Tag Archives: Amit Shah

অমিত শাহ: জীবন, সাফল্য, কেরিয়ার এক নজরে!

পুরো নাম

অমিত শাহ।

জন্ম

১৯৬৪ সালের ২২ অক্টোবর মুম্বইতে জন্মগ্রহণ করেন।

পরিবার

স্ত্রী – সোনালবেন শাহ।

বাবা – অমিতভাই অনিল চন্দ্র শাহ।

মা – শ্রীমতি কুসুমবেন শাহ।  

দলের নাম

ভারতীয় জনতা পার্টি।

অমিত শাহ সম্পর্কে

বর্তমানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় জনতা পার্টির সেকেন্ড ইন কম্যান্ড-ও ধরা হয় তাঁকে। বিস্তর অভিজ্ঞতা। ভারতীয় রাজনীতিতে বিজেপির উত্থানের পিছনে তিনিই অন্যতম কুশীলব।

ব্যক্তিগত জীবন

মুম্বইয়ের একটি ধনী জৈন পরিবারে জন্ম শাহের। মেহসানায় স্কুলের পড়াশোনা শেষ করে ভর্তি হন আমেদাবাদের সিইউ শাহ সায়েন্স কলেজে। সেখান থেকেই বায়ো-কেমিস্ট্রিতে স্নাতক হন। মাত্র ১৪ বছর বয়সেই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘে যোগ দেন শাহ। কিছুদিন বাবার ব্যবসা সামলেছেন। আমেদাবাদের একটি সমবায় ব্যাঙ্কেও কর্মরত ছিলেন। শুধু তাই নয়, সামান্য সময়ের জন্য স্টক ব্রোকার হিসেবেও কাজ করেছেন।   

ব্যাঙ্কের ভাগ্যের চাকা

২০০০ সালে আহমেদাবাদ জেলা সমবায় ব্যাঙ্কের সভাপতি হন শাহ। সেই সময় প্রায় ৩৬ কোটি টাকা লোকসান হয়েছিল ব্যাঙ্কের। বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল তাদের প্রয়োজন ছিল দক্ষ নেতৃত্বের। সেই সময় দায়িত্বভার নেন শাহ। এক বছরের মধ্যে ব্যাঙ্কের ভাগ্যের চাকা ঘুরে যায়। সে বছর রেকর্ড ২৭ কোটি টাকা লাভ হয়।

রাজনৈতিক জীবনের শুরু

১৯৮৬ সালে বিজেপিতে যোগ দেন অমিত শাহ। একবছর পর বিজেপির যুব শাখা ভারতীয় জনতা যুব মোর্চার কর্মী হন। ধীরে ধীরে পদন্নোতিও হয়। দলের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ যেমন রাজ্য সম্পাদক, সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক হন। ১৯৯১ সালে গুজরাতের গান্ধিনগর আসন থেকে লড়েন বর্ষীয়ান বিজেপি নেতা এল কে আদবানি। তাঁর প্রচারের দায়িত্বে ছিলেন শাহ।

৯০-এর দশকের মাঝামাঝি সময়ে কেশুভাই পটেলের নেতৃত্বে গুজরাতে সরকার গঠন করে বিজেপি। সেই সময় রাজ্যের গ্রামীণ এলাকায় কংগ্রেসের ব্যাপক প্রভাব ছিল। রাজ্যে কংগ্রেসের প্রভাব খর্ব করার জন্য নরেন্দ্র মোদির সঙ্গে অমিত শাহকে দলের হাইকমান্ড দায়িত্ব দেয়। তাঁরা বিপুল সংখ্যক কংগ্রেস কর্মীকে বিজেপিতে আনেন। কিন্তু বেশিরভাগই পঞ্চায়েত নির্বাচনে হেরে যায়।

গুজরাত

২০০১ সালে দুর্বল প্রশাসনের অভিযোগে মুখ্যমন্ত্রী পদ থেকে কেশুভাই পটেলকে সরিয়ে দেয় বিজেপি হাইকম্যান্ড। সেই জায়গায় মুখ্যমন্ত্রী হন নরেন্দ্র মোদি। ফলস্বরূপ রাজনৈতিক গুরুত্ব বাড়ে অমিত শাহের। ২০০২ সালে একাধিক মন্ত্রিত্ব দেওয়া হয় শাহকে। ২০০৪ সালে ইউপিএ-এর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার পোটা আইন বাতিল করার সিদ্ধান্ত নেয়, কিন্তু অমিত শাহ গুজরাত কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম (জিসিওসি) বিল রাজ্য বিধানসভায় পাস করতে সক্ষম হন। ধর্মীয় স্বাধীনতা আইন পাশ করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শাহ।

জাতীয় রাজনীতিতে উত্থান

২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর অমিত শাহের কেরিয়ায় অক্সিজেন পায়। মোদি প্রধানমন্ত্রী হওয়াতে শাহেরও গুরুত্ব বাড়ে। অমিত শাহকে উত্তরপ্রদেশের ইনচার্জ হিসেবে বেছে নিয়েছিলেন তৎকালীন দলের সভাপতি রাজনাথ সিং। তিনি দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। এরপর ২০১৪ সালের জুলাই মাসে তাঁকে সর্বসম্মতি ক্রমে দলের সর্বভারতীয় সভাপতি হন। ২০১৬ সালের জানুয়ারিতে ফের নির্বাচিত হন।

Amit Shah: অমিত শাহের বঙ্গ সফর স্থগিত, রবিবার রাতেই রাজ্যে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা: স্থগিত হয়ে গেল অমিত শাহের বঙ্গসফর৷ রবিবার রাতেই এ রাজ্যের সফরে আসার কথা ছিল অমিত শাহের৷ সেই মতো প্রস্তুতিও সারা ছিল৷ সোমবার ঠাসা কর্মসূচি ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর৷ কিন্তু হঠাৎই জরুরি কাজ থাকায় সফর আপাতত স্থগিত রাখা হল৷ বিজেপি সূত্রে খবর, এর পিছনে মূল ভূমিকা রয়েছে বিহার পরিস্থিতির৷ বিহারে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে উঠেছে৷ সেই কারণেই এ রাজ্যে অমিত শাহের সফর আপাতত স্থগিত রাখা হয়েছে বলে খবর মিলেছে বিজেপি সূত্রে৷

এ রাজ্যে অমিত শাহের একাধিক কর্মসূচি ঠিক করা ছিল৷ রবিবার দলের নেতাদের সঙ্গে বৈঠকের কথা ছিল অমিত শাহের৷ তার আগে রবিবার সকালে তাঁর যাওয়ার কথা ছিল বারাসতে৷ সেখানে চারটি লোকসভা কেন্দ্রের সাংগঠনিক বৈঠক করার কথা ছিল৷ শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরেও কর্মসূচি ছিল অমিত শাহের৷

বাংলার প্রতিবেশী রাজ্য বিহারের রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল৷ সেখানে আরজেডি-এর সঙ্গে জোট ভেঙে বিজেপি-এর সঙ্গে যেতে পারে নীতীশ কুমারের জেডিইউ৷ রবিবারই নাকি নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন নীতীশ৷ বিজেপি সূত্রে খবর, বিহারের রাজনৈতিক পটপরিবর্তনের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Amit Shah: অমিত শাহের মঞ্চে থাকতে পারেন ‘তৃণমূল সাংসদ’!.. শান্তিকুঞ্জের আরও এক সদস্য কি যাচ্ছেন পদ্ম শিবিরে?

কলকাতা: দাদার পথেই ভাই? অমিত শাহর সভামঞ্চে কি এবার ফুল বদল করতে চলেছেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী? জোর জল্পনা। গত লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হন। কিন্তু বর্তমানে শাসকদলের সঙ্গে কার্যত সাপে-নেউলে সম্পর্ক তাঁর। বহুদিন ধরেই তৃণমূল কংগ্রেসের কোনও কর্মসূচিতে দেখা না গেলেও দিব্যেন্দু অধিকারীকে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ কিম্বা রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান বিজেপি নেতাদের সঙ্গে এক সারিতে বসে দেখতেও দেখা গিয়েছে। তবে, সাম্প্রতিককালে যেমন দিব্যেন্দু অধিকারীকে কোনও তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি৷ ঠিক তেমনি অবশ্য বিজেপির কোনও রাজনৈতিক কর্মসূচিতেও দেখা যায়নি।

শনিবার বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। রবিবার ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। এরই মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেচেদায় সভা করবেন অমিত শাহ। যে এলাকায় অমিত শাহর সভা সেই এলাকাটি তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর কেন্দ্রের অন্তর্গত। সূত্রের খবর, মেচেদার শাহী মঞ্চেই ফুল বদল করে বিজেপিতে যোগদান করতে চলেছেন শান্তিকুঞ্জের আরও এক সদস্য।

আরও পড়ুন: ফের বঙ্গ সফরে অমিত শাহ! বরানগরের মহামিলন মঠ দিয়ে শুরু..তারপরে ঠাসা কর্মসূচি

২০২০ সালের ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের হাত ধরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু। এবার কি সেই পথেই হাঁটতে চলেছেন দিব্যেন্দু? এই প্রশ্ন নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই সৌম্যেন্দু অধিকারীর হাত ধরে গত বিধানসভা নির্বাচনের আগে শান্তিকুঞ্জের বাগানে ফুটেছে জোড়া পদ্ম।

শান্তিকুঞ্জের বর্ষীয়ান সদস্য তথা তৃণমূলের টিকিটে জেতা কাঁথির সাংসদ শিশির অধিকারী কিম্বা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী সরাসরি এখনও বিজেপিতে যোগ দেননি। তবে, শিশির অধিকারীকে নিজের জেলায় গত বিধানসভা ভোটের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক সভায় একই মঞ্চে দেখা গিয়েছিল।

আরও পড়ুন: ফের পাল্টি খাচ্ছেন নীতীশ! তুমুল জল্পনা, কোথায় দাঁড়িয়ে ‘ইন্ডিয়া’র ভবিষ্যৎ..যা বললেন মমতা

কিন্তু, দিব্যেন্দু অধিকারীকে পদ্ম শিবিরের কোনও কর্মসূচিতেই এ যাবৎ দেখা যায়নি। কিন্তু হঠাৎ করে সম্প্রতি প্রধানমন্ত্রীর মনের কথা মন দিয়ে দিব্যেন্দু অধিকারী শোনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছিল। আর আগামী সোমবার সেই দিব্যেন্দু অধিকারীর লোকসভা কেন্দ্রের মেচেদায় অমিত শাহর সভার ঠিক আগেই দিব্যেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা তৈরি হল।

Amit Shah in Kolkata: ফের বঙ্গ সফরে অমিত শাহ! বরানগরের মহামিলন মঠ দিয়ে শুরু..তারপরে ঠাসা কর্মসূচি

কলকাতা: সামনেই লোকসভা নির্বাচন৷ তার উপরে কংগ্রেস, তৃণমূল, আপ, জেডি (ইউ)-কে ঘিরে টালমাটার অবস্থা ইন্ডিয়া জোটের৷ এর মাঝেই পূর্ব কর্মসূচি মতো ফের পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ৷ সম্প্রতি অমিত শাহের বঙ্গ সফরসূচি চূড়ান্তও হয়ে গিয়েছে৷

বঙ্গ বিজেপি সূত্রের খবর, আগামী ২৮ জানুয়ারি, রবিবার রাত ৯টা ৫৫মিনিটে কলকাতা বিমানবন্দরে নামবে অমিত শাহের বিমান৷ সেখান থেকে সোজা নিউ টাউনের একটি পাঁচতারা হোটেলে যাবেন তিনি৷ সেখানেই রাত্রিবাস৷

সোমবার সকালে হোটেল থেকে বেরিয়ে প্রথমে উত্তর ২৪ পরগনার বরানগরের মহামিলন মঠে যাবেন তিনি৷ সেখানে বিগ্রহ দর্শন এবং নাম সংকীর্তনে অংশ নেবেন৷ সকাল ১১টা নাগাদ মহামিলন মঠ থেকে বেরিয়ে ফের চলে যাবেন হোটেলে৷ সেখানে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে এক ঘণ্টার বিশেষ বৈঠক রয়েছে তাঁর৷

আরও পড়ুন: সারাক্ষণ ধরে খুক খুক করে কাশি…কিছুতেই কমছে না? হতে পারে মারণ কোনও রোগ..যা বলছেন ডাক্তার

এরপরে দুপুর দু’টো নাগাদ হোটেল থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দর পৌঁছবেন শাহ৷ সেখান থেকে বিএসএফের হেলিকপ্টারে রওনা দিয়ে দুপুর ২ টো বেজে ৫৫ মিনিট নাগাদ পৌঁছবেন পূর্ব মেদিনীপুরের মেচেদার ইসকন ময়দান হেলিপ্যাড গ্রাউন্ডে।

বেলা ৩:০০ টে থেকে বিকেল ৪টে পর্যন্ত মেচেদায় জনসভা করবেন শাহ। তারপর সেখান থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দর হয়ে ফিরবেন নিউ টাউনের হোটেলে। বিকেল ৫টা ৪৫মিনিট নাগাদ হোটেল থেকে বেরিয়ে যাবেন সায়েন্সসিটি অডিটোরিয়ামে৷ সেখানে সন্ধে ৬টা ১৫ মিনিট নাগাদ দলীয় সম্মেলন।

আরও পড়ুন: ফের পাল্টি খাচ্ছেন নীতীশ! তুমুল জল্পনা, কোথায় দাঁড়িয়ে ‘ইন্ডিয়া’র ভবিষ্যৎ..যা বললেন মমতা

৬:১৫ থেকে ৭ টা ১৫ পর্যন্ত সায়েন্সসিটিতেই থাকবেন শাহ। এরপর সেখানেই নৈশভোজ করে বাই রোড রাত ৮টা নাগাদ পৌঁছবেন কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে ফিরে যাবেন দিল্লি।

Amit Shah: পাখির চোখ চব্বিশের ভোট, ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: পাখির চোখ চব্বিশের ভোট। ফের বঙ্গ সফরে অমিত শাহ।

২৮ জানুয়ারি রবিবার রাতে আসবেন কলকাতায়। ২৯ তারিখ পূর্ব মেদিনীপুরের মেচেদায় সভা করবেন শাহ। এরপর সায়েন্স সিটিতে দলীয় সভা। সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিউটাউনের হোটেলে সাংগঠনিক বৈঠক করবেন রাজ্য নেতাদের সাথে। সোমবার রাতেই ফিরে যাওয়ার কথা শাহর। আগেই বঙ্গ শহরে এসে ৩৫ টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছেন অমিত শাহ। লক্ষ্যমাত্রা পূরণে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন তিনি। এবার লোকসভা ভোটের প্রচারের ময়দানে প্রথমবার পূর্ব মেদিনীপুর জেলা দিয়ে সভা করে সফর শুরু করতে চলেছেন অমিত শাহ।

আরও পড়ুন– মিলল কোটি টাকা ! এভাবেই ভাগ্য বদলাল বৃদ্ধ টোটো চালকের

বিজেপি সূত্রের খবর, শুধুমাত্র পূর্ব মেদিনীপুর নয়, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় পর্যায়ক্রমে সভা করবেন অমিত শাহ। অমিত শাহর বঙ্গ সফরসূচি চূড়ান্ত হতেই জোর তৎপরতা শুরু হয়েছে রাজ্য বিজেপি শিবিরে। পূর্ব মেদিনীপুরের কাঁথি এবং তমলুক এই দুটি লোকসভা কেন্দ্রের সাংসদ যথাক্রমে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী ও ভাই দিব্যেন্দু অধিকারী।

আরও পড়ুন– বরফ পড়ছে না তাই মন খারাপ, আসব না অফিসে… মহিলা কর্মীর ছুটি মঞ্জুর করে ভাইরাল বস !

যদিও তৃণমূলের টিকিটে গত লোকসভা ভোটে শিশির অধিকারী কিম্বা দিব্যেন্দু অধিকারী জিতলেও শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে এখন আর তাদের কোনও সম্পর্ক নেই। পূর্ব মেদিনীপুরের সেই তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেচেদায় অমিত শাহর চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রথমবার সভা করা যথেষ্টই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Amit Shah in Bengal: রাম মন্দির উদ্বোধনের পরই বাংলা নিয়ে বড় প্ল্যান অমিত শাহের! ২৯ তারিখ নিয়ে বিরাট শোরগোল

কলকাতা: ফের বঙ্গ সফরে অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, আগামী ২৮ জানুয়ারি রাতে কলকাতায় আসবেন অমিত শাহ। ২৯ তারিখ মেচেদায় সভা করবেন তিনি। সেদিনই দুপুরে সাইন্স সিটিতে দলীয় সভা করবেন তিনি। এরপর হোটেলে বৈঠক করবেন রাজ্য নেতাদের সঙ্গে। ২৯ জানুয়ারি রাতেই দিল্লি ফিরে যাওয়ার কথা অমিত শাহর।

প্রসঙ্গত, রাম মন্দির উদ্বোধনের পর এবার জোর কদমে লোকসভা ভোটের প্রচারে নেমে পড়তে চাইছে বিজেপি। সেই সূত্রেই শুরুতেই অমিত শাহের মতো শীর্ষ নেতাকে প্রচারে এনে ঝড় তুলতে চাইছে গেরুয়া শিবির। শেষ ধর্মতলায় যে সভা করেছিলেন অমিত শাহ, সেখানে দুর্নীতি নিয়ে শাহি বাক্যবাণে বিদ্ধ হয়েছিল তৃণমূল নেতৃত্ব। নতুন করে তাঁর বাংলায় আসা মানে কি লোকসভার জন্য রাজ্য নেতৃত্বকে ‘টার্গেট সেট’ করে দেওয়া? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: ৮ জেলায় ঝেঁপে বৃষ্টি! তাপমাত্রায় কি এবার বিরাট পরিবর্তন? আবহাওয়ার বড় পূর্বাভাস

লোকসভা নির্বাচনকে মাথায় রেখে কর্মীদের বিশেষ বার্তা দিতে পারেন শাহ, এমনটাও শোনা যাচ্ছে। ঠিক করে দিতে পারেন লড়াইয়ের ক্ষেত্রও। এর পর হোটেলে রাজ্যনেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ওই দিনই রাতে ফিরে যাওয়ার কথা তাঁর।

আরও পড়ুন: বাংলায় আরও এক বিরাট দুর্নীতি? CBI তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! ধরা পড়বেন হবু চিকিৎসকরা?

বাংলার লোকসভা আসনের লক্ষ‌্যমাত্রার ধারেকাছেও পৌঁছতে পারবে বঙ্গ বিজেপি, দলের অন্দরেই এ নিয়ে প্রশ্ন উঠছে। বঙ্গ বিজেপির অন্দরে আদি-নব্য কোন্দলে এখনও প্রলেপ পড়েনি। রাজ‌্যনেতাদের ব‌্যর্থতা ও কাজকর্মে ইতিমধ্যেই বিরক্তি প্রকাশ করেছেন অমিত শাহ। এবার এসে তিনি কী বার্তা দেন, সেটাই এখন দেখার।

Himant BiswaSharma: ‘শেখ শাহজাহান পাতালে থাকলেও অমিত শাহ খুঁজে বের করে আনবেন’, কলকাতায় এসে বললেন হিমন্ত বিশ্বশর্মা

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা:  শনিবার ঝটিকা সফরে কলকাতায় এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শেখ শাহজাহান ইস্যুতে প্রতিক্রিয়া দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বললেন, ‘দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ। পাতালে থাকলে সেখান থেকেও ঠিক খুঁজে বের করে নেবেন উনি। কেউ পার পাবেন না। সময় হলে ঠিক ধরা হবে। কখন সময় হয় দেখা যাক।’

রেশন বণ্টন দুর্নীতি মামলায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের সন্দেশখালির বাড়িতে তদন্ত গিয়ে আক্রান্ত হতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের। আক্রান্ত হয় সংবাদমাধ্যমও। আর এই ঘটনায় যাঁর নাম জড়ায় তিনি হলেন শেখ শাহজাহান। ওই এলাকার তৃণমূলের দাপুটে নেতা। ঘটনার বেশ কয়েক দিন কেটে গেলেও  এখনও অধরা শেখ শাহজাহান।

আরও পড়ুন- ‘ব্যাগ গোছানো শুরু করুন’, ইডি হানার পরই সুজিত বসুর ‘ভবিষ্যৎ’ জানালেন শুভেন্দু!

আরও পড়ুন- বঙ্গ বিজেপিতে প্রবল বিদ্রোহ! প্রার্থী বহিরাগত হলে…সুকান্তর সঙ্গে সংঘাতে বিষ্ণু

সন্দেশখালির ঘটনা নিয়ে আজও উত্তাল রাজ্য রাজনীতি। শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সহ অন্যান্য বিরোধী শিবিরও সরব হয়েছে। সন্দেশখালির ঘটনার পর এখনও নিখোঁজ শাহজাহান। বিরোধীরা প্রশ্ন তুলছেন,’ তাঁর আত্মগোপনের নেপথ্যে তৃণমূল ও প্রশাসনের মদত নেই তো? এই প্রসঙ্গে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু কোথায় আছেন তিনি?

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের  কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান। ইতিমধ্যেই সেই দায়িত্ব আপাতত নিজের হাতে নিয়েছেন তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। এরই মধ্যে কয়েকদিন আগে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত বলেছিলেন, ‘শাহজাহান নিজের এলাকাতেই আছেন। ঠিক সময়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন।’ তাঁর আইনজীবীরা ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন বলেও জানান সন্দেশখালির বিধায়ক। অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেফতারের কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে এখনও নিখোঁজ শেখ শাহজাহান।

Happy Birthday Amit Shah: অমিত শাহের জন্মদিন, শুভেচ্ছাবার্তায় কী লিখলেন নরেন্দ্র মোদি?

#নয়াদিল্লি: শুক্রবার ৫৭ বছরে পা দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Happy Birthday Amit Shah)। ১৯৬৪ সালের ২২ অক্টোবর মুম্বইতে জন্মেছিলেন অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ (PM Modi) কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি নেতা ও বিরোধী দলের নেতারাও সোশ্যাল মিডিয়ায় অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন (Happy Birthday Amit Shah)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটারে অমিত শাহকে (Amit Shah) শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা অমিত শাহজিকে। অমিত ভাইয়ের সঙ্গে দীর্ঘ বছর ধরে কাজ করছি এবং দল-সরকারকে মজবুত করতে তাঁর যোগদান দেখেছি। আশা করি উনি একই ভাবে দেশের সেবা করে যেতে পারবেন। তাঁর দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্যের কামনা করি’। (Happy Birthday Amit Shah)

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও ট্যুইটারে অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা আমাদের সিনিয়র সহকর্মী ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্মদিনে। দেশকে নিরাপদ ও সুরক্ষিত করতে তাঁর অসামান্য অবদান রয়েছে। দেশসেবায় তাঁর দীর্ঘ যোগদান ও সুস্বাস্থ্যের কামনা করি’। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ট্যুইটারে লিখেছেন, ‘দেশের প্রতি আপনার কঠোর পরিশ্রম ও কাজ সকলের কাছে উদাহরণ। ঈশ্বরের কাছে আপনার দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্যের কামনা করি’।

পরিবহণমন্ত্রী নীতিন গডকড়ি লিখেছেন, ‘আমার সহকর্মী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা। আপনার সুদীর্ঘ জীবন ও সাস্থ্যের প্রার্থনা করি’। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশও ট্যুইটারে অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিিন লিখেছেন, ‘গোটা মহারাষ্ট্রের তরফে আমাদের অসাধারণ নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সুদীর্ঘ জীবন ও সুস্বাস্থ্যের কামনা করি।’

আরও পড়ুন: অমিত শাহকে খাওয়ালেন, গান শোনালেন! একদিন পরই অনুব্রতয় আস্থা বাসুদেব বাউলের

অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী নেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর সুদীর্ঘ জীবন ও সুস্বাস্থ্যের কামনা করি’। ঝাড়খণ্ডের মুক্তি মোর্চা নেতা ও মুখ্যমন্ত্রী হেনন্ত সোরেন ট্যুইটারে লিখেছেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে জন্মদিনের উষ্ণ অভ্যর্থনা জানাই। আগামী দিনে তাঁর সুস্বাস্থ্যের কামনা করি।’ শিবশেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী লিখেছেন, ‘মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর সুস্বাস্থ্য ও আনন্দের কামনা করি’।

2G, 3G, 4G! পুদুচেরির সভায় দুর্নীতি তাসে কংগ্রেস, ডিএমকে-কে বিঁধলেন অমিত শাহ

#পুদুচেরি:  সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পুদুচেরিতে ক্ষমতাচ্যুত হয়েছে কংগ্রেস। এবার সেখানে গিয়েই  প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামীকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, নারায়ণস্বামীর বিরুদ্ধে গান্ধী পরিবারকে কাটমানি দেওয়ার অভিযোগও তুললেন শাহ।

রবিবার পুদুচেরির (Puducherry) করাইকাল শহরে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে  কংগ্রেস ও ডি এম কে-র জোরালো সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির ওই সভায় অমিত শাহ বলেন, কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে শুধুমাত্র রাজনীতি করেছে নারায়ণস্বামী সরকার। তামিলনাড়ু সরকারের কড়া সমালোচনা করেন অমিত শাহ। টু জি, থ্রি জি, ফোর জি-র মত দুর্নীতি এই পরিবারগুলিকে চিহ্নিত করে বলেও ব্যাঙ্গাত্মক মন্তব্য করতে ছাডেননি তিনি।

কংগ্রেস ও ডি এম কে-র বিরুদ্ধে ওঠা ২০১৭ র দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি এম কে স্তালিনকে উপহাস করে শাহ বলেন, টুজি, থ্রি জি, ফর জি সবই উপস্থিত আছে তামিলনাড়ুর রাজনীতিতে। তামিলনাড়ুর সবকটি রাজনৈতিক দল দূর্নীতিগ্রস্থ বলেও মন্তব্য করেন শাহ।

তাঁর ভাষণে অমিত শাহ বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রধান কাজ ছিল দিল্লিতে গান্ধী পরিবারকে তুষ্ট করা। কেন্দ্রীয় প্রকল্প থেকে ১৫০০ কোটি টাকা কাটমানি তিনি  গান্ধী পরিবারে পাঠিয়েছেন বলেও এইদিন মন্তব্য করেন শাহ|

পুদুচেরিতে কংগ্রেসের নারায়ণস্বামী (Narayanswami) সরকার পড়ে যাওয়ার পেছনে বিজেপির হাত রয়েছে বলে দাবি তুলেছে কংগ্রেস।  সেই দাবি উড়িয়ে দিয়ে অমিত শাহ (Amit Shah) বলেন, ‘দেশজুড়ে বিভিন্ন রাজ্যে কংগ্রেস সরকার পড়ে যাচ্ছে দলটার পরিবারতান্ত্রিক রাজনীতির জন্য।’

তিনি আরও বলেন, ‘শুধুমাত্র পুদুচেরিতেই নয়, দেশের বিভিন্ন রাজ্যে কংগ্রেস নেতারা বিজেপিতে যোগ দিচ্ছেন কারণ কংগ্রেসে যোগ্যতার কোনও দাম নেই। পুদুচেরির মতো জায়গায় ৭৫ শতাংশ তরুণ বেকার। এখানে এনডিএ সরকার আনুন, বেকারির সংখ্যা ৪০ শতাংশে নামিয়ে আনব।’ আসন্ন নির্বাচনে পুদুচেরিতে NDA সরকার গঠন করবে বলে এদিন দাবি জানান বিজেপির চাণক্য, অমিত শাহ|

‘দিল্লিবাসী ইভিএম-এর বোতাম ভালবেসেই টিপুন, জোরদার ধাক্কা ধীরেই লাগে’, অমিত শাহকে পাল্টা জবাব প্রশান্ত কিশোরের

#নয়াদিল্লি: নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শাহিনবাগের প্রতিবাদ আন্দোলনকে তীব্র কটাক্ষ করে অমিত শাহের মন্তব্যের পাল্টা জবাব প্রশান্ত কিশোরের ৷ দিল্লির মিউনিসিপ্যাল নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট অর্থাৎ কৌশলবিদ হিসেব কাজ করছেন প্রশান্ত কিশোর ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের কটাক্ষের উত্তরে পিকে বলেন, ‘৮ ফেব্রুয়ারি দিল্লিতে ভালবেসেই ইভিএম-এর বোতাম টেপা উচিত ৷ দেশের পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতি-ঐক্য বজায় রাখতে বিজেপিকে বার্তা দিন ৷ জোরদার ধাক্কা আস্তেই লাগে ৷’

দিল্লির বাবরপুরের নির্বাচনী কেন্দ্রের জনসভা থেকে অমিত শাহ বলেন, দিল্লি নির্বাচনে বিজেপির ঝুলিতে ভোট দিলেই শাহিনবাগের মতো দেশের একাধিক সমস্যার সমাধান করা সম্ভব হবে ৷ তাঁর মন্তব্য,‘আপনার ভোট পেলে একমাত্র বিজেপি প্রার্থীই আপনার দেশকে সুরক্ষিত করতে পারে এবং শাহিনবাগের মতো হাজারও জাতীয় সমস্যার সমাধান করতে পারে ৷’ এখানেই শেষ নয়, দিল্লিবাসীদের অমিত শাহের আহবান, ‘৮ তারিখ নিজের সমস্ত রাগ নিয়ে জোরে ইভিএম-এর বোতাম টিপুন ৷ যাতে সেই কারেন্ট শাহিনবাগে পৌঁছায় ৷’ সেই বক্তব্যের প্রত্যুত্তরেই এমন উত্তর প্রশান্ত কিশোরের ৷