Tag Archives: Akash Ambani

RIL AGM 2024: আর যেতে হবে না সিনেমাহলে, বাড়িতেই বিনোদনের বিপুল মজা; খুব শীঘ্রই আসছে JioTV OS, JioHome এবং JioTV+

গ্রাহকদের জন্য দারুণ সুখবর। টেলিকম ব্র্যান্ডের বাইরেও এবার ডালপালা মেলছে Reliance Jio। ফলে ঘরে বসেই এবার বিনোদনের সুযোগ পাবেন গ্রাহকরা। গত ২৯ অগাস্ট অনুষ্ঠিত হয় অ্যানুয়াল জেনারেল মিটিং। সেখানে রিলায়েন্স ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান আকাশ আম্বানি একগুচ্ছ নতুন পণ্যের কথা ঘোষণা করেছেন। দেশের মধ্যে বিনোদনের ক্ষেত্রে আসবে আমূল পরিবর্তন। আকাশ আম্বানি JioTV OS, JioHome এবং JioTV+ এর কথা ঘোষণা করেছেন। যা হোম এন্টারটেনমেন্টকে নয়া উচ্চতায় নিয়ে যাবে। জেনে নেওয়া যাক, রিলায়েন্স জিও এজিএম-এ কী কী ঘোষণা করেছেন আকাশ আম্বানি।

আরও পড়ুনঃ শেয়ার দর লাফিয়ে বাড়ল ২.৬%, আগামী সপ্তাহে বোনাস ইস্যু করার সিদ্ধান্ত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের

JioTV OS:
খুব শীঘ্রই JioTV OS চালু করতে চলেছে জিও। জিও সেট-টপ বক্স (STB)-এর জন্য একচেটিয়া ভাবে ডিজাইন করা একটি সম্পূর্ণ হোম-গ্রোন অপারেটিং সিস্টেম এটি। ব্যবহারকারীদের জন্য একটি দ্রুত, মসৃণ এবং আরও ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা প্রদানের জন্য এই নতুন OS কীভাবে তৈরি করা হয়েছে, সেটাও তুলে ধরেন আকাশ আম্বানি। Ultra HD 4K video, Dolby Vision এবং Dolby Atmos-এর মতো হাই-এন্ড ফিচারও সাপোর্ট করবে এটি। ফলে নিজের ঘরে বসেই সিনেমা হলের মতো অনুভূতি পাওয়া যাবে। এই OS জনপ্রিয় Hello Jio ভয়েস অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ইন্টিগ্রেটেড। যা এখন উন্নত জেনারেটিভ এআই প্রযুক্তি দ্বারা চালিত।

JioHome:
JioHome-এর কারণে ভারতীয় বাড়িগুলি আরও স্মার্ট হয়ে উঠবে। যা নয়া IoT সলিউশনসের সঙ্গে সংযুক্ত। আকাশের ঘোষণা, IoT হল স্মার্ট হোমের ভবিষ্যৎ। যা আলো, এয়ার কন্ডিশনার এবং সিকিউরিটি সিস্টেমের মতো ডিভাইসের নিরবচ্ছিন্ন ইন্টিগ্রেশনের অনুমতি দেয়। ঘরে প্রবেশ করামাত্রই স্বয়ংক্রিয় ভাবে চালু হয়ে যাচ্ছে এয়ার কন্ডিশনার অথবা মুভি শুরু হতে না হতেই স্বয়ংক্রিয় ভাবে আলো নিভে যাচ্ছে, এমনটা এখন শুধু ভাবনাতেই সীমাবদ্ধ। তবে তা সম্ভব করবে JioHome IoT সলিউশনস। এটা সম্পূর্ণ রূপে সংযুক্ত থাকবে JioTV OS-এর সঙ্গে।

আরও পড়ুনঃ প্রতি ৩০ দিনে দশ লক্ষ ঘরে পৌঁছনোই এখন লক্ষ্য; আর আত্মবিশ্বাসের সঙ্গে রেকর্ড গতিতে ১০ কোটিতে পৌঁছবে JioAirFiber, বললেন মুকেশ আম্বানি

JioTV+
ব্যবহারকারীরা কীভাবে ডিজিটাল বিনোদন গ্রহণ করছেন, তাতে পরিবর্তন আনবে JioTV+। এর মধ্যে সম্মিলিত থাকবে লাইভ টিভি, অন-ডিমান্ড শো এবং সহজে ব্যবহারযোগ্য প্ল্যাটফর্ম। ৮৬০টি লাইভ টিভি চ্যানেল এবং Amazon Prime Video and Disney+ Hotstar আর JioTV+ র মতো ওটিটি অ্যাপের কন্টেন্ট দেখার সুযোগ তো মিলবেই। তার সঙ্গে JioTV+ মিলবে বিনোদনের সুবিশাল লাইব্রেরি।

Jio Foundation: পশ্চিমবঙ্গ ও বিহারে ৯৭৩.৬৩ কোটি টাকায় অতিরিক্ত স্পেকট্রাম কিনল জিও

মুম্বইঃ ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের সাম্প্রতিক নিলামে বিহার এবং পশ্চিমবঙ্গে অতিরিক্ত 1800 MHz ব্যান্ডের স্পেকট্রাম কিনল জিও। সংস্থার তরফে জানানো হয়েছে, এই সব এলাকায় পরিষেবার মান উন্নত করা এবং নেটওয়ার্ক অবকাঠামো শক্তিশালী করাই প্রধান লক্ষ্য।

জিও-র তরফে জানানো হয়েছে, বিহারে ৪২০.২৫ কোটি ব্যয়ে 5.0 MHz ব্যান্ড এবং পশ্চিমবঙ্গে ৫৫৩.৩৮ কোটি টাকা খরচ করে 9.4 MHz ব্যান্ড কেনা হয়েছে। মোট 14.4 MHz ব্যান্ডের জন্য খরচ হয়েছে ৯৭৩.৬৩ কোটি টাকা। স্পেকট্রাম নিলামের শর্ত অনুযায়ী, ২০টি সমান কিস্তিতে এই দাম শোধ করতে হবে, যার সুদ বার্ষিক ৮.৬৫ শতাংশ।

একটি বিবৃতিতে জিও জানিয়েছে, এই পদক্ষেপের ফলে স্পেকট্রাম ফ্রন্টে কোম্পানির অবস্থান আরও শক্তিশালী হবে। উন্নত হবে ৪জি এবং ৫জি পরিষেবার মান। কোম্পানির উদ্দেশ্য, দেশ জুড়ে গ্রাহককে আরও ভাল অভিজ্ঞতা দেওয়া এবং ভৌগলিক ক্ষেত্রে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করা।

সঙ্গে যোগ করা হয়েছে, জিও-র স্পেকট্রাম বেড়ে 26,801 MHz (আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক) হয়েছে। যা কোম্পানির অবস্থানকে আরও দৃঢ় করেছে। ইতিমধ্যেই ৪জি এবং ৫জি-র মতো ব্যান্ডউইথ দক্ষ প্রযুক্তিতে গোটা ভারত জুড়ে সর্বাধিক স্পেকট্রাম স্থাপন করেছে জিও।

বলে রাখা ভাল, জিও-ই ভারতের একমাত্র অপারেটর যাদের লো ব্যান্ড, মিড ব্যান্ড এবং হাই ব্যান্ড (700 MHz, 3300 MHz এবং 26 GHz) স্পেকট্রাম অ্যাক্সেস রয়েছে। যা গ্রাহকদের ৫জি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অনন্য সুবিধা প্রদান করে।

রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান আকাশ আম্বানি বলেন, “ডিজিটাল ইন্ডিয়া ভিশনের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যেই পুরোদমে সেই কাজ চলছে। মাত্র ১২ মাসের মধ্যে বিশ্বের দ্রুততম এবং প্রশস্ত স্ট্যান্ড অ্যালোন ৫জি নেটওয়ার্ক তৈরি করেছি আমরা। এই নতুন স্পেকট্রাম ক্রমবর্ধমান ট্র্যাফিক চাহিদা এবং গ্রাহকের নতুন আকাঙ্ক্ষা ও অভিজ্ঞতা মেটাতে সক্ষম হবে, যা আর শহুরে বাজারের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা চাই প্রত্যেক ভারতীয় জিও-র পরবর্তী প্রজন্মের ডিজিটাল সলিউশনের রূপান্তরমূলক সুবিধাগুলি উপভোগ করুন”।