Tag Archives: airtel Prepaid Plans

নতুন প্রিপেড প্ল্যান চালু করেছে Airtel; আপনি এবার পাবেন বিরাট এই সুবিধা

বর্তমান সময়ে ভারতের টেলিকম বাজারে চলছে তীব্র প্রতিযোগিতা। বিভিন্ন টেলিকম কোম্পানি নিজেদের গ্রাহক ধরে রাখতে এবং নতুন গ্রাহকদের কাছে পৌঁছে যাওয়ার জন্য লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন প্ল্যান। গ্রাহক ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের প্ল্যান চালু করার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সুবিধা সেই সকল প্ল্যানে যুক্ত করা হচ্ছে।
বর্তমান সময়ে ভারতের টেলিকম বাজারে চলছে তীব্র প্রতিযোগিতা। বিভিন্ন টেলিকম কোম্পানি নিজেদের গ্রাহক ধরে রাখতে এবং নতুন গ্রাহকদের কাছে পৌঁছে যাওয়ার জন্য লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন প্ল্যান। গ্রাহক ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের প্ল্যান চালু করার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সুবিধা সেই সকল প্ল্যানে যুক্ত করা হচ্ছে।
বর্তমান সময়ে টেলিকম কোম্পানিগুলি তাদের গ্রাহকদের আকর্ষণ করার জন্য প্ল্যানের সঙ্গে যুক্ত করেছে বিভিন্ন ধরনের ওটিটি প্ল্যাটফর্ম। একই সঙ্গে সেই সকল প্ল্যানে দেওয়া হচ্ছে আরও বিভিন্ন ধরনের সুবিধা। জনপ্রিয় টেলিকম কোম্পানি এয়ারটেল নিয়ে এসেছে তেমনই আকর্ষণীয় কয়েকটি প্ল্যান। এক নজরে দেখে নেওয়া যাক এই প্ল্যানের সমস্ত খুঁটিনাটি বিষয়।
বর্তমান সময়ে টেলিকম কোম্পানিগুলি তাদের গ্রাহকদের আকর্ষণ করার জন্য প্ল্যানের সঙ্গে যুক্ত করেছে বিভিন্ন ধরনের ওটিটি প্ল্যাটফর্ম। একই সঙ্গে সেই সকল প্ল্যানে দেওয়া হচ্ছে আরও বিভিন্ন ধরনের সুবিধা। জনপ্রিয় টেলিকম কোম্পানি এয়ারটেল নিয়ে এসেছে তেমনই আকর্ষণীয় কয়েকটি প্ল্যান। এক নজরে দেখে নেওয়া যাক এই প্ল্যানের সমস্ত খুঁটিনাটি বিষয়।
Airtel দেশের অন্যতম শীর্ষস্থানীয় জনপ্রিয় টেলিকম কোম্পানি। এয়ারটেল একটি প্রিপেড প্ল্যান অফার করা শুরু করেছে, যার মূল্য ৬৬৬ টাকা, এবং এটি ৮৪ দিনের জন্য বৈধ। নতুন প্রিপেড প্ল্যান সারা দেশে যে কোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কলিং অফার করে।
Airtel দেশের অন্যতম শীর্ষস্থানীয় জনপ্রিয় টেলিকম কোম্পানি। এয়ারটেল একটি প্রিপেড প্ল্যান অফার করা শুরু করেছে, যার মূল্য ৬৬৬ টাকা, এবং এটি ৮৪ দিনের জন্য বৈধ। নতুন প্রিপেড প্ল্যান সারা দেশে যে কোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কলিং অফার করে।
এয়ারটেলের নতুন প্ল্যানে বিনামূল্যে জাতীয় রোমিংও রয়েছে এবং অতিরিক্ত সুবিধাও রয়েছে। যেমন - দৈনিক ১০০টি SMS বিনামূল্যে এবং ১.৫GB ডেটার সুবিধা।
এয়ারটেলের নতুন প্ল্যানে বিনামূল্যে জাতীয় রোমিংও রয়েছে এবং অতিরিক্ত সুবিধাও রয়েছে। যেমন – দৈনিক ১০০টি SMS বিনামূল্যে এবং ১.৫GB ডেটার সুবিধা।
5G স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একচেটিয়া সুবিধা -যে সমস্ত ব্যবহারকারীরা 5G স্মার্টফোন ব্যবহার করছেন এবং 5G নেটওয়ার্কগুলি অ্যাক্সেস করছেন, তাঁদের জন্য Airtel আরও সীমাহীন 5G ডেটা অ্যাক্সেস করার সুযোগ দেয়৷ এই অফারগুলি পেতে, ব্যবহারকারীদের তাঁদের হ্যান্ডসেটে Airtel থ্যাক্স অ্যাপ ডাউনলোড করতে হবে এবং আনলিমিটেড 5G প্ল্যান সক্রিয় করতে হবে।
5G স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একচেটিয়া সুবিধা –
যে সমস্ত ব্যবহারকারীরা 5G স্মার্টফোন ব্যবহার করছেন এবং 5G নেটওয়ার্কগুলি অ্যাক্সেস করছেন, তাঁদের জন্য Airtel আরও সীমাহীন 5G ডেটা অ্যাক্সেস করার সুযোগ দেয়৷ এই অফারগুলি পেতে, ব্যবহারকারীদের তাঁদের হ্যান্ডসেটে Airtel থ্যাক্স অ্যাপ ডাউনলোড করতে হবে এবং আনলিমিটেড 5G প্ল্যান সক্রিয় করতে হবে।
একই সঙ্গে সেই সকল গ্রাহকদের নিশ্চিত করতে হবে যে, তাঁদের ফোনের সেটিংস 5G/4G/3G/2G পরিষেবার সঙ্গে মোবাইল নেটওয়ার্ক পছন্দ করার জন্য কনফিগার করা হয়েছে। সেই সঙ্গে, এই প্রিপেড প্ল্যানে বিনামূল্যে Hello Tunes এবং Wynk Music-এ অ্যাক্সেসের মতো অফার রয়েছে।
একই সঙ্গে সেই সকল গ্রাহকদের নিশ্চিত করতে হবে যে, তাঁদের ফোনের সেটিংস 5G/4G/3G/2G পরিষেবার সঙ্গে মোবাইল নেটওয়ার্ক পছন্দ করার জন্য কনফিগার করা হয়েছে। সেই সঙ্গে, এই প্রিপেড প্ল্যানে বিনামূল্যে Hello Tunes এবং Wynk Music-এ অ্যাক্সেসের মতো অফার রয়েছে।
ইন-ফ্লাইট প্যাক -সম্প্রতি, টেলিকম কোম্পানিগুলি ইন-ফ্লাইট প্ল্যান চালু করেছে। যা ফ্লাইটের সময় ব্যবহারকারীদের কানেক্টিভিটির চাহিদা পূরণ করে। Airtel-এর ১৯৫ টাকার এই প্ল্যানে, ব্যবহারকারীরা ২৫০MB ডেটার সঙ্গে ১০০ মিনিটের আউটগোয়িং কল এবং ১০০টি বিনামূল্যে SMS পাবেন। অন্য দিকে, ২৯৫ টাকার প্ল্যানে ৫০০MB ডেটা এবং ৫৯৫ টাকার প্ল্যান ১GB ডেটার সুবিধা পাওয়া যায়। এই প্ল্যান মূলত চালু করা হয়েছে ফ্লাইটে থাকার সময় ব্যবহার করার জন্য।
ইন-ফ্লাইট প্যাক –
সম্প্রতি, টেলিকম কোম্পানিগুলি ইন-ফ্লাইট প্ল্যান চালু করেছে। যা ফ্লাইটের সময় ব্যবহারকারীদের কানেক্টিভিটির চাহিদা পূরণ করে। Airtel-এর ১৯৫ টাকার এই প্ল্যানে, ব্যবহারকারীরা ২৫০MB ডেটার সঙ্গে ১০০ মিনিটের আউটগোয়িং কল এবং ১০০টি বিনামূল্যে SMS পাবেন। অন্য দিকে, ২৯৫ টাকার প্ল্যানে ৫০০MB ডেটা এবং ৫৯৫ টাকার প্ল্যান ১GB ডেটার সুবিধা পাওয়া যায়। এই প্ল্যান মূলত চালু করা হয়েছে ফ্লাইটে থাকার সময় ব্যবহার করার জন্য।