Tag Archives: apple phone

ফোন চুরি গেলেও ফেরত পাবেন, কোনও ক্ষতি হবে, দু’টো কাজ শুধু করে ফেলুন

মুম্বই: Apple তার ব্যবহারকারীর জন্য সব সময়েই নিজেদের আপডেটে কিছু না কিছু চমক রাখে। এবার যেমন এসেছে iOS 17.3, তার সঙ্গেই iPhone ইউজারের বাড়তি পাওনা Stolen Device Protection।

ব্যাপারটা আর কিছুই নয়, সহজ ভাবে বললে ফোন খোয়া গেলেও তা যাতে কেউ অ্যাক্সেস করতে না পারে, সেই প্রযুক্তি। বলা হয়েছে যে ফোন যখন তার পরিচিত জায়গায় থাকবে না, অর্থাৎ ইউজারের বাড়ি বা কর্মস্থলে, তখন তার কিছু সেটিংসে বদল আসবে। এবার কোনও দুষ্কৃতী যদি খোয়া যাওয়া সেই ফোন অ্যাক্সেস করতে চায়, সবার আগে তাকে ফেস আইডি বা টাচ আইডি দিতে হবে। বলাই বাহুল্য, ফোন অ্যাক্সেস করার কাজ এখানেই অর্ধেক জটিল করে দিচ্ছে Stolen Device Protection।

আরও পড়ুনNum lock Button: দিনরাত কম্পিউটার ব্যবহার করছেন, Num Lock কোন কাজে লাগে জানেন?

শুধু তাই নয়, Safari-তে সংরক্ষিত পাসওয়ার্ড বা অর্থপ্রদানের তথ্য অ্যাক্সেস করা, লস্ট মোড বন্ধ করা, ডিভাইসটির সেটিংস মুছে ফেলা, একটি নতুন Apple ডিভাইস সেট আপ করতে ফোন ব্যবহার করা, একটি নতুন Apple কার্ডের জন্য আবেদন করা, Apple কার্ড নম্বর দেখা, অ্যাপল ক্যাশ দিয়ে টাকা ট্রানজাকশন ইত্যাদি কাজের জন্যও অতিরিক্ত যাচাইকরণের প্রয়োজন হবে।

রয়েছে সুরক্ষার একটি অতিরিক্ত স্তরও। ফোন যদি পরিচিত জায়গায় না থাকে, তাহলে বায়োমেট্রিক দিয়ে আনলক করার পরেও একটা সিকিউরিটি ডিলে প্রয়োগ হবে। এক ঘণ্টা কেটে গেলে আবার ফোন খুলতে দরকার হবে বায়োমেট্রিকের।

আরও পড়ুন Washing Machine Utility: ধবেধবে হবে কাপড়, লাগবে কম জল, পুড়বে কম ইলেক্ট্রিক, কোন ওয়াশিং মেশিনে সেরা? রইল হদিশ

ফলে, এই সিকিউরিটি ডিলে আইডি বা পাসওয়ার্ড পরিবর্তন করা, অ্যাকাউন্ট থেকে সাইন আউট করা, সিকিউরিটি সেটিংসে বদল, ফেস আইডি/টাচ আইডি টার্ন অফ করা, পাসকোড পরিবর্তন করা, সেটিংস রিসেট করা, ফাইন্ড মাই টার্ন অফ করা, Stolen Device Protection ডিজেবল করা- এই সমস্ত কাজে এই বিলম্ব দুষ্কৃতীদের বাধা দিতে পারে।

Stolen Device Protection টার্ন অন করতে ফোনে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন রাখতে হবে, সেই সঙ্গে থাকতে হবে এগুলোও:

– ডিভাইস পাসকোড
– ফেস আইডি বা টাচ আইডি
– ফাইন্ড মাই
– লোকেশন সার্ভিস

এবার সেটিংসে গিয়ে ফেস আইডি এবং পাসকোডে ট্যাপ করতে হবে।
ডিভাইসের পাসকোড এন্টার করতে হবে।
Stolen Device Protection টগল অন করতে হবে।

 

 

Apple iPhone: এ যেন ‘পাঠান’ সিনেমার শাহরুখ খান, ১৬ হাজার ফুট ওপর থেকে ধাঁই করে পড়ে গেল আইফোন তারপর…

নয়াদিল্লি: আলাস্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইট সম্প্রতি একটি হতাশাজনক দুর্ঘটনার মুখোমুখি হয়। সেই সময় সেই ফ্লাইট থেকে একটি আইফোন ১৬,০০০ ফুট নিচে আরও অন্যান্য বস্তুর সঙ্গে পড়ে যায়। কিন্তু, আশ্চর্যের বিষয় হল সেই আইফোনটি সম্পূর্ণ ঠিক আছে এবং কোন স্ক্র্যাচ ছাড়াই ভাল অবস্থায় পাওয়া গিয়েছে। পোর্টল্যান্ডের বাসিন্দা Seanathan Bates, বার্নস রাস্তায় হাঁটার সময় রাস্তার ধারে সেই আইফোনটি খুঁজে পান। যেখানে বিমানটির ধ্বংসাবশেষের পাওয়া গিয়েছিল, এটি সেই জায়গার খুবই কাছে অবস্থিত।

বেটস প্রকাশ করেছেন যে, ১৬,০০০ ফুট নিচে পড়ার পরেও, এটিতে স্ক্র্যাচ ছিল না এবং কভার ও স্ক্রিন প্রোটেক্টর অক্ষত ছিল। তিনি জানিয়েছেন যে, আইফোনটি এরোপ্লেন মোডে ছিল এবং যখন তিনি এটি খুঁজে পান তখন তা আনলক করা হয়েছিল। এটিতে ফ্লাইট ১২৮২ এর জন্য ভ্রমণ নিশ্চিতকরণ এবং লাগেজের প্রমাণ ছিল, যা নিশ্চিত করে যে এটি আলাস্কা এয়ারলাইন যাত্রীর।

আরও পড়ুন – East Bengal Captain: দরমার চালের বাড়িতে উপচে পড়ছে ট্রফি, ২০ নম্বর লাল-হলুদ জার্সির মিষ্টি মেয়েতে মজে ময়দান

উল্লেখযোগ্যভাবে, এই ঘটনাটি ঘটে আলাস্কা এয়ারলাই ASA 1282 ফ্লাইটে যা পোর্টল্যান্ড, ওরেগন থেকে অন্টারিও, ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে উড়ছিল। যখন এর জানালাটি মাঝ-হাওয়ায় ভেঙে যায়, বিমান সংস্থাটি জানায় যে বিমানটি ১৭৪ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য নিয়ে নিরাপদে অবতরণ করে। বেটস আইফোনটি খুঁজে পাওয়ার পর, তিনি ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) সঙ্গে যোগাযোগ করেন। যেটি নিশ্চিত করে যে আইফোনটি কাজ করছে এবং এটি দ্বিতীয় ফোন যা ফ্লাইট থেকে পড়ে গিয়েছে। বার্নস রোডে পাওয়া নির্দিষ্ট আইফোন মডেলের নাম প্রকাশ করা হয়নি।

বেটস X-এ আইফোনের ছবি শেয়ার করেছেন। একই সঙ্গে একটি ক্যাপশনে লেখা, “রাস্তার পাশে একটি আইফোন পাওয়া গিয়েছে। এখনও অর্ধেক ব্যাটারি সহ এরোপ্লেন মোডে আছে এবং #AlaskaAirlines-এর জন্য লাগেজ দাবির জন্য উন্মুক্ত। ASA1282 থেকে ১৬,০০০ ফুট নিচে পড়েও অটুট রয়েছে।”

এই ঘটনায় বেশ কিছু নেটিজেন প্রতিক্রিয়া জানিয়েছেন। এক এক্স ব্যবহারকারী লিখেছেন, “এটা কীভাবে সম্ভব? আমি রান্নাঘরের টেবিল থেকে আমার আইফোনটি ছুঁড়ে ফেলে দিয়েছি এবং সেটি অক্ষত অবস্থায় নেই।” অন্য একজন লিখেছেন,”দারুণ আইফোন বিজ্ঞাপন।” এখানে X ব্যবহারকারীদের কাছ থেকে বেশ কিছু হাস্যকর প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। এর ফলে সোশ্যাল মিডিয়ায় এটি ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি।