Tag Archives: Arijit Singh Birthday

Arijit Singh Birthday: ৩৭-এ পা অরিজিতের, বাংলার সোনার ছেলেকে জন্মদিনে প্রাণভরা শুভেচ্ছা শ্রেয়া ঘোষালের

মুম্বই: ৩৭-এ পা দিলেন দেশের অন্যতম জনপ্রিয় গায়ক হলেন অরিজিৎ সিং৷ গতকাল ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একরাশ প্রাণভরা শুভেচ্ছায় ভরিয়ে দিলেন স্বনামধন্য গায়িকা শ্রেয়া ঘোষাল৷

সোশ্যাল মিডিয়ায় অরিজিতের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন শ্রেয়া ঘোষাল৷ যেখানে দেখা যাচ্ছে, সবুজ ব্লেজার, মাথায় ম্যাচিং পাগড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন অরিজিৎ সিং৷ পাশেই বেগুনি রঙের ল্যাহেঙ্গা পরে গায়ককে আগলে শ্রেয়া৷ দু’জনের মিষ্টি এই ছবি শেয়ার করে শ্রেয়া লেখেন- জন্মদিনের একরাশ শুভেচ্ছা সোনার হৃদয়ের মানুষকে৷ আপনি অনন্তকাল পর্যন্ত আপনার প্রাণময় কন্ঠে আমাদের সকলকে মুগ্ধ এবং মন্ত্রমুগ্ধ করে রাখুন, সঙ্গে একটি হলুদ ভালবাসার ইমোজি জুড়ে দিয়েছেন৷ ঝড়ের গতিতে এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরে বিরাট খ্যাতি অর্জন করেছেন বাংলার সোনার ছেলে৷ বলি থেকে টলি বর্তমানে দেশের প্লেব্যাক গায়কদের মধ্যে অন্যতম জনপ্রিয় হলেন অরিজিৎ সিং৷ নিজের প্রতিভার জেরেই এই জায়গা করে নিয়েছেন অরিজিৎ৷ দেশে-বিদেশে তাঁর অনুরাগীর সংখ্যা প্রচুর৷ তাঁর খ্যাতি এখন বিশ্বজোড়া৷ তাকে একবার কাছ থেকে দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

অরিজিৎ সিং মানেই অনুরাগীদের মধ্যে টানটান উত্তেজনা৷ ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এর মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে অরিজিৎ সিং-এর। তবে ‘ফেম গুরুকুল’-এর ফাইনালে জায়গা করে উঠতে পারেননি তিনি৷ তারপর থেকেই শুরু হয়েছিল স্ট্রাগল৷ সবাইকে পিছনে ফেলে মিউজিক ইন্ডাস্ট্রিতে সফলতার সঙ্গে প্রথম সারিতে নিজের জায়গা করে নিয়েছেন অরিজিৎ সিং৷ আট থেকে অষ্টাদশীর হৃদয়ে ঝড় তুলতে নামটাই যেন যথেষ্ঠ। যাকে বলিউডের সঙ্গীতের বাদশা বলে মানা হয়, তিনি হলেন অরিজিৎ সিং। বর্তমানে ভারতীয় মিউজিক ইন্ডাস্টির সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র অরিজিৎ সিং৷ তার গলার জাদুতে মুগ্ধ আসমুদ্র হিমাচল৷

Arijit Singh’s Birthday: অরিজিৎ সিংয়ের জন্মদিনে হইহই দেশজুড়ে, এদিকে নিজে জিয়াগঞ্জে নিরিবিলিতে… একী করলেন বলি গায়ক!

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ সিং। আজকের দিনে ১৯৮৭ সালে জন্ম গ্রহণ করেছিলেন বলিউড গায়ক। তবে জন্মদিন তিনি ঘটা করে পালন করেন না। বরাবরই প্রচারের অন্তরালে থাকতে ভালোবাসেন অরিজিৎ। তাই ফ্যানেদের মন খারাপ হলেও দাদার জন্মদিন তাঁরা এভাবেই মেনে নিয়েছেন। করেন না কোনও আয়োজন। এদিন সকালে তাঁর বাড়ির সামনে ছিল না কোনও ভিড়। কাটা হয়নি কেক।

আরও পড়ুন: ইন্টারনেট ব্যবহার হোক নিরাপদ, এই ৫টি কথা মাথায় রাখলে ম্যালওয়ার কোনও ক্ষতি করতে পারবেন না

মুর্শিদাবাদ জেলাতে একাধিক কর্মকাণ্ড করে মানুষের পাশে দাঁড়িয়েছেন অরিজিৎ। অরিজিৎ সিংয়ের ডাক নাম সুমু। তিনি ২০০৫ সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ‘ফেম গুরুকুল’-এর প্রতিযোগী ছিলেন। অরিজিৎ হিন্দির পাশাপাশি বাংলা গানের জগতেও সমান জনপ্রিয়। টলিউড বাংলা ছবিতে তাঁর গাওয়া অসংখ্য হিট গান রয়েছে। সঙ্গীত প্রোগ্রামার হিসেবে সঙ্গীত-জগতে তিনি তাঁর যাত্রা শুরু করেন।

মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে তাঁর বড় হয়ে ওঠা। রাজা বিজয় সিং স্কুলে কেটেছে তার ছোট বেলা। বর্তমানে তিনি এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি অরিজিৎ সিং।ইতি মধ্যেই তৈরি করছেন খেলার মাঠ। সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরেই অযত্নে পড়েছিল খেলার মাঠ। অরিজিৎ সিং-এর তত্ত্বাবধানে নতুন ভাবে গড়ে উঠছে এই মাঠ। সঙ্গীত জীবনের চর্চার পাশাপাশি সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছেন প্রতিনিয়ত। সমাজ কল্যাণের ব্রত নিয়েই কার্যত নিজের খরচে বিভিন্ন জনহিতকর কাজেই নিয়োজিত রয়েছেন তিনি।

কৌশিক অধিকারী

Arijit Singh Net Worth: পায়ে চটি, বাসে-ট্রেনে যাতায়াত! কত কোটির মালিক গায়ক অরিজিৎ সিং? শুনলে চমকে উঠবেন

বর্তমান সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী তিনি। বাংলা থেকে হিন্দি সর্বত্র তাঁর অবাধ বিচরণ। তাঁর গান শুনে মুগ্ধ হননি দেশে এমন শ্রোতা নেই বললেই চলে। শুধু গান নয়। তাঁর নম্র ব্যবহারও মানুষের মন ছুঁয়ে যায়। তিনি আজও জিয়াগঞ্জের সাধারণ ছেলে।
বর্তমান সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী তিনি। বাংলা থেকে হিন্দি সর্বত্র তাঁর অবাধ বিচরণ। তাঁর গান শুনে মুগ্ধ হননি দেশে এমন শ্রোতা নেই বললেই চলে। শুধু গান নয়। তাঁর নম্র ব্যবহারও মানুষের মন ছুঁয়ে যায়। তিনি আজও জিয়াগঞ্জের সাধারণ ছেলে।
অরিজিৎ সিং মাসে আয় করে থাকেন ৬ কোটি টাকা। তবে সবথেকে ধনী হলেন শ্রেয়া ঘোষাল।
অরিজিৎ সিং মাসে আয় করে থাকেন ৬ কোটি টাকা। তবে সবথেকে ধনী হলেন শ্রেয়া ঘোষাল।
তিনি একটি গানের জন্য প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকা নেন। যেখানে লাইভ কনসার্টের জন্য প্রায় ১.৫ কোটি চার্জ করেন। তিনি ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়কদের একজন। তাঁর ৫৭ কোটি টাকারও বেশি সম্পদ রয়েছে। এ ছাড়া মুম্বাইয়ে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। দেশ ছাড়াও বিদেশেও লাইভ কনসার্ট করে মোটা টাকা আয় করেন অরিজিৎ।
তিনি একটি গানের জন্য প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকা নেন। যেখানে লাইভ কনসার্টের জন্য প্রায় ১.৫ কোটি চার্জ করেন। তিনি ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়কদের একজন। তাঁর ৫৭ কোটি টাকারও বেশি সম্পদ রয়েছে। এ ছাড়া মুম্বাইয়ে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। দেশ ছাড়াও বিদেশেও লাইভ কনসার্ট করে মোটা টাকা আয় করেন অরিজিৎ।
গিটার তাঁর প্রাণ। প্রতিটি গিটার তাঁর এতই প্রিয় যে তাদের নামকরণ করেন তিনি। তাঁর কাছে প্রতিটি গিটারলন্তানের মতো। ঝোরা, ঝিলিক, মিঠি- এমন সব নাম লেখা থাকে।
গিটার তাঁর প্রাণ। প্রতিটি গিটার তাঁর এতই প্রিয় যে তাদের নামকরণ করেন তিনি। তাঁর কাছে প্রতিটি গিটার ন্তানের মতো। ঝোরা, ঝিলিক, মিঠি- এমন সব নাম লেখা থাকে।
তাঁর সুরের জাদুতে বুঁদ গোটা দেশ। আর তাঁর গিটারে দেখা যাবে গোটা গোটা বাংলা হরফে লেখা একটা নাম।
তাঁর সুরের জাদুতে বুঁদ গোটা দেশ। আর তাঁর গিটারে দেখা যাবে গোটা গোটা বাংলা হরফে লেখা একটা নাম।
তাঁর গিটারের এই নাম কিন্তু স্ত্রী বা কোনও আত্মীয়ের নাম নয়। ভালবেসেই অ্যাকোয়েস্টিক গিটারের নামকরণ করেন তিনি।
তাঁর গিটারের এই নাম কিন্তু স্ত্রী বা কোনও আত্মীয়ের নাম নয়। ভালবেসেই অ্যাকোয়েস্টিক গিটারের নামকরণ করেন তিনি।
ছোটবেলার বন্ধু কোয়েল রায়কে বিয়ে করেন শিল্পী। ২০১৪ সালে গাঁটছড়া বাঁধেন কোয়েল এবং অরিজিৎ। তবে বিয়েতে তেমন কোনও জাঁকজমক ছিল না। একেবারে সাদামাটাভাবেই বিয়ে সারেন তিনি।
ছোটবেলার বন্ধু কোয়েল রায়কে বিয়ে করেন শিল্পী। ২০১৪ সালে গাঁটছড়া বাঁধেন কোয়েল এবং অরিজিৎ। তবে বিয়েতে তেমন কোনও জাঁকজমক ছিল না। একেবারে সাদামাটাভাবেই বিয়ে সারেন তিনি।
অরিজিৎ সিংকে শেষবার আহমেদাবাদে এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা গিয়েছিল। তাঁর পারফরম্যান্স শেষ করার পরে, অরিজিৎকে ভারতীয় ক্রিকেট কিংবদন্তিএমএস ধোনির পা স্পর্শ করতে দেখা গিয়েছে। অরিজিৎ সিংয়ের এই ভঙ্গিমা ইন্টারনেটে বিপুল প্রশংসিত হয়েছে।
অরিজিৎ সিংকে শেষবার আহমেদাবাদে এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা গিয়েছিল। তাঁর পারফরম্যান্স শেষ করার পরে, অরিজিৎকে ভারতীয় ক্রিকেট কিংবদন্তিএমএস ধোনির পা স্পর্শ করতে দেখা গিয়েছে। অরিজিৎ সিংয়ের এই ভঙ্গিমা ইন্টারনেটে বিপুল প্রশংসিত হয়েছে।
বহু ট্যুরিস্ট মুর্শিদাবাদে অরিজিৎ সিংয়ের বাড়ি দেখতে আসেন। যদিও মুর্শিদাবাদ ঐতিহাসিক শহর। মুর্শিদাবাদ  দেখতে সারা বিশ্ব থেকে মানুষ আসে। তবে এখন বলিউডের অরিজিৎ সিংয়ের সুরেলা কণ্ঠের ফ্যানরাও সেই বাড়িটি দেখতে আসেন যেখানে কোটিপতি এই সিঙ্গার থাকেন৷
বহু ট্যুরিস্ট মুর্শিদাবাদে অরিজিৎ সিংয়ের বাড়ি দেখতে আসেন। যদিও মুর্শিদাবাদ ঐতিহাসিক শহর। মুর্শিদাবাদ  দেখতে সারা বিশ্ব থেকে মানুষ আসে। তবে এখন বলিউডের অরিজিৎ সিংয়ের সুরেলা কণ্ঠের ফ্যানরাও সেই বাড়িটি দেখতে আসেন যেখানে কোটিপতি এই সিঙ্গার থাকেন৷

Arijit Singh Unknown Fact: কে ঝিলিক? কে মিঠি? অরিজিৎ সিংয়ের গিটারে এগুলো কার নাম? জানলে অবাক হবেন

বর্তমান সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী তিনি। বাংলা থেকে হিন্দি সর্বত্র তাঁর অবাধ বিচরণ। তাঁর গান শুনে মুগ্ধ হননি দেশে এমন শ্রোতা নেই বললেই চলে। শুধু গান নয়। তাঁর নম্র ব্যবহারও মানুষের মন ছুঁয়ে যায়। তিনি আজও জিয়াগঞ্জের সাধারণ ছেলে।
বর্তমান সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী তিনি। বাংলা থেকে হিন্দি সর্বত্র তাঁর অবাধ বিচরণ। তাঁর গান শুনে মুগ্ধ হননি দেশে এমন শ্রোতা নেই বললেই চলে। শুধু গান নয়। তাঁর নম্র ব্যবহারও মানুষের মন ছুঁয়ে যায়। তিনি আজও জিয়াগঞ্জের সাধারণ ছেলে।
গিটার তাঁর প্রাণ। প্রতিটি গিটার তাঁর এতই প্রিয় যে তাদের নামকরণ করেন তিনি। তাঁর কাছে প্রতিটি গিটারলন্তানের মতো। ঝোরা, ঝিলিক, মিঠি- এমন সব নাম লেখা থাকে।
গিটার তাঁর প্রাণ। প্রতিটি গিটার তাঁর এতই প্রিয় যে তাদের নামকরণ করেন তিনি। তাঁর কাছে প্রতিটি গিটারলন্তানের মতো। ঝোরা, ঝিলিক, মিঠি- এমন সব নাম লেখা থাকে।
তাঁর সুরের জাদুতে বুঁদ গোটা দেশ। আর তাঁর গিটারে দেখা যাবে গোটা গোটা বাংলা হরফে লেখা একটা নাম।
তাঁর সুরের জাদুতে বুঁদ গোটা দেশ। আর তাঁর গিটারে দেখা যাবে গোটা গোটা বাংলা হরফে লেখা একটা নাম।
তাঁর গিটারের এই নাম কিন্তু স্ত্রী বা কোনও আত্মীয়ের নাম নয়। ভালবেসেই অ্যাকোয়েস্টিক গিটারের নামকরণ করেন তিনি।
তাঁর গিটারের এই নাম কিন্তু স্ত্রী বা কোনও আত্মীয়ের নাম নয়। ভালবেসেই অ্যাকোয়েস্টিক গিটারের নামকরণ করেন তিনি।
ছোটবেলার বন্ধু কোয়েল রায়কে বিয়ে করেন শিল্পী। ২০১৪ সালে গাঁটছড়া বাঁধেন কোয়েল এবং অরিজিৎ। তবে বিয়েতে তেমন কোনও জাঁকজমক ছিল না। একেবারে সাদামাটাভাবেই বিয়ে সারেন তিনি।
ছোটবেলার বন্ধু কোয়েল রায়কে বিয়ে করেন শিল্পী। ২০১৪ সালে গাঁটছড়া বাঁধেন কোয়েল এবং অরিজিৎ। তবে বিয়েতে তেমন কোনও জাঁকজমক ছিল না। একেবারে সাদামাটাভাবেই বিয়ে সারেন তিনি।
অরিজিৎ সিংকে শেষবার আহমেদাবাদে এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা গিয়েছিল। তাঁর পারফরম্যান্স শেষ করার পরে, অরিজিৎকে ভারতীয় ক্রিকেট কিংবদন্তিএমএস ধোনির পা স্পর্শ করতে দেখা গিয়েছে। অরিজিৎ সিংয়ের এই ভঙ্গিমা ইন্টারনেটে বিপুল প্রশংসিত হয়েছে।
অরিজিৎ সিংকে শেষবার আহমেদাবাদে এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা গিয়েছিল। তাঁর পারফরম্যান্স শেষ করার পরে, অরিজিৎকে ভারতীয় ক্রিকেট কিংবদন্তিএমএস ধোনির পা স্পর্শ করতে দেখা গিয়েছে। অরিজিৎ সিংয়ের এই ভঙ্গিমা ইন্টারনেটে বিপুল প্রশংসিত হয়েছে।
বহু ট্যুরিস্ট মুর্শিদাবাদে অরিজিৎ সিংয়ের বাড়ি দেখতে আসেন। যদিও মুর্শিদাবাদ ঐতিহাসিক শহর। মুর্শিদাবাদ  দেখতে সারা বিশ্ব থেকে মানুষ আসে। তবে এখন বলিউডের অরিজিৎ সিংয়ের সুরেলা কণ্ঠের ফ্যানরাও সেই বাড়িটি দেখতে আসেন যেখানে কোটিপতি এই সিঙ্গার থাকেন৷
বহু ট্যুরিস্ট মুর্শিদাবাদে অরিজিৎ সিংয়ের বাড়ি দেখতে আসেন। যদিও মুর্শিদাবাদ ঐতিহাসিক শহর। মুর্শিদাবাদ  দেখতে সারা বিশ্ব থেকে মানুষ আসে। তবে এখন বলিউডের অরিজিৎ সিংয়ের সুরেলা কণ্ঠের ফ্যানরাও সেই বাড়িটি দেখতে আসেন যেখানে কোটিপতি এই সিঙ্গার থাকেন৷