Tag Archives: AFC Asian Cup 2019

India vs Hong Kong : মাঠে নামার আগেই এশিয়ান কাপের মূল পর্বে সুনীলের ভারত! হংকং ম্যাচ নিয়ম-রক্ষার

#কলকাতা: মাঠে নামার আগেই এশিয়ান কাপের মূল পর্বে সুনীলের ভারত! হংকং ম্যাচ শুধু নিয়ম-রক্ষার।প্যালেস্টাইন ফিলিপিনসকে ৪-০ ব্যবধানে হারিয়ে দেওয়ার ফলে ভারতের রাস্তা পরিষ্কার হয়ে গেল। আরো একবার সেরা মঞ্চের নিজেদের পরীক্ষা করতে পারবে ব্লু টাইগাররা।

আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় মিটিয়ে দিল ইগর স্টিমাচ ও সুনীল ছেত্রীর মধ্যে যাবতীয় দূরত্ব। হংকং ম্যাচের ২৪ ঘণ্টা আগে সাংবাদিক বৈঠকে কোচ ও অধিনায়কের রসায়নে সেই ছবিটাই ফুটে উঠেছে বারবার। কম্বোডিয়ার বিরুদ্ধে জোড়া গোলে দলকে মূল্যবান জয় এনে দিয়েছিলেন সুনীল। হ্যাটট্রিকের সুযোগ থাকলেও ম্যাচের ৫৯ মিনিটে তাঁকে তুলে নেন স্টিমাচ।

স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে খুশি হতে পারেননি ভারত অধিনায়ক। যা বুঝতে অসুবিধা হয়নি কোচের। তাই আফগান ম্যাচের আগে সুনীলের সঙ্গে আলাদা করে কথা বলেন তিনি। তারপর কাবুলিওয়ালার দেশকে হারানোর পরেই মন কষাকষির বরফ পুরোপুরি গলে। এবার দু’জনের লক্ষ্য, দেশকে ফের এএফসি এশিয়ান কাপের মূলপর্বের টিকিট এনে দেওয়া।

উল্লেখ্য, ২০১৯’এ এই স্বাদ পেয়েছিল ভারত। গত কয়েকদিন ধরেই বারবার সুনীলের উত্তরসূরি নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল স্টিমাচকে। এমনকী, ভারত অধিনায়ক নিজেও অবসরের জল্পনা উস্কে দিয়েছিলেন। যদিও এদিন সুনীলকে পাশে বসিয়ে স্টিমাচ সাফ জানিয়ে দিলেন, ‘দেশের জার্সিতে গোলের সেঞ্চুরি না হওয়া পর্যন্ত সুনীলকে ছাড়ছি না। তাই এবার ওর উত্তরসূরি খোঁজা বন্ধ হোক।’

ভারত অধিনায়কের মন্তব্য, ‘আমার একটাই স্বপ্ন, এশিয়ান কাপের আসরে নিয়মিত প্রতিনিধিত্ব করুক ভারত। এই টুর্নামেন্টের গুরুত্ব যে অনেকটাই আলাদা। পরপর দু’বার মূলপর্বে ওঠার সুযোগ রয়েছে। গত দু’টি ম্যাচে দল দারুণ খেলেছে। তবে তা এখন অতীত। মঙ্গলবার জেতার জন্য সেরাটা মেলে ধরতে হবে।’

গোল পার্থক্যের নিরিখে আপাতত গ্রুপের শীর্ষে হংকং। ফলে মঙ্গলবার ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে পৌঁছবে তারা। পক্ষান্তরে এক নম্বরে থেকে পরবর্তী পর্যায়ে পৌঁছনোর জন্য ভারতের প্রয়োজন ছিল জয়। না হলে অপেক্ষা করে থাকতে হত অন্যান্য গ্রুপের ফলের জন্য।

তবে দ্বিতীয় নয়, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মাথা উঁচু করে মূলপর্বে উঠতে চায় স্টিমাচ-ব্রিগেড।সাতদিনে তিনটে ম্যাচ। ফলে পর্যাপ্ত বিশ্রামের সময় কম পাচ্ছেন ফুটবলাররা। তাই হংকংয়ের বিরুদ্ধে দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রাখলেন স্টিমাচ। তাঁর সাফ কথা, ফিট ফুটবলারদের নামানো হবে। কারণ, এই দলে প্রতিটি খেলোয়াড়ের প্রথম একাদশে খেলায় যোগ্যতা রয়েছে।

India vs Afghanistan : কলকাতায় আজ সুনীলদের সামনে আফগানিস্তান, কড়া চ্যালেঞ্জ ভারতীয় ফুটবলের

#কলকাতা: আফগানিস্তান ফুটবল দলের সামনে শনিবার নামছে ভারতীয় ফুটবল দল। আজ আবার কলকাতায় নামবে ফুটবল প্রেমীদের ঢল। শহরের সব স্টেশন যাবে যুবভারতীর দিকে। সন্ধ্যাবেলায় ফুটবলের মক্কা আবার প্রস্তুত সুনীল, সন্দেশ, কোলাসোদের জন্য গলা ফাটাতে। শনিবার এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় ম্যাচ। আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত।

আরও পড়ুন – Hardik Pandya : নো টেনশন! দক্ষিণ আফ্রিকাকে সিরিজে হারানোর প্রতিজ্ঞা নিয়েছেন হার্দিক পান্ডিয়া

গত কয়েক বছরে অনেক বারই দুই দল মুখোমুখি হয়েছে। শেষ বারের ম্যাচটি ম্যাচ ড্র হয়েছিল। তবে শনিবার রাতে নামার আগে কিছুটা হলেও অ্যাডভান্টেজ থাকবেন সুনীল ছেত্রীরা। এর পিছনে ফুটবল বিশেষজ্ঞরা বেশ কয়েকটি কারণ দেখিয়েছে-বিপক্ষের থেকে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে ভারত। ঘরের মাঠে ম্যাচ।

তবে কম্বোডিয়া ম্যাচের মতো সহজ হবে না বলে মনে করেন স্টিমাচ। সুনীল ছেত্রীদের কোচ বলেছেন, ‘কম্বোডিয়ার বিরুদ্ধে আমরা ভাল খেলেছিলাম। নয়তো সেই ম্যাচটাও কঠিন হতে পারত। তবে অবশ্যই আফগানিস্থান, হংকং আরও কঠিন প্রতিপক্ষ। ট্যাকটিক্যালি অনেক উন্নত। বক্সে প্রচুর ক্রস তোলে। শক্তিশালী অ্যাটাকিং। গতিশীল ফুটবল খেলে।

আফগানিস্তানের বিরুদ্ধে ঠিকঠাক পজিশনিং, ভাল রিডিং দরকার। পাশাপাশি বেশি ডুয়েল জিততে হবে। আমাদের বুদ্ধি করে খেলতে হবে। আফগানিস্তান জেতার মানসিকতা নিয়েই নামবে। শারীরিক গঠনেও ভারতীয় ফুটবলারদের থেকে এগিয়ে থাকবে আফগানরা। তাই ফিজিক্যাল ফুটবল দিয়েই সুনীলদের কাবু করার চেষ্টা করবে তারা।

তার উপর ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলার সূত্রে আন্তর্জাতিক মঞ্চের অভিজ্ঞতাও ওদের অনেক বেশি। স্টিমাচ অবশ্য বলছেন, ওদের ফুটবলাররা আন্তর্জাতিক মঞ্চে খেলে যার গুণগত মান আইএসএলের থেকে ভাল। তাই ওদের মধ্যে একটা ঔদ্ধত্য রয়েছে। ম্যাচের রাশ নিজেদের হাতেই রাখতে হবে।

আগের বার যখন আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত, তার থেকে এখন দল অনেক ভাল জায়গায় রয়েছে, দাবি ক্রোয়েশিয়ান কোচের। কম্বোডিয়ার বিরুদ্ধে জানিয়েছিলেন, শুরু থেকেই অলআউট ঝাঁপাবে দল। কিন্তু আফগানিস্তান ম্যাচে খুব বেশি প্রেসিং ফুটবলে আগ্রহী নন স্টিমাচ।‌

এই প্রসঙ্গে তিনি বলেন, হাই প্রেসিং ফুটবল ১৫ মিনিটের বেশি খেলা যায় না। এরকম আদ্রতার মধ্যে একটানা একই ছন্দ ধরে রাখা খুবই কঠিন। আমাদের তাড়াহুড়ো করার কোনও কারণ নেই। প্রথম ম্যাচে যা ভুল করেছিল ভারতীয় দল, আজ আফগানিস্তানের বিপক্ষে সেগুলো শুধরে নেওয়ার চেষ্টায় থাকবেন ব্লু টাইগাররা।

India vs Cambodia : লজ্জায় মাথা হেঁট ভারতীয় ফুটবলের! কম্বোডিয়ার কাছে ক্ষমা চাইল ফেডারেশন

#কলকাতা: কম্বোডিয়ার কাছে ফুটবল ম্যাচে দাপটের সঙ্গে জয় পেয়েছে ভারত। পুরো সময় সুনীল ছেত্রী মাঠে থাকলে হয়তো আরো বেশি ব্যবধান হতে পারত। কিন্তু জয়ের পরেও লজ্জায় মাথা হেঁট ভারতীয় ফুটবলের। তার জন্য দায়ী এআইএফএফ। একটা সাধারন ঘটনাকে কেন্দ্র করে তাদের দায়িত্বজ্ঞানহীনতা আবার বুঝিয়ে দিলো ভারতীয় ফুটবল ফেডারেশন কতটা অপেশাদার এবং অপদার্থ।

আরও পড়ুন – IND vs SA : দিল্লির গরমে নাকাল অবস্থা দক্ষিণ আফ্রিকার! মাঠে নামার আগেই চাপে অধিনায়ক

বুধবার কম্বোডিয়ার বিরুদ্ধে ভারতের ম্যাচ শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত নিয়ে যান্ত্রিক বিভ্রাট হয়। ভারতের জাতীয় সঙ্গীত হয়ে গেলেও কম্বোডিয়ার জাতীয় সঙ্গীত শুরু হতে মিনিট পাঁচেক সময় লাগে। গোটা ঘটনার জন্য ক্ষমা চেয়ে কম্বোডিয়ার ফুটবল সংস্থাকে চিঠি পাঠাল ভারতীয় ফুটবল সংস্থা। কম্বোডিয়ার তরফে দাবি করা হয়েছে, কলকাতায় পৌঁছনোর পর থেকেই বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছে তারা।

হোটেলের কিছু কর্মী নাকি ফুটবলারদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। যে খাবার দেওয়া হয়েছে তা নাকি পর্যাপ্ত ছিল না। সমস্যা তৈরি হয় জাতীয় পতাকা নিয়েও। কম্বোডিয়া যে জাতীয় পতাকা দিয়েছিল, তার রং এবং দৈর্ঘ্য-প্রস্থ ঠিক নেই বলে বাতিল করে দেয় এএফসি। বদলে গ্রাফিক ছবি ব্যবহার করা হয়।

জানা গিয়েছে, কম্বোডিয়া নাকি নিজেদের জাতীয় পতাকা নিয়েই আসেনি। এখান থেকে জাতীয় পতাকা জোগাড় করা হয়েছে বলেই গণ্ডগোল হয়েছে। তবে জাতীয় সঙ্গীত বিভ্রাটের ক্ষেত্রে দায়িত্ব আয়োজক হিসাবে থাকা ভারতেরই। বৃহস্পতিবার কম্বোডিয়া ফুটবল সংস্থাকে চিঠি লেখেন ভারতীয় ফুটবল সংস্থার সেক্রেটারি জেনারেল অনিত কামাত।

তিনি জানিয়েছেন, হোটেলের কর্মীদের ব্যবহার এবং দেরিতে জাতীয় সঙ্গীত বাজানো ঘিরে যে অসন্তোষ তৈরি হয়েছে, তার জন্য তাঁরা দুঃখিত। প্রযুক্তিগত ত্রুটির কারণেই জাতীয় সঙ্গীত বাজাতে দেরি হয়েছে। ভবিষ্যতে যাতে এ রকম না হয়, তার খেয়াল রাখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে কম্বোডিয়া ম্যাচ জয়ের পর কলকাতার বুকে আফগানিস্তান এবং হংকং ম্যাচ খেলতে হবে ভারতকে। হাতে মাত্র একটা দিন সময়। তাই অধিনায়ক সুনীল ছেত্রী এবং কোচ ইগর দলের আত্মবিশ্বাস এবং ফোকাস ঠিক রাখতে মরিয়া। কবে ভারতীয় ফুটবল ফেডারেশনের এমন ভুল সত্যিই লজ্জার।