Tag Archives: cricket world cup 2023

শ্রীলঙ্কায় আইনজীবীদের বিশ্বকাপ ক্রিকেট; ভারতীয় দলে অক্সিজেন জোগাচ্ছেন বাংলার অলরাউন্ডার সায়ন

কলকাতা: শীতকাল মানেই ক্রিকেট। দীর্ঘদিনের এই ধারণা একটু একটু করে ভেঙে গিয়েছে গত শতাব্দীর শেষ থেকে। এখন সারা বছর ক্রিকেট খেলে বিভিন্ন দেশ। কিন্তু এই শীতের আমেজে ক্রিকেট খেলার মজাই আলাদা। তাই ডিসেম্বর-জানুয়ারি মাসে শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা। শ্রীলঙ্কায় বসেছে আইনজীবীদের অষ্টম বিশ্বকাপ ক্রিকেটের আসর।

গত ২৮ ডিসেম্বর শ্রীলঙ্কার কলম্বো শহরে পি. সারাভানামুথু স্টেডিয়ামে উদ্বোধন হয় অষ্টম ল’ইয়ারস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ-এর। উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অর্জুন রণতুঙ্গা এবং শ্রীলঙ্কার আইনজীবী ক্রিকেটের সভাপতি পিয়াল মুনাসিংহের-সহ অনেকে। কলম্বোর ছ’টি স্টেডিয়ামে চলবে এই খেলা। যোগ দিচ্ছে শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং অন্য কমনওয়েলথ দেশের খেলোয়াড়দের একটি সম্মিলিত কমনওয়েলথ দল। ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার দু’টি করে দল যোগ দেবে। ফাইনাল খেলা হবে আগামী ৬ জানুয়ারি ২০২৪, সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে।

আরও পড়ুন– ঠিক যেন লিপস্টিকে রাঙানো ঠোঁট; এই গাছকে দেখামাত্রই চুমু খেতে ইচ্ছা করবে

প্রথমবার আইনজীবীদের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় ভারতের হায়দরাবাদে। সেটা ২০০৭ সাল। এরপর ২০০৯ সালে ইংল্যন্ডের কেমব্রিজে, ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোসে, ২০১৩ সালে ভারতের নয়াদিল্লিতে, ২০১৫-১৬ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে, ২০১৭ সালে শ্রীলঙ্কার কলম্বোয় এবং ২০১৯ সালে নিউজিল্যান্ডের হ্যামিল্টনে এই বিশ্বকাপের আয়োজন করা হয়। এই নিয়ে দ্বিতীয়বার খেলার আয়োজন করা হয়েছে শ্রীলঙ্কায়। তবে এই আয়োজন যৌথ ভাবে করছে শ্রীলঙ্কা ল’ইয়ারস ক্রিকেট এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর অ্যাডভোকেটস ইন ইন্ডিয়া।

আরও পড়ুন– শরীরে এই লক্ষণগুলি ফুটে উঠলেই সাবধান; নীরব ঘাতক হয়ে বিপদ ডেকে আনতে পারে কোলেস্টেরল

ইন্টারন্যাশনাল ল’ইয়ারস ক্রিকেট কাউন্সিলের সভাপতি আর. সান্ত্বনাকৃষ্ণণ জানিয়েছেন, ২০১৯ সালে নিউজিল্যান্ড বিশ্বকাপ আয়োজনের সময় স্থির হয়েছিল পরের কাপ হবে ত্রিনিদাদে। কিন্তু তারপর কোভিড অতিমারীর ছোবলে সেই খেলা বন্ধ রাখতে হয়। চার বছর পর এবার ফের বিশ্বকাপের আসর বসছে খানিকটা অদ্ভুত পরিস্থিতিতেই।

এবার ভারতীয় দলের অধিনায়কত্ব করছেন জসপ্রীত সিং কৌর। জসপ্রীত একজন ডানহাতি ব্যাটার এবং উইকেট কিপার। দিল্লিতে কমার্শিয়াল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল নিয়ে কাজ করেন। দিল্লি অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন (DACA)-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই প্রথম বিশ্বকাপে খেলতে চলেছেন জসপ্রীত।

পাশাপাশি এবার বাংলা থেকেও খেলতে যাচ্ছেন কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সদস্য সায়ন মুখোপাধ্যায়। তবে এই প্রথম নয়। ২০১৯ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সপ্তম বিশ্বকাপের যোগ দিয়েছিলেন এই অলরাউন্ডার। তাঁর সেরা স্কোর শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ১০২ রান, ২০১৯ সালেই।

Year Ender 2023: বছর শেষে ফিরে দেখা, ২০২৩-এ সেরা ১০ স্পোর্টস ইভেন্ট ও রেজাল্ট

কলকাতা: দেখতে দেখতে শেষ ২০২৩ সাল। আরও একটা নতুন বছরকে স্বাগত জানানোর পালা। প্রতিটি বছরই নান ক্ষেত্রে এমন কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটে বা ইভেন্ট থাকে যা বছর শেষে স্মৃতিতে থেকে যায়। তেমনই ক্রীড়া ক্ষেত্রেও ২০২৩ সালে ছিল কিছু সেরা কিছু ইভেন্ট। বছর শেষে সেই সকল ইভেন্ট আরও একবার ফিরে দেখা।

এশিয়ান গেমস ২০২৩: ২০২৩ এশিয়ান গেমসে ইতিহাস তৈরি করেছে ভারত। প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবার একশো পদকের মাইলস্টোন স্পর্শ করেছে ভারতীয় অ্য়াথলিটরা। মোট ১০৭টি পদক আসে ভারতের ঝুলিতে। ২৮টি সোনা, ৩৮টি রুপো ও ৪১টি ব্রোঞ্জ। চতুর্থ স্থানে শেষ করে ভারত।

এশিয়া কাপ: চলতি বছরে এশিয়া কাপ ক্রিকেট ফাইনালে একতরফাভাবে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। প্রতিযোগিতায় পাকিস্তানকে হারানোর পাশাপাশি ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয় ভারত। ফাইনালে মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। মহম্মদ সিরাজ একাই ৬টি উইকেট নেন। জবাবে ৬.১ ওভারে ১০ উইকেটে ফাইনাল জেতে ভারত।

ওডিআই বিশ্বকাপ ২০২৩: ভারতের মাটিতে আয়োজিত হয় আইসিসি একদিনের বিশ্বকাপ। প্রতিযোগিতায় দাপটের সঙ্গে খেলে টিম ইন্ডিয়া। তবে তৃতীয়বার ট্রফি জয়ের স্বপ্নপূরণ হয়নি। টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে ওঠে ভারত। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের মুখ দেখতে হয়। ষষ্ঠবার ওডিআই বিশ্বকাপ জেতে ব্যাগি গ্রিনরা। প্রতিযোগিতার সর্বোচ্চ রান স্কোরার হন বিরাট কোহলি ও সর্বোচ্চ উইকেট শিকরী হন মহম্মদ শামি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: ২০২৩ সালে দ্বিতীয়বারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় মরশুমেও ফাইনালে ওঠে ভারত। কিন্তু ট্রফি জিততে পারেনি। আরও একবার ফাইনালে উঠে হারের মুখ দেখতে হয় ভারতীয় দলকে। ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ২০৯ রানে জেতে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল।

মহিলা টি-২০ বিশ্বকাপ: ২০২৩ সালের শুরুতেই আয়োজিত হয় আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ। ভারতীয় মহিলা দল ভাল খেলে সেমি ফাইনালে ওঠে। তবে শেষ চারের লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে বিদায় নিতে হয়। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।

হকি বিশ্বকাপ: চলতি বছরের শুরুতে ভারতের মাটিতে আয়োজন হয় হয় পুরুষদের হকি বিশ্বকাপ। ভারতীয় হকি দল আশানরুপ ফল করতে পারেনিষ ফাইনালে পৌছায় জার্মানি ও বেলজিয়াম। নির্ধারিত সময়ে খেলার ফল দাঁড়ায় ৩-৩। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে বিশ্ব চ্যাম্পিয়ন হয় বেলজিয়াম।

আইপিএল ২০২৩: আরও এক রদ্ধশ্বাস আইপিএলের সাক্ষী থেকেছে আইপিএল ২০২৩। বৃষ্টি বিঘ্নিত ফাইনাল চলে ২ দিন ধরে। শেষ পর্যন্ত গুজরাত টাইটান্সকে হারিয়ে পঞ্চমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয় এমএস ধোনির চেন্নাই সুপার কিংস। ফাইনাল জেতার পর ২০২৪ সালেও আইপিএল খেলার কথা দেন ধোনি।

আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান: বেঙ্গালুরু এফসি-কে টাইব্রেকারে হারিয়ে ২০২২-২৩ মরসুমের আইএসএল চ্যাম্পিয়ন হল এটিকে মোহনবাগান। দল চ্যাম্পিয়ন হওয়ার পরেই এটিকে মোহনবাগান সরিয়ে নাম বদলে মোহনবাগান সুপার জায়ান্ট করার কথা ঘোষণা করেন সঞ্জীব গোয়েঙ্কা। ‘এটিকে’ সরে যাওয়ায় খুশি মোহনবাগান সমর্থকরা

উয়েফা নেশনসন লিগ: ২০২২-২৩ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয় স্পেন। ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে ট্রফি জেতে স্প্যানিশ আর্মাডারা। গোলশূন্যভাবে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জেতে স্পেন। ফাইনালে উঠে আরও একবার ট্রফি অধরা থেকে যায় লুকা মদ্রিচদের।

আরও পড়ুনঃ IPL 10 Team Full Squad: বদলে গেল সব! কোন দল হল বেশি শক্তিশালী? আইপিএল নিলামের পর দেখে নিন ১০ দলের পুরো স্কোয়াড

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: চলতি বছরের ১১ জুন আয়োজিত হয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজিত হয়। ফাইনালে মুখোমুখি হয় ম্যাঞ্চেস্টার সিটি ও ইন্টার মিলান। রড্রির করা একমাত্র গোলে চ্যাম্পিয়ন হয় ম্যান সিটি।

World Cup 2023 Ball Price: বিশ্বকাপ খেলা হয়েছে যে বল দিয়ে তার দাম কত? উত্তর অজানা অনেকের

শেষ হয়ে গিয়েছে আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩। ফাইনালে টিম ইন্ডিয়াকে হারিয়ে ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া।
শেষ হয়ে গিয়েছে আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩। ফাইনালে টিম ইন্ডিয়াকে হারিয়ে ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া।
বিশ্বকাপ শেষ হলেও তার রেশ এখনও রয়ে গিয়েছে। ক্রিকেট ফ্যানেদের বিশ্বকাপের নানা বিষয় নিয়ে জানার কৌতুহলেরও কোনও শেষ নেই।
বিশ্বকাপ শেষ হলেও তার রেশ এখনও রয়ে গিয়েছে। ক্রিকেট ফ্যানেদের বিশ্বকাপের নানা বিষয় নিয়ে জানার কৌতুহলেরও কোনও শেষ নেই।
তেমনই একটি বিষয় তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। জানেন কি যে বল দিয়ে বিশ্বকাপ ম্যাচ খেলা হচ্ছে তার দাম কত? খুব কম মানুষই জেনে থাকবেন এ বিষয়ে।
তেমনই একটি বিষয় তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। জানেন কি যে বল দিয়ে বিশ্বকাপ ম্যাচ খেলা হচ্ছে তার দাম কত? খুব কম মানুষই জেনে থাকবেন এ বিষয়ে।
প্রথমেই জেনে নিতে কোন বলে খেলা হয় ক্রিকেট বিশ্বকাপ। একদিনের বিশ্বকাপ ও টি-২০ বিশ্বকাপ খেলা হয় একই বল দিয়ে। কুকাবুরার টার্ফ সাদা বল ব্যবহৃত হয়।
প্রথমেই জেনে নিতে কোন বলে খেলা হয় ক্রিকেট বিশ্বকাপ। একদিনের বিশ্বকাপ ও টি-২০ বিশ্বকাপ খেলা হয় একই বল দিয়ে। কুকাবুরার টার্ফ সাদা বল ব্যবহৃত হয়।
এই সাদা বলটি কুকাবুরার টার্ফ সাদা বল তৈরি হয় অস্ট্রেলিয়ায়। এই বলে গুণমান এবং শ্রেষ্ঠত্ব নিশ্চিত যা আপনি বিশ্ব-বিখ্যাত সরবরাহকারীর কাছ থেকে আশা করেন।
এই সাদা বলটি কুকাবুরার টার্ফ সাদা বল তৈরি হয় অস্ট্রেলিয়ায়। এই বলে গুণমান এবং শ্রেষ্ঠত্ব নিশ্চিত যা আপনি বিশ্ব-বিখ্যাত সরবরাহকারীর কাছ থেকে আশা করেন।
এবার আসা যাক এই কুকাবুরার টার্ফ সাদা বল যা দিয়ে ওডিআই ও টি-২০ বিশ্বকাপ খেলা হয় তার দাম কত। একটি সাদা বলের দাম ১৫,০০০ টাকার কিছু বেশি।
এবার আসা যাক এই কুকাবুরার টার্ফ সাদা বল যা দিয়ে ওডিআই ও টি-২০ বিশ্বকাপ খেলা হয় তার দাম কত। একটি সাদা বলের দাম ১৫,০০০ টাকার কিছু বেশি।

Mamata Banerjee: ‘ফাইনাল কলকাতা-ওয়াংখেড়ে হলে আমরাই জিততাম,’ বিশ্বকাপ নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

কলকাতা: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মীসভায় কেন্দ্রীয় সরকারকে একাধিক বিষয়ে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিশ্বকাপ ফাইনাল আহমেদাবাদে হওয়া নিয়েও কটাক্ষ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভারতের ফাইনাল কলকাতা বা ওয়াংখেড়েতে হলে আমরাই জিততাম। আমরা এত ভাল খেলি। সব গেরুয়া করে দিয়েছে।’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মেট্রো স্টেশনের রং গেরুয়া করে দিচ্ছে। আমাদের চিঠি দিচ্ছে। বলছে সুস্বাস্থ্য কেন্দ্র গেরুয়া করে দিতে হবে। আমি বলেছি ভাগ, টাকা দিতে হবে না। আর তো তিন মাস আয়ু। ১, ২, ৩ এবার বিদায় দিন। একটা বিল পাশ করতে দেয় না। সুপ্রিম কোর্টের নির্দেশ মানে না। আমি নিজে গিয়ে কথা বলেছিলাম। তারপরেও সব আটকে। রাজ্য সরকারের টাকায় খাবেন, পুরস্কার দেবেন আর কালারফুল লাইফ কাটাবেন। আর বিল পাশ করতে দেবে না। যেন সব হিটলার একটা।”

আরও পড়ুন, কোচের পদ থকে সরছেন রাহুল দ্রাবিড়! টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ ঠিক করে ফেলেছে বিসিসিআই

আরও পড়ুন, আজ নবান্নেও উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগের প্রস্তাব নিয়ে পর্যালোচনা

তিনি আরও বলেন, “ভিতুর দল একটা। আমি জোটের নাম দিলাম ইন্ডিয়া। পরের দিন ওরা ভারত বলা শুরু করেছে। আরে আমরাও তো ভারত বলি। মোদি বাবু সংবিধান বদলাবেন কি করে? বিএসএফ যারা পাহাড়া দেয় সীমান্ত। কয়লা কাদের নিয়ন্ত্রণে? সিআইএসএফ থাকে ওখানে। গোরু আসে ইউপি, এমপি, রাজস্থান থেকে। তখন টাকা খায় না। তখন কি খাও লজেন্স? যা বলছি শুনে রাখুন। এলাকায় গিয়ে গিয়ে প্রচার করবেন। বারবার এক কথা বলতে হবে। আজ আমাদের অনেকে জেলে। তাই নিয়ে খুব হাসছেন। পার্থ, মাণিক, বালু জেলে। যখন আপনারা থাকবেন না। তখন কোথায় থাকবেন?”

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “যাঁরা শিল্প সম্মেলন নিয়ে কটাক্ষ করেন, তাঁদের বলছি আপনারা বলে বেড়ান শিল্প সম্মেলন হয় আর কিছু হয় না। এইবারের শিল্প সম্মেলন থেকে অভাবনীয় সাফল্য পেয়েছি। রাজস্ব বেড়েছে আমাদের। আর এই বিনিয়োগ প্রস্তাব থেকে এক কোটি কর্মসংস্থান হয়েছে।
মুখ্যসচিবকে বলেছি শ্বেতপত্র প্রকাশ করতে। যাঁরা কটাক্ষ করে তাঁদের দিয়ে দিন।”

Amitabh Bachchan: বিশ্বকাপ মিস ভারতীয় দলের, খেলা দেখে কী বললেন অমিতাভ? ভাইরাল পোস্ট

মুম্বই: অধরাই থেকে গেল ভারতীয় ক্রিকেট দলের বিশ্বজয়ের স্বপ্ন। দেশের মাটিতে হল না স্বপ্নপূরণ। অস্ট্রেলিয়ার সাফল্যের কাছে হার মানল টিম ইন্ডিয়া। মন খারাপ গোটা দেশের। তবে লড়াই এখানে শেষ নয়। সামনের বিশ্বকাপের জন্য বুক বাঁধছে গোটা দেশ। খেলায় হারলেও টিমের পাশে দেশবাসি-সহ দেশের সব তাবড় তাবড় তারকারাও। ভারতের লড়াইকে কুর্নিশ জানালেন বলিউডের বিগ-বি অমিতাভ বচ্চনও।

অস্ট্রেলিয়া ম্যাচ জেতার পর অমিতাভ তাঁর সোশ্যাল মিডিয়ায় ‘মেন ইন ব্লু’দের প্রশংসা করেন। টিম ইন্ডিয়া এই হারে যেনও ভেঙে না পড়ে, তিনি টিমের পাশে আছেন, সেই বার্তাই তিনি দিয়েছেন। তিনি এক্স-এ (পূর্বতন ট্যুইটার) লেখেন, ‘টিম ইন্ডিয়া, কাল রাতের ফলাফল কিন্তু আপনাদের প্রতিভা ও ক্ষমতার মানদন্ড নয়, আপনাদের জন্য গর্বিত, আগামীতে নিশ্চয়ই সব ভাল হবে, এগিয়ে যান।’

 

আরও পড়ুন: চোখ ধাঁধানো সাজ, নিকারাগুয়ার শেনিসের মাথায় বিজয় মুকুট! রইল জয়ের মুহূর্তের ভিডিও

প্রসঙ্গত, পরাজয়েও ভারতীয় ক্রিকেট দলের পাশে শাহরুখ খান। বিশ্বকাপ অধরা হলেও রোহিত শর্মার বাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন বাদশা। সোশ্যাল মিডিয়া এক্স-এ (পূর্বতন ট্যুইটার) পোস্ট করেছেন তাঁর মন ছুঁয়ে যাওয়া বার্তা। শাহরুখ লিখেছেন ‘‘সারা প্রতিযোগিতায় ভারত যেভাবে খেলেছে সেটা অত্যন্ত সম্মানজনক। যথেষ্ট খেলোয়াড়ি মানসিকতা ও একাগ্রতার পরিচয় রেখেছে টিম ইন্ডিয়া।’’

 

আরও পড়ুন: ২য় বার মা হওয়ার আগেই অকপট স্বীকারোক্তি! রাজকে এ কী জানিয়ে দিলেন অন্তঃসত্ত্বা শুভশ্রী

কাজলও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে টিম ইন্ডিয়ার একটি ছবি লিখেছেন, ‘হারকার জিতনে ওয়ালে কো বাজিগর কেহেতে হ্যায়। ভাল খেলেছে টিম ইন্ডিয়া। অভিনন্দন অস্ট্রেলিয়াকে আরেকটি বিশ্বকাপের জন্য।’

পাশাপাশি করিনা কাপুরও টিম ইন্ডিয়ার ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘শুধু ভালোবাসা আর সম্মান। টিম ইন্ডিয়া এই কঠিন যুদ্ধ খুব ভাল খেলেছে।”

অন্যদিকে ভিকি কৌশল লিখেছেন, “এখনও সেরা দল। এই CWC-তে টিম ইন্ডিয়া যে দক্ষতা এবং চরিত্র, দৃঢ়তা দেখিয়েছে তা অসাধারণ। আপনাদের জন্য আমি গর্বিত!”

WC Final 2023 Ind vs Aus: ক্রিকেট বিশ্বকাপে জয়ের আশায় অভিনব কাণ্ড ঝালদায়, শুরু মহাযজ্ঞ

পুরুলিয়া:  বিশ্বকাপ জ্বরে কাবু গোটা দেশ। রীতিমতো রুদ্ধশ্বাস নিয়ে ভারতের জেতার অপেক্ষায় রয়েছে গোটা দেশবাসী। ভারতীয় ক্রিকেট দলের জয় সুনিশ্চিত করতে পুরুলিয়ার ঝালদায় হল মহাযজ্ঞ। বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

ভারত বনাম অস্ট্রেলিয়া মুখোমুখি বিশ্বকাপ ফাইনাল খেলা। এই খেলায় জয়ী হতে হবে ভারতকে এই কামনা নিয়ে এইদিন সকাল থেকে ঝালদা আনন্দ বাজার মর্নিং ইলেভেন পাড়ার বজরংবলী মন্দিরে মহাযজ্ঞ শুরু হয়।‌

আরও পড়ুন: খেজুরের নামে চিনা জুজুবি ফল খাচ্ছেন না তো? কীভাবে বুঝবেন? আসল খেজুর চেনার উপায় জানুন

এ বিষয়ে মর্নিং ইলেভেনের কেপ্টেন তথা ঝালদা ১ নং ওয়ার্ড-এর কাউন্সিলার বিজয় কান্দু জানান, ‘দীর্ঘদিন পর বিশ্বকাপ খেলছে ভারত। এই খেলায় জয়ী হতে হবে ভারতকে এই কামনা নিয়ে ভগবানের কাছে পুজা দিলাম। আমরা আসা রাখছি আমাদের আসা পূরণ হবেই। ভারতীয় ক্রিকেটারদের উপর আমাদের দৃঢ় বিশ্বাস ও আস্থা রয়েছে। তাই ভারতের জয় নিশ্চিত।’ ‌

আরও পড়ুন: শামির স্বপ্নপূরণ হল না! বিশ্বকাপ ফাইনালে মা এলেন না, নিয়ে যেতে হল হাসপাতালে

২০২৩-এর বিশ্বকাপে তাক লাগিয়ে দিয়েছে ভারত। ‌নিউ জিল্যান্ডের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে বিশ্বকাপের ফাইনালে ভারত। পরপর ১০টি ম্যাচের ট্র্যাক রেকর্ড করেছে। রোহিত শর্মার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়তে প্রস্তুত ভারত। বিশ্বকাপের হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ নিয়ে ক্রমাগত ভগবানের নাম জব করছে ক্রিকেটপ্রেমীরা।

ভারত লড়াই করে জয়ের ট্রফি ছিনিয়ে আনবে এই আশাতেই বুক বেঁধেছে গোটা ভারতবাসীরা। ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জয়ের পর আবারও জয়ের ট্রফি দেশে আনার লক্ষ্যে মাঠে নেমেছে ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা।

গোটা দেশবাসীর পাশাপাশি জেলা পুরুলিয়া ঝালদাতেও ভারতের জয়ের আশায় মহাযজ্ঞ চলছে। এ বছর বিশ্বকাপে একাধিক স্মরণীয় মুহূর্ত তৈরি হয়েছে। ভগবান শচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি। মহম্মদ শামি বোলিং। রোহিত শর্মার অধিনায়কত্বে পরপর টানা দশটি ম্যাচে টানা জয়। সব মিলিয়ে দেশবাসী আশা আরও দৃঢ় হচ্ছে। ‌

শর্মিষ্ঠা ব্যানার্জি

Ind Vs Aus World Cup 2023 Final Match: অপেক্ষার মাত্র কয়েক ঘণ্টা! যখনই ভারত বিশ্বজয় করেছে কুষ্ঠি এমনই থেকেছে, ১৯ নভেম্বরের ভারতীয় ক্রিকেট দলের কুষ্ঠি

এই মুহূর্তে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে মহারণ চলছে ৷ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে হেরে এই মুহূর্তে ব্যাট করছে ভারত ৷ প্রতীকী ছবি ৷
এই মুহূর্তে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে মহারণ চলছে ৷ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে হেরে এই মুহূর্তে ব্যাট করছে ভারত ৷ প্রতীকী ছবি ৷
৪ উইকেট হারিয়ে দেড়শ রানের গণ্ডি পার হয়েছে ৷ কিছুটা চাপেই রয়েছে রোহিতবাহিনী ৷ ফাইনাল ম্যাচ হচ্ছে ১৯ নভেম্বর ২০২৩ ৷ প্রতীকী ছবি ৷
৪ উইকেট হারিয়ে দেড়শ রানের গণ্ডি পার হয়েছে ৷ কিছুটা চাপেই রয়েছে রোহিতবাহিনী ৷ ফাইনাল ম্যাচ হচ্ছে ১৯ নভেম্বর ২০২৩ ৷ প্রতীকী ছবি ৷
এইবারের বিশ্বকাপে ৪৫ দিনে মোট ৪৮টি ম্যাচ খেলা হচ্ছে ৷ আজই সেইদিন যখন ভারতের তৃতীয়বার বিশ্বকাপ জয় করার সম্ভাবনা আছে ৷ প্রতীকী ছবি ৷
এইবারের বিশ্বকাপে ৪৫ দিনে মোট ৪৮টি ম্যাচ খেলা হচ্ছে ৷ আজই সেইদিন যখন ভারতের তৃতীয়বার বিশ্বকাপ জয় করার সম্ভাবনা আছে ৷ প্রতীকী ছবি ৷
১৯৮৩, ২০১১ এরপরে ২০২৩? বিশ্বকাপ অভিযান শুরুর পর থেকে এখনও পর্যন্ত অপরাজেয় ভারত ৷ প্রথম থেকেই ভারতবাসীর প্রত্যাশার পারদ চড়তে থাকে ৷ প্রতীকী ছবি ৷
১৯৮৩, ২০১১ এরপরে ২০২৩? বিশ্বকাপ অভিযান শুরুর পর থেকে এখনও পর্যন্ত অপরাজেয় ভারত ৷ প্রথম থেকেই ভারতবাসীর প্রত্যাশার পারদ চড়তে থাকে ৷ প্রতীকী ছবি ৷
এখন ঘুরপাক খাচ্ছে একটি কথাই বিশ্বকাপ কার হাতে উঠবে? বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা জানিয়েছেন তাঁদের মতামত ৷ প্রতীকী ছবি ৷
এখন ঘুরপাক খাচ্ছে একটি কথাই বিশ্বকাপ কার হাতে উঠবে? বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা জানিয়েছেন তাঁদের মতামত ৷ প্রতীকী ছবি ৷
জ্যোতিষ মতেও নানান মতবাদ প্রকাশ হয়েছে ৷ ২৫ জুন, ১৯৮৩ সালে ফাইনালে টস জিতে ইতিহাস তৈরি করেছিল কপিল দেবের নেতৃত্বে ভারত ৷ প্রতীকী ছবি ৷
জ্যোতিষ মতেও নানান মতবাদ প্রকাশ হয়েছে ৷ ২৫ জুন, ১৯৮৩ সালে ফাইনালে টস জিতে ইতিহাস তৈরি করেছিল কপিল দেবের নেতৃত্বে ভারত ৷ প্রতীকী ছবি ৷
তারপর থেকেই ভারতীয়দের কাছে ধর্মগ্রন্থতে পরিণত হয়েছে ক্রিকেট ৷ যখন যখন ক্রিকেটের আসর বসেছে তখন তখনই উৎসব দেখা দিয়েছে দেশে ৷ প্রতীকী ছবি ৷
তারপর থেকেই ভারতীয়দের কাছে ধর্মগ্রন্থতে পরিণত হয়েছে ক্রিকেট ৷ যখন যখন ক্রিকেটের আসর বসেছে তখন তখনই উৎসব দেখা দিয়েছে দেশে ৷ প্রতীকী ছবি ৷
যেদিন ভারত প্রথমবার বিশ্বজয় করেছিল ঠিক সেইদিনই ৷ বৃহস্পতি মঙ্গলের রাশি মেষে ছিলেন, শনি ছিলেন তুলার উচ্চঘরে ৷ প্রতীকী ছবি ৷
যেদিন ভারত প্রথমবার বিশ্বজয় করেছিল ঠিক সেইদিনই ৷ বৃহস্পতি মঙ্গলের রাশি মেষে ছিলেন, শনি ছিলেন তুলার উচ্চঘরে ৷ প্রতীকী ছবি ৷
২০১১-তে ফের ভারতবাসীর স্বপ্নপূরণ হয় ৷ সেই সময়ে বৃহস্পতি মেষে ও শনি বুধের রাশি কন্যাতে ছিলেন ৷ প্রতীকী ছবি ৷
২০১১-তে ফের ভারতবাসীর স্বপ্নপূরণ হয় ৷ সেই সময়ে বৃহস্পতি মেষে ও শনি বুধের রাশি কন্যাতে ছিলেন ৷ প্রতীকী ছবি ৷
এইবারেও যখন বিশ্বকাপ শুরু হয়েছিল ঠিক তখন গ্রহ ও নক্ষত্রের অবস্থান বা সংযোগ একই রকমের ছিল ৷ প্রতীকী ছবি ৷
এইবারেও যখন বিশ্বকাপ শুরু হয়েছিল ঠিক তখন গ্রহ ও নক্ষত্রের অবস্থান বা সংযোগ একই রকমের ছিল ৷ প্রতীকী ছবি ৷
বৃহস্পতি মেষে, শনি নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভতে, গ্রহ ও নক্ষত্র বলছে জোরালো সম্ভাবনা ভারতের বিশ্বজয়ের ৷ প্রতীকী ছবি ৷
বৃহস্পতি মেষে, শনি নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভতে, গ্রহ ও নক্ষত্র বলছে জোরালো সম্ভাবনা ভারতের বিশ্বজয়ের ৷ প্রতীকী ছবি ৷
তবে ১৯ নভেম্বরই জানতে পারা যাবে কী হতে চলেছে, মাত্র কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে এখন থেকে ৷ প্রতীকী ছবি ৷
তবে ১৯ নভেম্বরই জানতে পারা যাবে কী হতে চলেছে, মাত্র কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে এখন থেকে ৷ প্রতীকী ছবি ৷
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷

ICC CWC 2023: বিশ্বকাপ জ্বরে কাঁপছে বাংলা! বহরমপুরে লাগানো হল ৩০০ ফুটের জাতীয় পতাকা 

মুর্শিদাবাদ: আজ বিশ্বকাপ ফাইনাল। ভারতের মাটিতে পদক জয়ের হাতছানি হারাতে চাইনা ভারত। ২০০৩ সালে তৎকালীন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে অষ্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। ২০ বছর পর এবছর আবার সেই অষ্ট্রেলিয়া। রবিবার বিশ্বকাপের মেগা ফাইনাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রলিয়া। ঘরের মাঠে তৃতীয়বার একদিনের ক্রিকেটে ভারতকে বিশ্বসেরা দেখার অপেক্ষায় প্রহর গুনছে ১৪০ কোটির দেশ। আর তার আগে রাজ্যের বিভিন্ন জায়গায় ক্রিকেট প্রেমীদের উচ্ছাস তুঙ্গে। রোহিত শর্মার হাতে যেমন সোনালী ট্রফি দেখতে চাইছে গোটা দেশ।

আরও পড়ুনঃ ফের অগ্নিকাণ্ড জয়নগরে! ভোরবেলা হঠাৎ করে জ্বলে উঠল পরপর দোকান, আতঙ্কিত এলাকাবাসী

রবিবার সকাল থেকেই মুর্শিদাবাদ জেলার বহরমপুরে সাধক নরেন খ্যাপা স্মৃতি মন্দির মধু বর্ষণ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের পাশে এলাকার বাসিন্দাদের উদ্যোগে ৩০০ ফুটের জাতীয় পতাকা লাগানো হল। এছাড়াও ক্রিকেট কোচ রাহুল দ্রাবিড় তাঁর ছবি-সহ বিরাট কোহলি এবং প্রাক্তন দুই ভারত অধিনায়ক যাদের নেতৃত্বে আগে বিশ্বকাপ জিতেছিল ভারত, তাঁদের ছবি লাগান হয়েছে। এর পাশাপাশি সমগ্র ক্রিকেট দলের সদস্যদের ছবি লাগানো হয়েছে, পড়ানো হয়েছে মালাও।

রবিবার সকাল থেকেই সেজে উঠছে সদর বহরমপুর শহর। এছাড়াও বহরমপুর শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে LED স্ক্রিন ও বড় টিভি। এমনকী বড় বড় সিনেমা হলেও দেখানো হবে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলা। ফলে ক্রিকেট জ্বরে এখন কাঁপছে নবাবের জেলা মুর্শিদাবাদ।

তবে ক্রিকেট প্রেমীদের আশা সোনালী পদক আসবে ভারতের হাতেই। টানা দশ ম্যাচ জয়ের আনন্দ ধরে রাখা তখনই সম্ভব, হাতে ট্রফি উঠলে। না হলে সবটাই বৃথা মনে হবে। গত দুটি বিশ্বকাপেও দুর্দান্ত খেলেছে ভারত। ২০২৩ বিশ্বকাপে বৃত্ত সম্পূর্ণ করার আশায় ভারত। রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই। ফাইনালেও সামনে সেই অস্ট্রেলিয়া।

কৌশিক অধিকারী

WC 2023 Final Mohammed Shami: শামির স্বপ্নপূরণ হল না! বিশ্বকাপ ফাইনালে মা এলেন না, নিয়ে যেতে হল হাসপাতালে

আহমেদাবাদ: ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের মহারণ চলছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামি। কিন্তু, ফাইনাল ম্যাচ খেলতে নামার আগে মহম্মদ শামির পরিবার থেকে এল এক চরম দুঃসংবাদ। সকালেই খবর পাওয়া গিয়েছিল এদিন আহমেদাবাদে খেলা দেখতে যাবেন শামির মা-সহ গোটা পরিবার।

নিউজ ১৮-এর আমরোহা ব্যুরো সূত্রে খবর, শামির মায়ের সঙ্গে দু’দিন আগেই কথা বললে তিনি জানিয়েছেন কয়েকদিন ধরে তিনি অসুস্থ। ভারত-অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখতে যাওয়ার মতো শারীরিক পরিস্থিতি নেই তাঁর। যদিও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিনা তা জানা যায়নি। এদিন সকালেই তাঁর রুটিং চেক-আপের জন্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া যায়।

আরও পড়ুন: ১৪০ কোটি দেশবাসী বিশ্বকাপের অপেক্ষায়, ঐতিহাসিক জয় চাইছেন মোদি-মমতা

শামির ছোট ভাই মহম্মদ কাইফ বাংলা দলের সদস্য। আপাতত তিনি মুম্বইতে রয়েছেন। তিনি মায়ের শারীরিক পরিস্থিতি নিয়ে কিছু জানাতে পারেননি। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে না পারার কারণে ছেলে মহম্মদ শামিকে শুভেচ্ছা জানিয়েছেন মা অঞ্জুম আরা। এএনআই-কে তিনি জানিয়েছেন, ‘দেশকে ও গর্বিত করেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন ওয়ার্ল্ড কাপ জিততে পারে’।

আরও পড়ুন: খেজুরের নামে চিনা জুজুবি ফল খাচ্ছেন না তো? কীভাবে বুঝবেন? আসল খেজুর চেনার উপায় জানুন

২০০৩ বিশ্বকাপে ভারতকে হারিয়ে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছিল অজিরা। এ বার ভারত অতীতের বদলা নিক। এই আশায় বুক বাঁধছে দেশবাসী। আজকে যেন অঘোষিত ছুটি ভারতে। রবি-দুপুরের বড় চমক বিশ্বকাপ ফাইনাল। আশা, আশঙ্কা সবকিছু সঙ্গে করেই ফাইনাল ম্যাচে চোখ ক্রিকেটপ্রেমীদের। কে হাসবে শেষ হাসি তা দেখার জন্য, অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা।