Tag Archives: Admission in Colleges

College Online Admission: রাজ্যের কলেজগুলির এত আসন ফাঁকা! উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা গেল কোথায়! এবার ‘বড়’ কাজ প্রধান শিক্ষকদের

কলকাতা: স্নাতক স্তরে প্রথম বর্ষে কলেজে কলেজে ভর্তির হার বাড়াতে নয়া সিদ্ধান্ত রাজ্যের। উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্র-ছাত্রীদের ফোন করতে হবে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকদের। ফোন করে রাজ্যের কলেজে ভর্তি হয়েছে নাকি তা জানতে হবে। ভর্তি না হলে তাকে ভর্তি হওয়ার জন্য উৎসাহ দিতে হবে।

এখনও উচ্চ মাধ্যমিক পাশ করা বহু পড়ুয়া কলেজে ভর্তির জন্য আবেদন জানায়নি। তাই এই ব্যবস্থার মাধ্যমে চিহ্নিত করতে হবে ছাত্রছাত্রীদের। কেন রাজ্যের কলেজে ভর্তি হতে চাইছেন না সংশ্লিষ্ট পড়ুয়ারা? তার কারণ জানতে হবে। রাজ্য সরকার কেন্দ্রীয় ভাবে অনলাইনে পোর্টাল চালু করেছে ভর্তির জন্য তা জানাতে হবে।

আরও পড়ুন: হাতে সময় ১ ঘণ্টা, ঝড়-বৃষ্টিতে কাঁপবে দক্ষিণবঙ্গের ৫ জেলা! আবহাওয়ার বড় আপডেট

প্রধান শিক্ষকদের ফোন করে করে উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্র-ছাত্রীদের তা জানাতে হবে। নির্দেশ রাজ্য স্কুল শিক্ষা দফতরের। স্নাতক স্তরে প্রথম বর্ষের প্রথম রাউন্ডের শেষে একাধিক কলেজে আসন ফাঁকা।

আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে দিঘার সমুদ্রে নেমে মুহূর্তের ভুল, ভেসে উঠল টিটাগড়ের যুবক! ওল্ড নাকি নিউ, কোন দিঘায় ঘটল?

৫ লক্ষ পড়ুয়া আবেদন জানালেও এখনও বহু উচ্চ মাধ্যমিক পড়ুয়া আবেদন জানায়নি। দ্বিতীয় রাউন্ডের প্রক্রিয়া শুরু হবে আগামী ৮ অগাস্ট থেকে। আবেদনের জন্য কোনও টাকা লাগবে না, উচ্চ মাধ্যমিকের পাশ করা ছাত্র-ছাত্রীদের মোবাইলে মেসেজ করেও জানানো যেতে পারে। কলেজে কলেজে ভর্তির হার বাড়ানোর জন্য প্রধান শিক্ষক- প্রধান শিক্ষিকাদের নির্দেশ রাজ্য স্কুল শিক্ষা দফতরের।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

College Online Admission: অনলাইনে কেন্দ্রীয়ভাবে কলেজে ভর্তি, সবচেয়ে বেশি ও সবচেয়ে কম ভর্তি হল কোন কলেজে?

কলকাতা: চলতি শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয় ভাবে অনলাইনে কলেজে ছাত্র ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মূলত ছাত্র ভর্তিতে স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ভর্তি প্রক্রিয়ায় প্রথম রাউন্ডের শেষে ছাত্র ভর্তিতে বিপুল সাড়া রাজ্যের কলেজে কলেজে।

কেন্দ্রীয় ভাবে অনলাইনে রাজ্যের কলেজে কলেজে প্রথম রাউন্ডের শেষে কত ভর্তি হল? উচ্চ শিক্ষা দফতরের পরিসংখ্যান অনুযায়ী, প্রথম রাউন্ডের শেষে রাজ্যের কলেজে ভর্তি হয়েছে ৩ লক্ষ ৬১ হাজার ৩৮৪ জন। যার মধ্যে সবথেকে বেশি বিএ কোর্সে ভর্তি হয়েছে পড়ুয়ারা। ২ লক্ষ ৭৬ হাজার ৫৩৭ জন পড়ুয়া বিএ কোর্সে ভর্তি হয়েছে। বিএসসিতে ৪৮ হাজার ৪০৫ জন, বিকমে ৩৬ হাজার ৪৪২ জন পড়ুয়া ভর্তি হয়েছে।

আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস! হতে পারে ঝড়ও, আবহাওয়ার বড় খবর

সব থেকে বেশি মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছেন। ৮৪৮৩৫ জন ছাত্র-ছাত্রী মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে ভর্তি হয়েছেন। সব থেকে বেশি উত্তর দিনাজপুরের ইসলামপুর কলেজে প্রথম রাউন্ডের শেষে ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছেন। ২৯৩৫ জন ছাত্রছাত্রী প্রথম রাউন্ডের শেষে ভর্তি হয়েছে। সব থেকে কম ভর্তি হয়েছে দার্জিলিংয়ের সোনাডা ডিগ্রি কলেজে।

আরও পড়ুন: শ্রাবণ সোমবারের উপোস রাখবেন? মেনে চলুন এই বিশেষ রীতি, কোন খাবার ভুলেও ছোঁবেন না জানুন

এখনও দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের কাউন্সিলিং হবে। সেক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের কাছে সুযোগ রয়েছে কলেজ আপগ্রেডেশনের। আবার যারা সুযোগ পায়নি, দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের কাউন্সিলিংয়ের সুযোগ নিয়ে তারাও সুযোগ পেতে পারেন। উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Centralized online Admission 2024: হয়ে গেল স্নাতক স্তরের প্রথম দফার মেধাতালিকা প্রকাশ! জায়গা পেলেন না প্রায় ১ লক্ষ পড়ুয়া, আর সুযোগ কি আছে?

কলকাতা: স্নাতক স্তরের প্রথম বর্ষের মেধাতালিকা প্রকাশ করল উচ্চশিক্ষা দফতর। কেন্দ্রীয়ভাবে অনলাইনে কাউন্সেলিংয়ের মেধাতালিকা প্রকাশ করল রাজ্য। তবে সূত্রের খবর, প্রায় এক লক্ষেরও বেশি পড়ুয়া প্রথম রাউন্ডে কলেজে সিট পেলেন না এদিন। মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৫ লক্ষ ২৭ হাজার ৬৬৩ জন। তাঁদের মধ্যে প্রথম রাউন্ডে মেধাতালিকায় নাম এসেছে ৪ লক্ষ ২২ হাজার ২৪৫ জনের। এক লক্ষেরও বেশি পড়ুয়া কোনও কলেজেই আসন পাননি বলে সূত্রের খবর।

তবে, জানা গিয়েছে, এখনও রয়েছে সুযোগ৷ এখনও দু’রাউন্ড কাউন্সেলিং করবে উচ্চ শিক্ষা দফতর। এখন, সেক্ষেত্রে এক লক্ষেরও বেশি পড়ুয়া এই দুই রাউন্ডে কলেজে সিট পাবেন কি না, তা নিয়ে পর্যালোচনা করছেন উচ্চ শিক্ষা দফতরের আধিকারিকেরা। রাজ্যের মোট ৪৮১টি কলেজ কেন্দ্রীয়ভাবে এই অনলাইন ভর্তি প্রক্রিয়ায় যুক্ত রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: জরুরি অবস্থার ‘ক্ষত’ উস্কে দিল কেন্দ্র, এবার দেশজুড়ে ‘সংবিধান হত্যা দিবস’ পালনের ঘোষণা অমিত শাহের

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে চালু হয়েছিল এই ‘সেন্ট্রালাইজ়ড অ্যাডমিশন পোর্টাল’। এই পোর্টালের মাধ্যমে রাজ্যের ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার প্রক্রিয়া চলছে।

আগেই জানানো হয়েছিল, প্রথম দফার মেধাতালিকা প্রকাশ করা হবে আগামী ১২ জুলাই। ভর্তি প্রক্রিয়া শেষ হবে আগামী ১৮ জুলাই তারিখের মধ্যে। তারপর আসন অনুযায়ী আবার দ্বিতীয় দফার ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

আরও পড়ুন: সাদা শাড়িতে একেবারে অনন্য রূপে রাধিকা! দেখুন প্রাক বিবাহ অনুষ্ঠানের অদেখা সব ছবি

রাজ্যের ১৬টি বিশ্ববিদ্যালয়ে, ৪৬১টি সরাসরি সরকারি কলেজ এবং সরকার পোষিত কলেজ এই পোর্টালের আওতায় আছে। সেখানে ৭২১৭টি কোর্সে ৯ লক্ষ ৪৬ হাজার ৯২১ জন ভর্তি হতে পারবেন। নামকরা কলেজে আবেদনের হার ছিল বেশি। বেথুন, আশুতোষ, সিটি, জয়পুরিয়া–সহ কলকাতার একাধিক কলেজে একটি আসন পিছু ১০ জনের বেশি আবেদন করেছেন বলে জানা গিয়েছে। কলকাতার মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হওয়ার জন্য। সেখানে মোট আসন সংখ্যার প্রায় ১৯ গুণ আবেদন পড়েছে।

West Bengal College Admission Portal: বাংলার কলেজে পড়তে ভিন্ন রাজ্যের পড়ুয়াদের হিড়িক, কত পড়ুয়ার আবেদন জানেন? হা হয়ে যাবেন

কলকাতা: বাংলার কলেজগুলিতে অন্য রাজ্যের পড়ুয়াদের পড়ার আগ্রহ তুঙ্গে। স্নাতক স্তরে অভিন্ন পোর্টালে প্রায় ২৬টি রাজ্য থেকে পড়ুয়ারা আবেদন করেছেন। যার মধ্যে রয়েছে বিহার, অসম, উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে ২৫ হাজারেরও বেশি আবেদন। রাজ্যে পড়ার জন্য আবেদন এসেছে গুজরাত, রাজস্থান, মহারাষ্ট্র থেকেও।

সূত্রের খবর, গত ২৪ জুন থেকে এখনও পর্যন্ত এ রাজ্যের কলেজগুলিতে ভর্তির জন্য তৈরি কেন্দ্রীয় অনলাইন পোর্টালে ৮৭ হাজার ০১০টি আবেদন জমা পড়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। বুধবার শিক্ষামন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলের পোস্টে লেখেন, শুধু এ রাজ্যই নয় গুজরাট, উত্তরপ্রদেশ, কর্নাটক, মহারাষ্ট্র ও বিহার থেকেও এ রাজ্যের কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য আবেদনপত্র জমা পড়েছে।

আরও পড়ুন: IIT-কে রীতিমতো টক্কর, এই কলেজে পড়ে মিলল ৮৫ লক্ষ টাকা প্যাকেজের চাকরি! কীভাবে ভর্তি?

শিক্ষা দফতর জানিয়েছে, ২৪ জুন ২০২৪ থেকে কলেজে ভর্তির রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশন চলবে ৭ জুলাই পর্যন্ত। ১২ থেকে ১৮ জুলাই সিট প্রকাশ করে ভর্তিপ্রক্রিয়া শুরু করবে কলেজগুলি। ৭ অগাস্টের মধ্যে ভর্তির সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে। পোর্টালের মাধ্যমে পড়ুয়ারা একসঙ্গে সর্বোচ্চ ২৫টি কলেজে ভর্তির আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: CAT ছাড়াই MBA! রইল ১৫ পরীক্ষার নাম-পরীক্ষার সময়-কোর্স-কলেজের খোঁজ, জানুন

জানা গিয়েছে, বিনামূল্যে ভর্তির ফর্ম পূরণ করা যাবে। পড়ুয়া স্থানীয় ব্লক স্থানীয় কিয়স্কে (বিএসকে) গিয়েও ফর্ম পূরণ করতে পারবেন। চলতি শিক্ষাবর্ষ থেকে কলেজ ভিত্তিক অনলাইন এ ভর্তি নয়, কেন্দ্রীয় ভাবেই অনলাইনে কলেজে ছাত্র ভর্তি করবে রাজ্য। স্নাতক স্তরে কেন্দ্রীয় ভাবেই অনলাইনে ছাত্র ভর্তি করবে রাজ্য। এর জেরে কলেজগুলির হাতে ছাত্র ভর্তির মেধাতালিকা তৈরি নিয়ে কোনও ক্ষমতা থাকবে না। কলেজে ভর্তিতে দুর্নীতি আটকাতেই এই প্রক্রিয়া চালু হয়েছে।

College Admission 2024: কেন্দ্রীয় ভাবে অনলাইনে রাজ্যের কলেজগুলিতে ভর্তি কবে থেকে? বড় সিদ্ধান্ত শিক্ষা দফতরের

কলকাতা: এ বছর রাজ্যের কলেজে কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তি হবে। রাজ্যে স্নাতকে আর কলেজ ভিত্তিক ভর্তি হবে না। স্নাতকে ভরতি নিয়ে বড় সিদ্ধান্ত শিক্ষা দফতরের। সম্ভবত ২২ জুন থেকে ভর্তি প্রক্রিয়া শুরুর সম্ভাবনা।

চলতি শিক্ষাবর্ষ থেকে কলেজ ভিত্তিক অনলাইন এ ভর্তি নয়, কেন্দ্রীয় ভাবেই অনলাইনে কলেজে ছাত্র ভর্তি করবে রাজ্য। স্নাতক স্তরে কেন্দ্রীয় ভাবেই অনলাইনে ছাত্র ভর্তি করবে রাজ্য। এর জেরে কলেজগুলির হাতে ছাত্র ভর্তির মেধাতালিকা তৈরি নিয়ে কোনও ক্ষমতা থাকবে না। নির্বাচনী আচরণবিধি কাটলেই প্রয়োজনীয় বিজ্ঞপ্তি দেবে উচ্চ শিক্ষা দফতর বলেই সূত্রের খবর।

আরও পড়ুন: আগামী দু’ঘণ্টায় কলকাতায় ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি দমকা হাওয়া-বাজের সতর্কতা! আবহাওয়ার বড় খবর

ইতিমধ্যেই তার প্রস্তুতিও নিতে শুরু করছে রাজ্য। ২২ জুন থেকে কেন্দ্রীয় ভাবে অনলাইনে স্নাতক স্তরে ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু করতে চায় রাজ্য। অতীতে ছাত্র ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগে উঠেছে। বারবার অভিযোগ উঠেছে শাসকদলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে। এর আগেও একাধিক বার কেন্দ্রীয় ভাবে অনলাইনে ছাত্র ভর্তি করতে চাইলেও পারেনি রাজ্য। সূত্রের খবর, এবার কেন্দ্রীয় ভাবে অনলাইনে ছাত্র ভর্তিতে সবুজ সঙ্কেত এসেছে নবান্নের শীর্ষ মহল থেকে।

আরও পড়ুন: প্রচার শেষ হতেই সায়নী বললেন, ‘আমি জিতে গেছি’! যাদবপুরে কি জিতে গেল তৃণমূল? জানুন

২২ জুন এই প্রক্রিয়া চালু হলে অবশেষে স্নাতকে কেন্দ্রীয় অনলাইনে ভর্তি-প্রক্রিয়া শুরু হবে রাজ্যে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে তা আগেই বিজ্ঞপ্তি দিয়েছিল সরকার। রাজ্যজুড়ে একটি মাত্র পোর্টালের মাধ্যমেই আবেদন ও ভর্তি করা হবে। একটি পোর্টালের মাধ্যমেই যে কোনও কলেজ-বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ভর্তির আবেদন করা যাবে কলেজ নয়, উচ্চশিক্ষা সংসদের অ্যাকাউন্টে জমা দিতে হবে আবেদন ও ভর্তির ফি। সমস্যা এড়াতে স্বচ্ছতা আনতে উদ্যোগ নেওয়া হয়েছে।

কলেজের যে অর্থসংক্রান্ত বিষয়। অর্থাৎ ভর্তির সময় যে ফি দিতে হয় তা কলেজে দিতে হবে না। সংসদের তহবিলে টাকা দিতে হবে। ফলে কলেজের সঙ্গে আর্থিক লেনদেনের কোনও সম্পর্ক থাকছে না। আবেদনের ভিত্তিতে নির্দিষ্ট পদ্ধতিতে ভর্তি হতে পারবে।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়