Tag Archives: Amta

Howrah News: আবারও গতির বলি বন্যপ্রাণ! গাড়ির ধাক্কায় প্রাণ হারাল ঝুটি বিহীন হিমালয়ান সজারু

হাওড়া: আবারও গতির বলি বন্যপ্রাণ, এবার প্রাণ হারাল ঝুটি বিহীন হিমালয়ান সজারু । জেলা জুড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনা প্রতিনিয়ত। সারা বছরে অসংখ্য বন্যপ্রাণী মারা পড়ছে। এই তালিকাতে রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বাঘরোল বা মেছো বিড়ালও। একদিকে ঘন জনবসতি অন্যদিকে দ্রুত কলকারখানা গজিয়ে উঠছে। জেলায় কোন ঠাসা হয়ে পড়ছে বন্যপ্রাণীরা। এর ফলেই মৃত্যু মিছিল অব্যাহত জেলায়। বন দফতর ও জেলার পরিবেশ কর্মীরা আপ্রাণ চেষ্টা করেও ঠেকাতে পারছে না মৃত্যু মিছিল। জাতীয় সড়ক রাজ্য সড়ক কিংবা গ্রামীণ সড়ক থেকে নিত্য আসছে দুর্ঘটনার খবর। প্রাণ হারাচ্ছে সাপ, বেঁজি, গন্ধগোকুল, খটাশ, গোসাপ, সজারু, বাঘরোল সহ বহু গুরুত্বপূর্ণ প্রাণী।

আরও পড়ুন: বিদেশে এক্সপোর্ট এখন আরও সহজ ভারতীয় ডাক বিভাগ চালু করল এই পরিষেবা

হাওড়া জেলার পাঁচলা আমতা উলুবেড়িয়া শ্যামপুর বাগনান সহ বিভিন্ন ব্লক এলাকায় প্রচুর পরিমাণ বন্যপ্রাণীর বসবাস।বনজঙ্গল কমে আসছে বন্যপ্রাণীদের বিচরণ ক্ষেত্র সংকীর্ণ হয়ে পড়ছে। বন্যপ্রাণীর আবাসস্থল গা ঘেঁষে অথবা জলাভূমির বুক চিরে সড়ক ব্যবস্থা বন্যপ্রাণীদের মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এবার আমতা চড়া নও পাড়া সংলগ্ন এলাকায় গ্রামীণ সড়কের উপর পড়ে থাকতে দেখা ‌যায় এই পূর্ণবয়স্ক ঝুটি বিহীন হিমালয়ান সজারুর অর্থাৎ পর্কোপাইনের দেহ। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে গাড়ির ধাক্কায় মৃত্যু। খবর পৌঁছয় স্থানীয় পরিবেশ কর্মীদের কাছে। তাদের মাধ্যমেই খবর পৌঁছয় বন দফতরে। জেলা বন দফতর বিভাগের তরফে জানানো হয়, এটি গাড়িত ধাক্কায় মৃত্যু।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাকেশ মাইতি

Howrah News:গাছ ভরা কৃত্রিম বাসা, ডালে ঝুলছে জলের পাত্র! পাখিদের বাঁচাতে অভিনব ভাবনা আমতায় 

হাওড়া: নতুন বছর শুরুর দিন থেকেই গাছে গাছে পাখদের বাসা লাগাতে ব্যস্ত একদল যুবক! গরমের দাবদাহ বাড়ছে জল কষ্ট। এর পরই হয়ত কালবৈশাখীর মত প্রকৃতি দুর্যোগে আছড়ে পড়বে। তছনছ হয়ে যাবে খড় কুট দিয়ে তৈরি পাখির ঘর। এই ঝড় বৃষ্টিতে ঘর হারা হয়ে পড়বে পাখিরা। এই সমস্ত বাসা হারা পাখিদের জন্য কৃত্রিম বাসা তৈরি করে গাছে বাঁধার কাজ চলছে হাওড়ার আমতায়। সেই সঙ্গে গাছের শাখা প্রশাখায় মাটির পাত্র ঝুলিয়ে রাখা হচ্ছে জল। এই গরমের দিনে পাখি, কাঠবেড়ালিদের মত নানা প্রাণীদের তৃষ্ণা মেটাবে এই জল।

আরও পড়ুন: এই গরমে যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা নিল রেল, স্টেশনে গেলেই মিলবে সুবিধা

কিছুদিন আগে থেকে শুরু হয়েছিল বাসা তৈরি। এই যুবকরা সবুজ গড়ার লক্ষ্যে কয়েক বছর ধরে গাছের বীজ পুঁতে চারা তৈরি করে গাছ লাগানো। তার পর এমন উদ্যোগকে সকলে সাধুবাদ জানাচ্ছেন। এদিন ‘ জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও ‘ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে প্রায় ৫০ টি কৃত্রিম পাখির বাসা লাগানো হয় গাছে। এই কৃত্রিম বাসা গাছের শক্ত ডাল পালায় লাগানো হচ্ছে।পাশাপাশি মাটির পাত্রে জল দেওয়ার ব্যবস্থা করাও চলছে। প্রায় ১০০ মাটির সড়া লাগানো হয় গাছে।

আরও পড়ুন: ঘরে বসে ২ মিনিটে কাটুন লোকাল ট্রেনের টিকিট! কী ভাবে করবেন? ধাপে ধাপে সবটা জানিয়ে দিল রেল

এ প্রসঙ্গে উদ্যোক্তা সৌরভ মন্ডল জানান, আমাদের এই কর্ম কাণ্ডের পাশপাশি সকলের উদ্দ্যেশ্য একটাই কথা, এই গ্রীষ্মের দাবদাহ থেকে পাখিদের বাঁচাতে মাটির সড়া বা পাত্রে জল রাখুন। এতে পাখিদের তৃষ্ণা মিটবে। এই পৃথিবীকে বাঁচাতে হলে বন্যপ্রাণ এবং পাখিদের রক্ষা করতে হবে। তার জন্য আমাদের সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। এই পরিবেশের ভারসাম্য রক্ষা করলে তবেই বাঁচবে এই জীবকুল। তাই সকলে মিলে এ ধরনের পরিবেশ রক্ষার কাজে যুক্ত হোন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাকেশ মাইতি