Anant-Radhika Sangeet: অনন্ত-রাধিকার সঙ্গীতের আনন্দে মিশে গেল সদ‍্য বিশ্বকাপ জয়ের উল্লাস! কী বললেন নীতা আম্বানি

মুম্বই: অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের সঙ্গীত অনুষ্ঠান উপলক্ষ‍্যে বসেছে চাঁদের হাট। তারকাখচিত এই আসরে বিয়ের আনন্দের সঙ্গেই মিশে গেল সদ‍্য বিশ্বকাপ জয়ের আনন্দ। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, এবং হার্দিক পান্ডিয়াদের ঘিরে হল ফের জয়ের উদযাপন।

তারকা ক্রিকেটরদের মঞ্চে ডেকে নেন রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন নীতা আম্বানি। দর্শকরা তখন উচ্ছ্বসিত। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের হিরোদের ঘিরে উল্লাস। আম্বানি পরিবারের সদস‍্য এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা দর্শকাসন অধিকার করে। মঞ্চে উঠে নীতা আম্বানি জানালেন এই জয় তাঁর কাছে কেন এত গর্বের।

আরও পড়ুন: উড়ে গেল রাস্তা, ভেসে গেল জেসিবি মেশিন! টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ভয়াবহ রূপ তিস্তার

বিশ্বকাপ টিমের তিন তারকা ক্রিকেটর মুম্বইয় ইন্ডিয়ান্স-এরও খেলোয়াড়। বিশ্বকাপ জয়ের দিনটার স্মৃতি আজও তাঁর মনে তাজা। নীতা আম্বানি বলেন, কীভাবে সবাই রুদ্ধশ্বাস অবস্থায় বসেছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে ট‍্যুইট করে জানানো হয় নীতা আম্বানির সেই পুরনো কথা। ‘‘কঠিন সময় বেশিদিন থাকে না, তবে কঠিন মনের অদম্য ব‍্যক্তিরা থেকে যান।’’

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি ভারতকে গর্বিত করার জন্য ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে কীভাবে এটি তাকে ২০১১ সালে শেষ ভারতীয় বিশ্বকাপ জয়ের অনুভূতিতে ফিরিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন: শেষই হতে চায় না…এত লম্বা! ২৫৬ টি কোচ, ৬ টি ইঞ্জিন, দেশের দীর্ঘতম ট্রেনের নাম জানেন কি? রাজধানী বা শতাব্দী নয় কিন্তু

মুম্বাই ইন্ডিয়ান্সের বেশ কয়েকজন সতীর্থ এবং অন্যান্য ভারতীয় ক্রিকেটাররা ইশান কিশান, শ্রেয়াস আইয়ার, ক্রুনাল পান্ড্য, কেএল রাহুল এবং সর্বকালের সেরা মহেন্দ্র সিং ধোনি-সহ দর্শকদের মধ্যে মুহূর্তগুলি উপভোগ করেছিলেন। সফররত তারকা পেসার যশপ্রিত বুমরাহ উপস্থিত হতে পারেননি।