Tag Archives: aparajita

Aparajita Bill: নজরে বিধানসভা, ঘোষণা মাফিক আজ পেশ হচ্ছে ধর্ষণ বিরোধী কড়া বিল

সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: আরজি কর কাণ্ডের জেরে বিধানসভায় পেশ হওয়া বিলের নাম দেওয়া হয়েছে, ‘দ্য অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড বিল ২০২৪’। এই বিলে ধর্ষণ সংক্রান্ত মামলার সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বিলে পরিষ্কার করে বলা হয়েছে, কোনও ধর্ষণ বা শিশুদের উপর নির্যাতনের ঘটনার খবর পুলিশের কাছে আসার ২১ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। যদি তদন্তের কাজ অসম্পূর্ণ থাকে সেক্ষেত্রে সর্বাধিক ১৫ দিন সময় অতিরিক্ত দেওয়া যেতে পারে। এই অনুমতি দেবেন পুলিশ সুপার পদমর্যাদার কোনও আধিকারিক। আদালতে চার্জশিট পেশের ৩০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে।

আরও পড়ুন– রাশিফল ৩ সেপ্টেম্বর: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

বিলের শাস্তির বিধান হিসেবে বলা হয়েছে, যে কোনও ধর্ষণের ক্ষেত্রে শাস্তি সারা জীবন কারাদণ্ড, মৃত্যু ও জরিমানা। ধর্ষণ করে খুনের মামলায় শাস্তি ফাঁসি ও জরিমানা। গণধর্ষণের ক্ষেত্রে শাস্তি যাবজ্জীবন জেল, মৃত্যুদণ্ড ও জরিমানা। একাধিকবার ধর্ষণের ঘটনায় জড়িত থাকলে শাস্তি যাবজ্জীবন জেল ,মৃত্যুদণ্ড ও জরিমানা। ধর্ষিতার নাম পরিচয় কেউ প্রচার করলে জমিন অযোগ্য ধারায় তাকে গ্রেফতার করা হবে। শাস্তি তিন থেকে পাঁচ বছরের জেল। শুনানি চলার সময় আদালতের অনুমতি না নিয়ে কেউ তা প্রচার করলে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হবে ৷ সেক্ষেত্রে শাস্তি- হবে তিন থেকে পাঁচ বছরের জেল। এর জন্য বিশেষ আদালত গঠন করার কথাও বলা হয়েছে নয়া বিধানে।

আরও পড়ুন– কানপুরের গঙ্গায় তলিয়ে গেলেন স্বাস্থ্য দফতরের ডেপুটি ডিরেক্টর, জীবন বাঁচাতে ১০ হাজার টাকা দাবি ডুবুরিদের

শুধু দোষী ব্যক্তির শাস্তি নয়, বিচার প্রক্রিয়া নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও হয়েছে নয়া বিধান। বিচার প্রক্রিয়া নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পরিষ্কার বলা হয়েছে, আদালতের অনুমতি ছাড়া শুনানির সময় কোনও সংবাদ পরিবেশন করা যাবে না। যদি কেউ তা করে থাকে, তবে জামিন অযোগ্য ধারায় তাকে গ্রেফতার করে মামলা করা যেতে পারে।  নয়া আইনে ধর্ষণ, গণধর্ষণ নারী ও শিশুদের উপর যে কোনও ধরণের শারীরিক নিগ্রহের ক্ষেত্রে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হবে। ভারতীয় ন্যায় সংহিতাতে শাস্তির যে বিধান রয়েছে, তাও বাড়ানো হয়েছে রাজ্যের তৈরি নয়া আইনে।

Aparajita Bill: ধর্ষকদের দ্রুত সাজা, আজই বিধানসভায় ‘অপরাজিতা’ বিল নিয়ে আলোচনা

আবীর ঘোষাল, কলকাতা:অপরাজিতা নারী ও শিশু বিল’ (পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল, ২০২৪)। আরজি কর হাসপাতালের নির্যাতিতা তরুণী চিকিৎসককে সম্মান জানিয়ে এই নামকরণ বলে প্রশাসনিক সূত্রে খবর। মঙ্গলবার বিলটি পেশ হওয়ার কথা বিধানসভায়।

ভারতীয় ন্যায় সংহিতা ও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার, যৌন নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত যে আইন রয়েছে। বাংলার ক্ষেত্রে তার কিছু সংশোধন আনা হচ্ছে। চটজলদি বিচারের জন্য শুধুমাত্র বাংলার ক্ষেত্রে কয়েকটি ধারা যোগ করা হচ্ছে। নারী ও শিশুদের ক্ষেত্রে নিরাপদ পরিবেশ তৈরির জন্য। তাই বেশ কিছু বিধি যোগ হচ্ছে।

আরও পড়ুন– রাশিফল ৩ সেপ্টেম্বর: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

দ্রুত বিচারের বিধান। ডেডিকেটেড বিশেষ আদালত। ডেডিকেটেড তদন্তকারী দল। এই তদন্তকারী দলকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। ন্যূনতম সাতদিনের মধ্যে শেষ করতে হবে গুরুতর অপরাধের ক্ষেত্রে। এটা আগে ছিল নূন্যতম এক মাস। যেখানে মূল আইনে এক বছরের মধ্যে শাস্তি দেওয়ার কথা ছিল। সেটা সংশোধন করে এক মাসের মধ্যে করতে বলা হল। মূল আইনে কোনও থানায় ঘটনা নথিভুক্ত করার পর সেটা দুই মাসের মধ্যে তদন্ত শেষ করার কথা ছিল। সেটা ২১ দিনের মধ্যে শেষ করতে হবে সংশোধনীতে আছে। যদি কোনও ক্ষেত্রে দেখা যায় ২১ দিনে তদন্ত শেষ করতে পারছে না। সেটা ১৫ দিন অতিরিক্ত সময় দিতে পারবে। তবে সেটি জেলা পুলিশ সুপার পদমর্যাদার কাউকে দায়িত্ব দিতে হবে।

*ধর্ষণে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা অথবা মৃত্যুদণ্ড*

*গণধর্ষণের ক্ষেত্রে জরিমানা ও আমৃত্যু কারাদণ্ড বা মৃত্যুদণ্ড*

*ধর্ষণের অভিযোগের পাশাপাশি, ধর্ষণকারীর দ্বারা আঘাতের কারণে মৃত্যু হলে অভিযুক্তের মৃত্যুদণ্ড ও জরিমানা।*

*কোমায় চলে গেলে এখানেও মৃত্যুদণ্ড ও জরিমানা।*

*সব মামলা হবে জামিন অযোগ্য ধারায়।*

নতুন বিলে মহিলা, শিশুদের সুরক্ষায় তৈরি হবে ‘অপরাজিতা টাস্ক ফোর্স’। জেলায় জেলায় এই টাস্ক ফোর্স কাজ করবে। এর নেতৃত্বে থাকবেন ডিএসপি পদমর্যাদার আধিকারিক, মহিলা আধিকারিককে এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। নির্যাতিতার পরিচয় প্রকাশ করলে ৩ থেকে ৫ বছরের জেল ও জরিমানার বিধান রয়েছে নতুন বিলে। তবে এই মামলা জামিনযোগ্য। মঙ্গলবারই এই বিল নিয়ে আলোচনা হবে বিধানসভায়। বিজেপির পরিষদীয় দলেরও সেই আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে। ‘অপরাজিতা’ বিলটি বিধানসভায় পাশ হয়ে যাওয়ার পর, সেটি আইনে পরিণত করার জন্য রাজ্যপালের কাছে পাঠানো হবে।

আরও পড়ুন– সংখ্যাতত্ত্বে ৩ সেপ্টেম্বর: দেখে নিন কেমন যাবে আজকের দিন; জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

২৮ অগাস্ট মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ধর্ষণ রুখতে কঠোর আইনের পক্ষে সওয়াল করেছিলেন মমতা। তিনি বলেছিলেন, “ধর্ষকের একমাত্র শাস্তি ফাঁসি। আর কিছু নয়।” সেই মঞ্চ থেকেই তিনি জানিয়েছিলেন, রাজ্য বিধানসভায় ধর্ষকের ফাঁসি নিশ্চিত করতে বিল নিয়ে আসবে রাজ্য। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, তিনি সংসদে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রাইভেট মেম্বার বিল আনবেন।