Tag Archives: acting

TMC: মঞ্চে অশোকনগরের বিধায়ক! ‘আবার বাঞ্ছা’য় মুখ‍্য চরিত্রে অভিনয় করবেন তৃণমূল নেতা

রাজনৈতিক মানুষেরা সংস্কৃতিতে জড়িয়েছেন অনেক দিন থেকেই। বিশ্বে এবং বঙ্গসংস্কৃতিতে রাজনৈতিক মানুষদের নাট্যে যোগদান এখন বেশ সুগম। এমনই সারণীতে নবতম সংযোজন অশোকনগরের বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনার জেলা সভাধিপতি শ্রী নারায়ণ গোস্বামী।

যিনি নিজেই বলেছেন, ‘অশোকনগরে বিধায়ক হয়ে আসার পর নাট্যমুখের অভি চক্রবর্তী’র সঙ্গে পরিচয় আমার জীবনের বন্ধ দরজা খুলে দিয়েছে।’ অর্থাৎ তার থিয়েটারের প্রতি প্রেম, যা আগেই তিনি নাট্যোৎসব সংগঠিত করবার মধ্যে দিয়ে প্রমাণ করেছিলেন, এবার স্বয়ং মঞ্চের স্পটলাইটের নীচে দাঁড়াবার জোরদার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

আরও পড়ুন: ‘এটা কোনও রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়’, আইনজীবীদের ‘ধমক’ ক্ষুব্ধ প্রধান বিচারপতির! ‘মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি’ উঠতেই কড়া সুর

অভিনয়ে নিজেকে প্রস্তুত করছেন কিংবদন্তি বাঞ্ছারামের চরিত্রে। হ্যাঁ মনোজ মিত্রের ‘সাজানো বাগান’ থেকে এ নাট্য নির্মাণ করছেন প্রথিতযশা পরিচালক অশোকনগর নাট্যমুখের অভি চক্রবর্তী। অভি জানাচ্ছেন, ‘ নারায়ণ গোস্বামীকে কেন্দ্র করে এই থিয়েটারটি দলের ২৫ বছরে মনোজ মিত্রের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ। আমরা তাকে জীবনকৃতি সম্মানও দিয়েছিলাম।’’

অভি আরও জানালেন, ‘‘মোহিত চট্টোপাধ্যায় নভেন্দু সেনের পর ইচ্ছা ছিল মনোজ মিত্রের কোনও নাটক করবার, নারায়ণ দা ব্যক্তিগত আলাপচারিতায় এই ইচ্ছে প্রকাশ করতেই আমরা লাফিয়ে পড়ি। আমরা বলতে এই কাজে দলের প্রতিষ্ঠিত অভিনেত্রী সংগীতা চক্রবর্তী এবং বর্ষীয়াণ অভিনেতা অরূপ গোস্বামীর নাম আমি বিশেষভাবে উল্লেখ করব। তাদের উদ্যোগেই এ কাজের সলতে পাকানোর শুরু হয়।’’

আরও পড়ুন: সমুদ্রে দুর্যোগ, বিচ্ছিন্ন যোগাযোগ…নিখোঁজ ৩ ট্রলার ফিরল ৪ দিন পর! ৪৯ জন মত্‍সজীবী কীভাবে ফিরলেন বাড়ি?

এ ছাড়াও আমার অনেক পুরোনো ছাত্রছাত্রী এবং শিক্ষানবীশ অভিনেতা সহ বিশিষ্ট অভিনেতা রাজা গুহও আছেন এই কাজটিতে।’ আলোক প্রক্ষেপণে আছেন সাহেব সান্যাল, আবহ প্রক্ষেপণে স্নেহাশিস দে, মঞ্চ নির্মাণে অরুণ মন্ডল এবং বাকি কাজ দলের ছেলেমেয়েরা মিলিয়ে মিশিয়ে করছে। খুবই আনন্দের সঙ্গে। আগামী ৫ অক্টোবর নিউব্যারাকপুর কৃষ্টিতে এই নাট্যের প্রথম অভিনয়, সন্ধে ৬-৩০এ।

New Course in Kalyani University: অভিনয় শেখার স্বপ্ন এবার হাতের মুঠোয়! কল্যাণী বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে দু’টি কোর্স, জেনে নিন

কল্যাণী: অভিনয় শিখে বড় পর্দা বা মঞ্চে আসতে চান অনেকেই। কিন্তু অভিনয় শেখার প্রশিক্ষণ কেন্দ্র বেশিরভাগই কলকাতা শহরতলী এলাকায়। গ্রাম কিংবা মফস্বলে সেই অর্থে সরকারিভাবে কোনও সুযোগ এতদিন পর্যন্ত ছিল না। তবে এবার নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়তেও চালু হল অভিনয়ের দুটি কোর্স। জাতীয় শিক্ষানীতি মেনে বহু প্রতিষ্ঠানের পাশাপাশি কল্যাণী বিশ্ববিদ্যালয়তে অভিনয়ের দু’টি কোর্স চালু করা হল।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বাংলা বিভাগের আওতায় পারফরমিং আর্টস ও রিসার্চ স্টাডিজের উদ্যোগে দুটি নতুন বিষয়ে নিয়ে প্রথমবার কোর্স চালু করা হল। তার মধ্যে একটি হল চলচ্চিত্র ও মঞ্চাভিনয় এবং অন্যটি বই এবং জার্নালের প্রুফ সংশোধন ও সম্পাদনা। এই কোর্সগুলিতে যে কোনও কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে যে কোনও সংস্থায় কর্মরতরা ভর্তি হতে পারবেন।

চলচ্চিত্র ও মঞ্চে অভিনয় কোর্সটি করার জন্য দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হলেই চলবে। তবে প্রুফ সংশোধন এবং সম্পাদনার কোর্সটি করতে গেলে ন্যূনতম যোগ্যতা গ্রাজুয়েশন উত্তীর্ণ হতে হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, সকলের সুবিধার জন্য এই কোর্সগুলি অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে করানোর ব্যবস্থা হবে। অনলাইন ক্লাসগুলি সবটাই যে কোন দিন রাখা হতে পারে। তবে সকল শিক্ষার্থীদের কথা ভেবে অফলাইন ক্লাসের আয়োজনও করা হবে ক্যাম্পাসের মধ্যে, তবে সেটি সপ্তাহের শেষের দিকে।

কোর্সটি চলবে ছ’মাস। আগামী অগাস্ট মাসেই শুরু হবে ক্লাস। চলবে জানুয়ারি মাস পর্যন্ত। এছাড়াও বিশ্ববিদ্যালয় তরফে কোন কোর্স ফি ধার্য করা না হলেও রেজিস্ট্রেশন ফি বাবদ এক হাজার টাকা দিতে হবে সকল পড়ুয়াকে।

আরও পড়ুন- সপ্তাহান্তে দিঘা, মন্দারমণির প্ল্যান? সাবধান! জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দু’টি কোর্সের প্রতিটিতে ১০০ টি করে শূন্য  আসনে আগ্রহী পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এর মধ্যে প্রুফ সংশোধন ও সম্পাদনা কোর্সটি রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। তবে চলচ্চিত্র ও মঞ্চে অভিনয় এর মতো অভিনব কোর্স তেমন ভাবে খুব বেশি বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়নি বলে জানা গিয়েছে।

মৈনাক দেবনাথ