Tag Archives: Android Phone

5G Smartphones: ভারতে শীঘ্রই ৮০০০ টাকার কমে লঞ্চ হতে চলেছে ৫G ফোন; কী কী ফিচার থাকবে জেনে নিন

ভারতে ৫G স্মার্টফোনের বাজারে শীঘ্রই ১০,০০০ টাকার নিচে সাব-সেগমেন্টে ডিভাইসগুলি আত্মপ্রকাশ করতে চলেছে। Qualcomm সম্প্রতি তার Snapdragon 4s Gen 2 চিপসেট চালু করেছে, যা গ্রাহকদের একটি ফোনে বেশি খরচ না করেই ৫G ডেটার গতি কেনার এবং ব্যবহার করার সুযোগ এনে দিতে পারে।

কোম্পানি আশা করছে যে, বাজেট ফোনের বাজার অবশেষে এই পদক্ষেপের সঙ্গে জাগ্রত হবে এবং দেশের বিদ্যমান ২G বা ৪G ব্যবহারকারীদের ৫G নেটওয়ার্কে নিয়ে আসবে। সুতরাং, এই ৫G ফোনগুলি থেকে লোকেরা কী আশা করতে পারে, যা আগামী কয়েক মাসে ৮০০০ টাকার মধ্যে লঞ্চ হতে পারে? এই বাজেটের ৫G ফোনগুলির মধ্যে আমরা যে ৫টি জিনিস পেতে পারি, তা এখানে দেওয়া হল –

আরও পড়ুনঃ ‘এই’ গাড়ি এখন চোরদের টার্গেট! সাইলেন্সার খুলে বেচে দিলেই মোটা টাকা

– নতুন ৫G চিপসেট একটি ৯০Hz রিফ্রেশ রেট স্ক্রিনের জন্য সমর্থন অফার করে। যা ফুল HD+ রেজোলিউশন দেবে। সাধারণত, এখনই HD রেজোলিউশন সহ এই টাকার মধ্যে ৪G ফোন পাওয়া যাবে, যাতে স্ট্যান্ডার্ড ৬০Hz রিফ্রেশ রেট রয়েছে। কোয়ালকম মনে করে আপগ্রেডগুলি মানুষকে বাজেট ৫G ফোন পেতে প্রলুব্ধ করবে।

– এটি বড় পারফরম্যান্স বাম্প চিপসেটের মাধ্যমে আসতে চলেছে, যা স্টোরেজের জন্য ৮GB RAM এবং UFS ৩.১ পর্যন্ত সমর্থন করে। এখনও পর্যন্ত বাজেট ফোনগুলি এই পরিসরে ৪GB RAM বা সর্বোচ্চ ৬GB মেমোরি অফার করেছে। কিন্তু, Snapdragon 4s Gen 2 সেই সমর্থনকে প্রসারিত করার পরিকল্পনা করেছে। যার অর্থ অ্যাপগুলি দ্রুত কাজ করবে এবং এই ডিভাইসগুলিতে মাল্টি-টাস্কিং আরও ভাল হবে।

– শুধু তাই নয়, হার্ডওয়্যার জায়ান্ট উল্লেখ করেছে যে, এই চিপসেট-সহ ক্যামেরাগুলি OIS সমর্থন করতে পারে। যা সাধারণত হাই-এন্ড ফোনে পাওয়া যায়। আমরা এখনও নিশ্চিত নই যে, এটি এখনই ঘটবে কি না। তবে বাজেট ফোনে ক্যামেরা-সহ OIS দেখার সম্ভাবনায় অনেকেই উত্তেজিত।

– বাজেট ৫G ফোনের ভিতরে প্যাক করা ব্যাটারির সঙ্গে অফারে দ্রুত চার্জিং গতির আশা করা যেতে পারে। Qualcomm বলে যে, এই ডিভাইসগুলিতে ৪০W পর্যন্ত গতি পাওয়া যেতে পারে। তবে আমরা বাজেট ৫G ফোনে ৩০W অফার দেখে খুশি হতে পারি।

Xiaomi ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, এই বছরের শেষ নাগাদ দেশে এই চিপসেট সহ তার ৫G ফোন লঞ্চ করবে। আমরা আশা করি যে Infinix, Realme বা এমনকি Vivo শেষ পর্যন্ত এতে যোগ দেবে।

Virus Alert: হ্যাকারদের হাত থেকে বাঁচতে এই জিনিসগুলো মেনে চলুন, গ্রাহকদের সতর্ক করল এইচডিএফসি ব্যাঙ্ক

কলকাতাঃ ব্যাঙ্কে যাওয়ার আর প্রয়োজন পড়ে না। টাকা তোলা থেকে টাকা পাঠানো, অনলাইনেই সব কাজ হয়। গ্রাহকদের ব্যাপক সুবিধা হয়েছে। আর সুবিধা হয়েছে হ্যাকারদের। অনলাইন ব্যাঙ্কিংয়ের বিপদ নিয়ে এভাবেই সতর্ক করল এইচডিএফসি ব্যাঙ্ক। তাদের কথায়, একটা ভুল পদক্ষেপে গ্রাহকের জীবনে বিপর্যয় নেমে আসতে পারে।

একথা সবাই জানেন যে, অপরিচিত কাউকে পাসওয়ার্ড বা ব্যক্তিগত বিবরণ দেওয়া উচিত নয়। পাশাপাশি সঠিক জায়গা থেকেই ব্যাঙ্কিং অ্যাপ ডাউনলোড করতে হয়। তবে এইচডিএফসি বলছে, হ্যাকারদের হাত থেকে বাঁচতে এগুলোর সঙ্গে আরও কিছু জিনিস মেনে চলা উচিত। সেগুলো কী?

আরও পড়ুনঃ অবসরের পরও গ্রাচুইটি দেয়নি কোম্পানি? আপনি কী কী করতে পারেন দেখুন

সর্বদা ব্লুটুথ চালু রাখা উচিত নয়: স্মার্টফোনকে ইয়ারফোন, ল্যাপটপ বা অন্য গ্যাজেটের সঙ্গে জোড়ার জন্য ব্লুটুথ অন করতে হয়। এইচডিএফসি ব্যাঙ্ক সবসময় ব্লুটুথ চালু রাখতে বারণ করছে। এতে হ্যাকারদের ডিভাইসের অ্যাক্সেস পেতে সুবিধা হয়।

অ্যাপ শুধু বন্ধ নয়, লগ আউট করতে হবে: অ্যাপ ব্যবহারের পর ইউজাররা পেজ থেকে বেড়িয়ে যান। কিন্তু লগ আউট করেন না। অনেক সময় ‘ফোর্স ক্লজিং’-ও করা হয়। এইচডিএফসি বলছে, এটা সঠিক পদ্ধতি নয়। সবার আগে অ্যাকাউন্ট থেকে লগ আউট করতে হবে, তারপর বন্ধ করতে হবে অ্যাপ।

পাবলিক ওয়াইফাই-তে ব্যাঙ্ক অ্যাপ ব্যবহার নয়: পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কগুলো হ্যাকারদের স্বর্গরাজ্য। সাধারণ মানুষও বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের লোভে এই ফাঁদে পা দেন। যাইহোক, বিমানবন্দর বা ক্যাফের পাবলিক ওয়াইফাই দিয়ে ব্যাঙ্কিং অ্যাপ ব্যবহার বা লগ ইন করা উচিত নয়। সতর্ক করেছে এইচডিএফসি ব্যাঙ্ক।

সমস্ত অ্যাপে একই পিন বা লক প্যাটার্ন ব্যবহার করা উচিত নয়: স্মার্টফোনে অনেক অ্যাপ থাকলে বিভিন্ন পিন মনে রাখতে হবে। অনেকে সব অ্যাপে একটাই পিন ব্যবহার করেন। এইচডিএফসি বলছে, এই অভ্যাস বদলাতে হবে, বিশেষ করে ব্যাঙ্কিং অ্যাপগুলোর জন্য। কারণ এতে হ্যাকারদের পক্ষে আর সংখ্যার পিন সনাক্ত করা ডিভাইসের অ্যাক্সেস পাওয়া সহজ হয়ে যায়।

ফোন মেরামতির জন্য দোকানে দিলে ব্যাঙ্কিং অ্যাপ ডিলিট করতে হবে: ফোন মেরামতির জন্য দোকানে দিলে, সবার আগে ব্যাঙ্কিং অ্যাপগুলো আনইনস্টল করতে হবে। হ্যাঁ, এতে অসুবিধা হতে পারে, কিন্তু হ্যাকারদের হাত থেকে বাঁচার এটাই নিরাপদ উপায়।

Android Phone: ফোনকেই ব্যবহার করা যাবে পিসি-র মতো, অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য সোনা ফলাচ্ছে গুগল

বড় স্ক্রিনে ফোন কানেক্ট করার স্বপ্ন বহুদিন ধরে দেখে আসছেন অ্যান্ড্রয়েড ইউজাররা। পুরোদস্তুর পিসি-র মতো। এই নিয়ে কাজ চলছে। কিন্তু এতদিন স্যামসাং-এর DeX মোড ছাড়া উন্নতি বলতে আর কিছু দেখা যায়নি।

অবশেষে অপেক্ষার প্রহর ফুরোল। এবার আশায় বুক বাঁধতে পারেন অ্যান্ড্রয়েড ইউজাররা। আসলে কিছু অ্যান্ড্রয়েড ফোনে এক্সটার্নাল ডিসপ্লে সাপোর্ট করে। কিন্তু সেই সফটওয়্যারের মাধ্যমে ফোনকে পিসিতে রূপান্তর করা যায় না। একমাত্র স্যামসাং-এই এই সুবিধা রয়েছে। এবার গুগল ইউজারদের জন্য সেই সুবিধা আনতে চলেছে।

স্ট্যান্ডার্ড অ্যান্ড্রয়েড ভার্সান এবার পিসি মোডে ব্যবহার করা যাবে। পরবর্তী অ্যান্ড্রয়েড ১৫ আপডেটে কিছু কোড স্ট্রিং করার পরামর্শ দেওয়া হয়েছে একাধিক প্রতিবেদনে। রিপোর্ট থেকে জানা যাচ্ছে, অ্যান্ড্রয়েড ১৪ ইউজারদের জন্য বড় আপগ্রেডের প্রস্তুতি নিচ্ছে। আর মাত্র এক মাস। মে-তেই Google I/O 2024 কি-নোট আসতে চলেছে। অ্যান্ড্রয়েড ১৪ বিটাতে অ্যান্ড্রয়েডের ডেস্কটপ মোডের লেটেস্ট ভার্সনে ইউজাররা অ্যাপগুলিকে বড় স্ক্রিনের চারপাশে সরাতে তো পারেনই, পাশাপাশি তাঁরা একসঙ্গে কতগুলি অ্যাপ ব্যবহার করছেন তার উপর নির্ভর করে আকারও পরিবর্তন করতে পারেন।

আরও পড়ুন-   শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

হ্যাঁ, এই ফিচার নতুন নয়। কিন্তু বড় স্ক্রিনে যখন অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচার ব্যবহারের কথা ওঠে, তখন ইউজাররা অবশ্যই আশায় বুক বাঁধতে পারেন। অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য গুগল কী কী আনতে পারে, তার ঝলক ইতিমধ্যেই সবাই দেখেছে।

২০২৩ সালে বাজারে আসে Pixel 8। এতে USB C পোর্টের মাধ্যমে বড় স্ক্রিনে মোবাইল ব্যবহার করতে পারেন ইউজাররা। পিসি মোডকে পিক্সল সিরিজে আনা গুগলের জন্য গেম চেঞ্জার হতে চলেছে বলে মনে করছেন অনেক টেক বিশেষজ্ঞই। প্রযুক্তির দৌড় দেখতে গ্রাহকরা যে এমন ফোনের জন্য ঝাঁপাবেন বলাই বাহুল্য।অ্যাপল ইতিমধ্যেই এই ফিচার চালু করেছে। তবে তা শুধুমাত্র অ্যাপল ইউজারদের মধ্যেই সীমাবদ্ধ। অ্যান্ড্রয়েড ওপেন সোর্স হওয়া মানে ইউজাররা প্রিমিয়াম ফোনের সঙ্গে পিসিও ব্যবহার করতে পারবেন, তাও কম টাকায়।

Android Phone: অ্যান্ড্রয়েডের Nearby Share আসলে কী? আর কীভাবেই বা এই ফিচার কাজ করবে? জেনে নিন বিশদে

কলকাতাঃ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অপেক্ষার অবসান। এবার অ্যান্ড্রয়েডের জন্য Nearby Share শেয়ার ফিচার তৈরি করেছে Google। এই ফিচারটি একদম Apple-এর AirDrop-এর মতো। আসলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বরাবরই AirDrop-এর মতো ফিচার পাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন। এবার তাঁদের সেই ইচ্ছাও পূরণ হল। গত সপ্তাহে বিটা-য় এই ফিচার রোল আউট করতে শুরু করেছে Google।

আরও পড়ুনঃ লাফিয়ে লাফিয়ে কমবে বিদ্যুতের বিল! ছোট্ট কাজের অসম্ভব বড় ফল, বাঁচবে মোটা টাকা প্রতি মাসে

Nearby Share কী?
Nearby Share-এর মাধ্যমে অতি সহজেই দুটি অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে ফাইল পাঠানো যাবে। ব্যবহারকারীর কাছাকাছি থাকলে অনায়াসে তাঁকে ফাইল পাঠানো যাবে। অর্থাৎ মাথায় রাখতে হবে যে, যখন দুজন ব্যবহারকারী কাছাকাছি থাকবেন, তখনই ফাইল আদানপ্রদান করা সম্ভব।

কীভাবে কাজ করে Nearby Share?
Apple-এর AirDrop-এর মতো পিয়ার-টু-পিয়ার ওয়াই-ফাই তৈরি করার জন্য Nearby Share-ও একটি ব্লুটুথ কানেকশন ব্যবহার করে। যার অর্থ হল, Nearby Share ব্যবহার করার জন্য ওয়াই-ফাই কিংবা ডেটা প্যাকে কানেক্টেড না থাকলেও চলবে। অর্থাৎ ওয়াই-ফাই এবং ব্লুটুথ অন করতে হবে না। ফলে বোঝাই যাচ্ছে যে, এর সবথেকে বড় উপযোগিতা হল, সম্পূর্ণ ভাবে অফলাইন থাকলেও Nearby Share কাজ করবে।

কোন কোন ফোনে ব্যবহার করা যাবে এই ফিচার?
অ্যান্ড্রয়েড ৬.০ অথবা তার উপরের ভার্সনগুলি এই ফিচার সাপোর্ট করবে। কিন্তু Google জানিয়েছে, এই মুহূর্তে ফিচারটি পরীক্ষানিরীক্ষার পর্যায়ে রয়েছে। Google Pixel এবং Samsung ফোন Nearby Share সাপোর্ট করবে। অনেকেই এই ফিচার ব্যবহার করার জন্য ফোনে Google Play Services beta ইনস্টল করছেন। আপডেট এলেই কয়েক সেকেন্ডের মধ্যে তা ইনস্টল করতে সক্ষম হবেন।

Nearby Share কীভাবে ব্যবহার করা যাবে?
Nearby Share ফিচার ব্যবহার করার জন্য প্রথমে ফোনের Settings-এ যেতে হবে। এরপর স্ক্রোল করে যেতে হবে Google-এ। এবার Device connections-এ ট্যাপ করতে হবে। এরপরেই দেখা যাবে Nearby Share। যখন কাছাকাছি থাকা কাউকে ভিডিও অথবা ছবি করার থাকবে, তখন ফাইল ওপেন করে Share আইকনে ট্যাপ করতে হবে। মনে রাখা আবশ্যক যে, কন্ট্যাক্ট লিস্টে থাকা মানুষদের ক্ষেত্রেই Nearby Share ফিচার ব্যবহার করা যাবে। ফলে বোঝাই যাচ্ছে যে, Nearby Share কিন্তু AirDrop ফিচারের মতো অতটাও সহজ হবে না।