Tag Archives: Asian Games

Year Ender 2023: বছর শেষে ফিরে দেখা, ২০২৩-এ সেরা ১০ স্পোর্টস ইভেন্ট ও রেজাল্ট

কলকাতা: দেখতে দেখতে শেষ ২০২৩ সাল। আরও একটা নতুন বছরকে স্বাগত জানানোর পালা। প্রতিটি বছরই নান ক্ষেত্রে এমন কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটে বা ইভেন্ট থাকে যা বছর শেষে স্মৃতিতে থেকে যায়। তেমনই ক্রীড়া ক্ষেত্রেও ২০২৩ সালে ছিল কিছু সেরা কিছু ইভেন্ট। বছর শেষে সেই সকল ইভেন্ট আরও একবার ফিরে দেখা।

এশিয়ান গেমস ২০২৩: ২০২৩ এশিয়ান গেমসে ইতিহাস তৈরি করেছে ভারত। প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবার একশো পদকের মাইলস্টোন স্পর্শ করেছে ভারতীয় অ্য়াথলিটরা। মোট ১০৭টি পদক আসে ভারতের ঝুলিতে। ২৮টি সোনা, ৩৮টি রুপো ও ৪১টি ব্রোঞ্জ। চতুর্থ স্থানে শেষ করে ভারত।

এশিয়া কাপ: চলতি বছরে এশিয়া কাপ ক্রিকেট ফাইনালে একতরফাভাবে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। প্রতিযোগিতায় পাকিস্তানকে হারানোর পাশাপাশি ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয় ভারত। ফাইনালে মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। মহম্মদ সিরাজ একাই ৬টি উইকেট নেন। জবাবে ৬.১ ওভারে ১০ উইকেটে ফাইনাল জেতে ভারত।

ওডিআই বিশ্বকাপ ২০২৩: ভারতের মাটিতে আয়োজিত হয় আইসিসি একদিনের বিশ্বকাপ। প্রতিযোগিতায় দাপটের সঙ্গে খেলে টিম ইন্ডিয়া। তবে তৃতীয়বার ট্রফি জয়ের স্বপ্নপূরণ হয়নি। টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে ওঠে ভারত। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের মুখ দেখতে হয়। ষষ্ঠবার ওডিআই বিশ্বকাপ জেতে ব্যাগি গ্রিনরা। প্রতিযোগিতার সর্বোচ্চ রান স্কোরার হন বিরাট কোহলি ও সর্বোচ্চ উইকেট শিকরী হন মহম্মদ শামি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: ২০২৩ সালে দ্বিতীয়বারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় মরশুমেও ফাইনালে ওঠে ভারত। কিন্তু ট্রফি জিততে পারেনি। আরও একবার ফাইনালে উঠে হারের মুখ দেখতে হয় ভারতীয় দলকে। ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ২০৯ রানে জেতে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল।

মহিলা টি-২০ বিশ্বকাপ: ২০২৩ সালের শুরুতেই আয়োজিত হয় আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ। ভারতীয় মহিলা দল ভাল খেলে সেমি ফাইনালে ওঠে। তবে শেষ চারের লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে বিদায় নিতে হয়। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।

হকি বিশ্বকাপ: চলতি বছরের শুরুতে ভারতের মাটিতে আয়োজন হয় হয় পুরুষদের হকি বিশ্বকাপ। ভারতীয় হকি দল আশানরুপ ফল করতে পারেনিষ ফাইনালে পৌছায় জার্মানি ও বেলজিয়াম। নির্ধারিত সময়ে খেলার ফল দাঁড়ায় ৩-৩। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে বিশ্ব চ্যাম্পিয়ন হয় বেলজিয়াম।

আইপিএল ২০২৩: আরও এক রদ্ধশ্বাস আইপিএলের সাক্ষী থেকেছে আইপিএল ২০২৩। বৃষ্টি বিঘ্নিত ফাইনাল চলে ২ দিন ধরে। শেষ পর্যন্ত গুজরাত টাইটান্সকে হারিয়ে পঞ্চমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয় এমএস ধোনির চেন্নাই সুপার কিংস। ফাইনাল জেতার পর ২০২৪ সালেও আইপিএল খেলার কথা দেন ধোনি।

আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান: বেঙ্গালুরু এফসি-কে টাইব্রেকারে হারিয়ে ২০২২-২৩ মরসুমের আইএসএল চ্যাম্পিয়ন হল এটিকে মোহনবাগান। দল চ্যাম্পিয়ন হওয়ার পরেই এটিকে মোহনবাগান সরিয়ে নাম বদলে মোহনবাগান সুপার জায়ান্ট করার কথা ঘোষণা করেন সঞ্জীব গোয়েঙ্কা। ‘এটিকে’ সরে যাওয়ায় খুশি মোহনবাগান সমর্থকরা

উয়েফা নেশনসন লিগ: ২০২২-২৩ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয় স্পেন। ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে ট্রফি জেতে স্প্যানিশ আর্মাডারা। গোলশূন্যভাবে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জেতে স্পেন। ফাইনালে উঠে আরও একবার ট্রফি অধরা থেকে যায় লুকা মদ্রিচদের।

আরও পড়ুনঃ IPL 10 Team Full Squad: বদলে গেল সব! কোন দল হল বেশি শক্তিশালী? আইপিএল নিলামের পর দেখে নিন ১০ দলের পুরো স্কোয়াড

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: চলতি বছরের ১১ জুন আয়োজিত হয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজিত হয়। ফাইনালে মুখোমুখি হয় ম্যাঞ্চেস্টার সিটি ও ইন্টার মিলান। রড্রির করা একমাত্র গোলে চ্যাম্পিয়ন হয় ম্যান সিটি।

Yearender 2023: বছর শেষের ফিরে দেখা, এশিয়ান গেমস ২০২৩-এ ভারতেরই জয়জয়কার, ভেঙে গেল পুরনো রেকর্ড

কলকাতা: এশিয়ান গেমস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে চিনের হ্য়াংঝাউতে চলতি বছরের গত ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত। আর এশিয়ান গেমসের এই মরশুমে ভারতের কৃতিত্ব অনস্বীকার্য। কারণ রেকর্ড সংখ্যক পদক জয় করেছে ভারত। বছর শেষে এশিয়ান গেমস ২০২৩ জুড়ে ভারতের দাপট আরও একবার ফিরে দেখা যাক।

এশিয়ান গেমস ২০২৩-এ ভারতের ঝুলিতে এসেছে মোট ১০৭টি পদক। এর মধ্যে ২৮টি স্বর্ণ পদক, ৩৮টি রৌপ্য পদক এবং ৪১টি ব্রোঞ্জ পদক। আর এর সঙ্গে সঙ্গে ভারত চতুর্থ স্থান অধিকার করেছে। ওই তালিকায় প্রথম স্থান অধিকার করেছে চিন। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে জাপান এবং সাউথ কোরিয়া।

আরও পড়ুন  Tasty Food: হুড়মুড়িয়ে জমছে ভিড়, চাউমিন সিঙাড়ার সিক্রেট রেসিপি বলে দিলেন দোকানদার

এদিকে পরিসংখ্যান বলছে, ২০১৮-র এশিয়ান গেমসের তুলনায় অনেকটাই অগ্রগতি দেখা গিয়েছে। কারণ ওই মরশুমে ভারতের ঝুলিতে এসেছিল ৭০টি পদক। যার মধ্যে ১৬টি ছিল স্বর্ণ পদক।

চলতি বছর এশিয়ান গেমসের শেষ দিনের আগের দিনই ৯৫টি পদকের চূড়া স্পর্শ করেছিল ভারত। একেবারে শেষ দিনেও পদকের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা ছিল প্রবল। আর সেটাই হয়েছে। এশিয়ান গেমসের শেষ দিনেও আশ্চর্যজনক ভাবে ১২টি পদক এসেছে ভারতের ঝুলিতে। ওই দিন ৬টি সোনা, ৪টি রুপো এবং ২টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় ক্রীড়াবিদরা।

রইল এশিয়ান গেমস ২০২৩ সংক্রান্ত কিছু জরুরি আপডেট:

১. সিঙ্গল এসএল৪ ক্যাটাগরিতে রৌপ্য পদক জয় করেছেন ব্যাডমিন্টন খেলোয়াড় সুকান্ত কদম।

২. ব্যাডমিন্টন মেনস ডাবলস-এ সোনা জয় সাত্ত্বিক-চিরাগ জুটির।

৩. ভারতের পুরুষ এবং মহিলাদের দল দাবায় দুটি রৌপ্য পদক জয় করেছেন।

৪. মেনস ফ্রিস্টাইল ৮৬ কেজি ইভেন্টে রুপো আনলেন দীপক পুনিয়া।

৫. ভারতের পুরুষদের কাবাডি দল ইরানকে হারিয়ে সোনা জয় করল।

৬. মেয়েদের হকিতে জাপানকে হারিয়ে ব্রোঞ্জ জয় ভারতের।

৭. তীরন্দাজ ওজস প্রবীণ দেওতালে জিতলেন সোনা।

৮. পুরুষদের ভারতীয় ক্রিকেট দল সোনা জিতেছে।