকে নিয়ে দলের টুইটার হ্যান্ডলে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়েছিল। কলকাতা শিবিরে যোগ দিয়েছেন আর খাওয়াদাওয়ার কথা হবে না, তেমনটা আবার হয় নাকি? খুব স্বাভাবিকভাবেই বাঙালিদের অন্যতম পছন্দের খাবার ইলিশ মাছ সম্পর্কে তাঁকে জিজ্ঞাসা করা হয়। ইংল্যান্ডের প্রাক্তন মহিলা ক্রিকেটার তথা ধারাভাষ্যকার ইশা গুহ ফিঞ্চকে এই প্রশ্ন করেন যে কখনও ইলিশ মাছ তিনি খেয়েছেন কিনা।

ফিঞ্চের চটপট উত্তর, না, আমি এখনও খাইনি। তবে শুনেছি যে সামনেই বাংলার নববর্ষ আসতে চলেছে। সেই সময় আমি অবশ্যই এটা খাওয়ার চেষ্টা করব। ইলিশ মাছে প্রচুর কাটা। ফিঞ্চ বলছেন পুরোটা না পারলেও কিছুটা খাওয়ার চেষ্টা করবেন। আইপিএলে ৮৭ ম্যাচ খেলে ফিঞ্চের রান ২০০০। দেড় কোটি টাকায় তিনি যোগ দিয়েছেন বলে জানা গেছে।

অতীতে অ্যারন ফিঞ্চ আরসিবি, মুম্বই ইন্ডিয়ান্স, সানরাইজার্স এবং পুনের হয়ে আইপিএল খেলেছেন। খুব সফল বলা যাবে না। এর আগে বিভিন্ন সময়ে আইপিএলে চোট পেয়েছেন। ফ্লপ করেছেন। কিন্তু তার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই।

তাই ফিঞ্চ যদি বেগুনি সোনালী জার্সিতে সফল হন, তাহলে কিছু আশ্চর্যের নেই। পাশাপাশি দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম যেরকম আগ্রাসী ব্যাটিং পছন্দ করেন, সেটা করার ক্ষমতা আছে ফিঞ্চের।

Aaron Finch, KKR : পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত ফিঞ্চ! আশায় বুক বাঁধছেন কেকেআর সর্মথকরা

#লাহোর: ভারতে আসার আগে রান পেয়েছেন অ্যারন ফিঞ্চ। কেকেআরের জার্সিতে তিনি সুযোগ পাবেন কিনা পরের কথা। কিন্তু পাকিস্তানের মাটিতে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচে অভিজ্ঞ ব্যাটসম্যানকে হারানো ছন্দ ফিরে পেতে দেখা গিয়েছে। যা কেকেআর সমর্থক এবং অধিনায়ক শ্রেয়স আইয়ারকে খুশি করবে। দিনটা বাবর আজমের হওয়ার কথা ছিল। অ্যারন ফিঞ্চ সেটা হতে দিলেন না।

আরও পড়ুন – Taskin Ahmed, Bangladesh : বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে! তাসকিনের আকাশ ছোঁয়ার ইঙ্গিত

দুদিন আগেও বাজে ফর্মের জন্য সমালোচনার শিকার হওয়া ফিঞ্চের আলোয় ম্লান হলেন বাবর। ম্লান হল পাকিস্তানও। সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ফিঞ্চের দায়িত্বশীল ইনিংসের সুবাদে ৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। একটিও ছক্কা না মারলেও, মেরেছেন হাফডজন বাউন্ডারি।

প্রথমে ব্যাট করতে নেমে বাবর আজমের ৬৬ রানের ওপর ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে পাকিস্তান। ব্যাটে এমনিতেও রানখরা, এই অবস্থায় আরও একটা ম্যাচ রানহীন থেকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাবেন কি না, এ নিয়ে সমালোচনা আজ আর বাড়তে দেননি ফিঞ্চ। ৪৫ বলে ৫৫ রানের ইনিংস খেলেছেন, দল যখন জয় থেকে মাত্র ৫ রান দূরে, তখনই আউট হয়েছেন। ততক্ষণে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে।

দুবাইতে প্রথমবার অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। আইপিএলে ৮৭ ম্যাচ খেলে ফিঞ্চের রান ২০০০। দেড় কোটি টাকায় তিনি যোগ দিয়েছেন বলে জানা গেছে। অতীতে অ্যারন ফিঞ্চ আরসিবি, মুম্বই ইন্ডিয়ান্স, সানরাইজার্স এবং পুনের হয়ে আইপিএল খেলেছেন। খুব সফল বলা যাবে না। এর আগে বিভিন্ন সময়ে আইপিএলে চোট পেয়েছেন। ফ্লপ করেছেন।

কিন্তু তার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। তাই ফিঞ্চ যদি বেগুনি সোনালী জার্সিতে সফল হন, তাহলে কিছু আশ্চর্যের নেই। পাশাপাশি দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম যেরকম আগ্রাসী ব্যাটিং পছন্দ করেন, সেটা করার ক্ষমতা আছে ফিঞ্চের।

KKR Aaron Finch : অ্যালেক্স হেলসের বদলে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চকে দলে নিল কেকেআর

#মুম্বই: ইংল্যান্ডের ধ্বংসাত্মক ওপেনার অ্যালেক্স হেলসকে এবার আইপিএল নিলামে দলে নিয়েছিল কেকেআর। পাকিস্তান সুপার লিগে দুর্ধর্ষ ছন্দে ছিলেন হেলস। ইসলামাবাদ ইউনাইটেড দলের হয়ে চ্যাম্পিয়ন হতে না পারলেও বেশ কিছু মনে রাখার মত ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি কেকেআর জানিয়েছে আসন্ন আইপিএলএর জন্য অ্যালেক্স হেলসকে পাওয়া যাবে না। তিনি বায়ো বাবেল জীবনে এই মুহূর্তে ফিরতে নারাজ।

আরও পড়ুন – IND vs SL, Chinnaswamy Stadium : টিম ইন্ডিয়ার অন্যতম পয়া মাঠ! ১৭ বছর বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে হারেনি ভারত

হেলস জানিয়েছেন তিনি পরিশ্রান্ত এবং মানসিকভাবে ক্লান্ত। দীর্ঘদিন পরিবার ছেড়ে বায়ো বাবেলে সময় কাটিয়েছেন। এখন পরিবারকে ছেড়ে আসতে পারছেন না। কেকেআর দলের হয়ে মাঠে নামতে না পারলেও নাইট রাইডার্স শিবিরকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন ইংলিশ তারকা। অ্যারন ফিঞ্চ তার পরিবর্ত হিসেবে যোগ দেবেন নাইট রাইডার্স শিবিরে।

ফিঞ্চ দীর্ঘদিন অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি অধিনায়ক। সম্প্রতি দুবাইতে প্রথমবার অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। আইপিএলে ৮৭ ম্যাচ খেলে ফিঞ্চের রান ২০০০। দেড় কোটি টাকায় তিনি যোগ দিয়েছেন বলে জানা গেছে। অতীতে অ্যারন ফিঞ্চ আরসিবি, মুম্বই ইন্ডিয়ান্স, সানরাইজার্স এবং পুনের হয়ে আইপিএল খেলেছেন। খুব সফল বলা যাবে না।

কিন্তু অভিজ্ঞতা রয়েছে। নিজের দিনে এই ফরম্যাটে যেকোনো বোলিং লাইন আপের বিরুদ্ধে রান করতে দক্ষ। বিশেষ করে অস্ট্রেলিয়ার মত দলের নেতৃত্ব দিয়েছেন যখন, তখন প্রয়োজন হলে শ্রেয়স আইয়ারকে সাহায্য করতে পারবেন। আইপিএলে কেকেআর ফিঞ্চকে নিল নবম দল হিসেবে।

এর আগে বিভিন্ন সময়ে আইপিএলে চোট পেয়েছেন। ফ্লপ করেছেন। কিন্তু তার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। তাই ফিঞ্চ যদি বেগুনি সোনালী জার্সিতে সফল হন, তাহলে কিছু আশ্চর্যের নেই। পাশাপাশি দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম যেরকম আগ্রাসী ব্যাটিং পছন্দ করেন, সেটা করার ক্ষমতা আছে ফিঞ্চের।