Tag Archives: allest Durga statue

Durga pujo 2024: সপরিবারে উলুবেড়িয়া থেকে সোজা কানাডার টরোন্টোর পথে উমা! প্রতিমা শিল্পী সঞ্জীব চন্দ্রের ফাইবারের মূর্তি এই সপ্তাহেই উঠবে কানাডাগামী জাহাজে

উলুবেড়িয়া, সন্তু মালিক:  দুর্গাপুজো আসতে এখনও প্রায় মাস তিনেক দেরি রয়েছে। যদিও ইতিমধ্যে রাজ্যজুড়ে প্রায় সর্বত্রই খুঁটি পুজো শুরু হয়ে গিয়েছে।   এই বাংলা থেকে অনেক মূর্তি এখন থেকেই বিদেশে পাড়ি দেয়৷
উলুবেড়িয়া, সন্তু মালিক:  দুর্গাপুজো আসতে এখনও প্রায় মাস তিনেক দেরি রয়েছে। যদিও ইতিমধ্যে রাজ্যজুড়ে প্রায় সর্বত্রই খুঁটি পুজো শুরু হয়ে গিয়েছে।   এই বাংলা থেকে অনেক মূর্তি এখন থেকেই বিদেশে পাড়ি দেয়৷
এমনই এক প্রতিমা শিল্পীর নাম সঞ্জীব চন্দ্র৷  তাঁর বানানো প্রতিমাটি উলুবেড়িয়া ময়রাপাড়া থেকে কানাডার টরোন্টোয় পাড়ি দেবে। সবকিছু ঠিক থাকলে এই সপ্তাহেই জাহাজে করে সপরিবারের কানাডার পথে পাড়ি দেবেন উমা।
এমনই এক প্রতিমা শিল্পীর নাম সঞ্জীব চন্দ্র৷  তাঁর বানানো প্রতিমাটি উলুবেড়িয়া ময়রাপাড়া থেকে কানাডার টরোন্টোয় পাড়ি দেবে। সবকিছু ঠিক থাকলে এই সপ্তাহেই জাহাজে করে সপরিবারের কানাডার পথে পাড়ি দেবেন উমা।
৬ ফুট উচ্চতার এই ফাইবারের দুর্গা প্রতিমাটি তৈরী করেছেন উলুবেড়িয়া ময়রাপাড়ার শিল্পী সঞ্জীব চন্দ্র। ইতিমধ্যে প্রতিমার যাবতীয় কাজ শেষ। তবে শুধু দুর্গা প্রতিমা নয় তার সঙ্গে এই রাজ্য থেকে ঢাক সহ পুজোর বিভিন্ন সামগ্রী ও কানাডায় পাঠানো হচ্ছে।
৬ ফুট উচ্চতার এই ফাইবারের দুর্গা প্রতিমাটি তৈরী করেছেন উলুবেড়িয়া ময়রাপাড়ার শিল্পী সঞ্জীব চন্দ্র। ইতিমধ্যে প্রতিমার যাবতীয় কাজ শেষ। তবে শুধু দুর্গা প্রতিমা নয় তার সঙ্গে এই রাজ্য থেকে ঢাক সহ পুজোর বিভিন্ন সামগ্রী ও কানাডায় পাঠানো হচ্ছে।

 

সঞ্জীব চন্দ্র জানান ‘‘ফেসবুকে আমার প্রতিমার কাজ দেখে কানাডা থেকে প্রতিমা গড়ার জন্য আমন্ত্রন আসে । পুরো প্রতিমাটি ফাইবার দিয়ে তৈরী। প্রতিমাটি তৈরী করতে ৪০ দিন সময় লেগেছে।’’
সঞ্জীব চন্দ্র জানান ‘‘ফেসবুকে আমার প্রতিমার কাজ দেখে কানাডা থেকে প্রতিমা গড়ার জন্য আমন্ত্রন আসে । পুরো প্রতিমাটি ফাইবার দিয়ে তৈরী। প্রতিমাটি তৈরী করতে ৪০ দিন সময় লেগেছে।’’
এই সপ্তাহেই জাহাজে করে রওনা দেবে প্রতিমাটি৷ আগামী দুইমাসের মধ্যেই উমা সপরিবারে কানাডার টরেন্টোয় পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে নিজের হাতে তৈরি প্রতিমা বিদেশে পাড়ি দেওয়ায় খুবই খুশি সঞ্জীব। তবে তাঁর তৈরি প্রতিমা এই প্রথম বিদেশ পাড়ি দিচ্ছে না৷  এর আগেও দুবাই‌, লাক্সেমবার্গ সহ বিভিন্ন জায়গায় গিয়েছিল সঞ্জীবের হাতের তৈরী ফাইবারর দুর্গা প্রতিমা।
এই সপ্তাহেই জাহাজে করে রওনা দেবে প্রতিমাটি৷ আগামী দুইমাসের মধ্যেই উমা সপরিবারে কানাডার টরেন্টোয় পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে নিজের হাতে তৈরি প্রতিমা বিদেশে পাড়ি দেওয়ায় খুবই খুশি সঞ্জীব। তবে তাঁর তৈরি প্রতিমা এই প্রথম বিদেশ পাড়ি দিচ্ছে না৷  এর আগেও দুবাই‌, লাক্সেমবার্গ সহ বিভিন্ন জায়গায় গিয়েছিল সঞ্জীবের হাতের তৈরী ফাইবারর দুর্গা প্রতিমা।